পুঁজিবাজার
লোকসানে ১৬ খাতে বিনিয়োগকারীরা
বিদায়ী সপ্তাহে (০৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। ফলে সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন এই ১৬ খাতের বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ৪ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা ও আবাসন খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৫ শতাংশ। ৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ৩ দশমিক ৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লাইফ ইন্স্যুরেন্স খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- প্রকৌশল খাতে ৩ দশমিক ৬০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৫০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩ দশমিক ১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স ২ দশমিক ৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২ দশমিক ৫০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২ দশমিক ২০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৮০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ২০ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ৯০ শতাংশ, বস্ত্র খাতে ০ দশমিক ৮০ শতাংশ ও চামড়া খাতে ০ দশমিক ২০ শতাংশ দর কমেছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ খাতে। এর মধ্যে সবচেয়ে ১৬.৯০ শতাংশ দর বেড়েছে পাট খাতে। এছাড়া, কাগজ ও প্রকাশনা খাতে ৫.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ এবং বিবিধ খাতে ১.৪০ শতাংশ দর বেড়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।
উক্ত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এই এজিএমে মতামত প্রদান করেন এবং ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০% লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন। সভায় বিনিয়োগকারীরা গত বছরগুলোর কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কোম্পানির ব্যবসা পরিচালনা উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।
এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, রুহুল আমিন এফ সি এম এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মোশতাক আহমদ, হেড অফ ইন্টার্নাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এসিআই ফর্মুলেশনসের লভ্যাংশ অনুমোদন
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশনস লিমিটেড।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ ঘোষণা করা হয়।
এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।
উক্ত সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।
এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।
সুস্মিতা আনিস সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বেস্ট হোল্ডিংসের নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানি সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পনসর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জণ।
এসময় তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মিথুন নিটিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫ দশমিক ১৮ শতাংশ। আর ১০ পয়সা বা ৪ দশমিক ৩৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপুলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট সিমেন্টের ৪ দশমিক ২৩ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৩ দশমিক ৮১ শতাংশ, খান ব্রাদার্সের ৩ দশমিক ৮০ শতাংশ, এসকে ট্রিমসের ৩ দশমিক ৭৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৩ দশমিক ৬২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ২২ শতাংশ কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৪২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ ডিসেম্বর) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬০ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫ দশমিক ৬৮ শতাংশ। আর ৪ টাকা বা ৪ দশমিক ৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানি পাল্পের ৪ দশমিক ৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ দশমিক ৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৪ দশমিক ৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪ দশমিক ৩২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪ দশমিক ১২ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।