Connect with us

মত দ্বিমত

পুঁজিবাজার ব্যবস্থাপকরা অনুকূল পরিস্থিতির সুযোগ নিতে ব্যর্থ

Published

on

লাভেলো

পুঁজিবাজারে সূচকের পতন ধারা অব্যাহত। অব্যহাত আছে পুঁজিক্ষরণও। পুঁজিক্ষরণ নয়। কম বেশী ১৩ লাখ বিনিয়োগকারীর রক্তক্ষরণ। গত ১৬ বছর এটাই চলে আসছে। পরিবর্তিত পরিস্থিতিতেও পরিবর্তন নেই। উত্তরাধিকারিত্ব বহাল রয়েছে!

দেশের পুঁজিবাজারে ব্যবস্থাপনা নেই। অব্যবস্থাপনা আছে। শীর্ষ বাজার ব্যবস্থাপক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ব্যাংকার। পুঁজিবাজার বুঝেন না। বুঝার ইচ্ছা আছে- তাও মনে হয় না। অতি বিতর্কিত কমিশনার তারিকুজ্জামানের চোখ দিয়ে তিনি পুঁজিবাজারকে দেখছেন। খুব সম্ভবত তিনি আর থাকছেন না। অতি চালাকের গলায় দড়ি। তার গলায় সেই দড়িই পড়েছে।

সম্প্রতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার নির্বাচিত পরিচালক বিএসইসিতে গিয়েছিলেন। উদ্দেশ্য, পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি ও ডিএসই বোর্ডের অচলাবস্থা নিয়ে কথা বলা। আধঘন্টা স্থায়ী সে বৈঠকে চেয়ারম্যান রাশেদ মাকসুদ একাই কথা বলেন ২৩ মিনিট। কেউ কিছু বলতে গেলেই থামিয়ে দিয়েছেন। নিজেই ফের বলতে শুরু করেন। এক পর্যায়ে তিনি বলেন “আমাকে শেখাতে আসবেন না”।

তারপরও তাকে জানানো হয়, চলমান বোর্ড থাকা অবস্থায় আর একটি বোর্ড চাপিয়ে দেয়ার চেষ্টা আইন সিদ্ধ নয়। বর্তমান বোর্ডকে দিয়েই নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা জরুরী। জবাবে রাশেদ মাকসুদ বলেন, ‘এটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারের সিদ্ধান্তই চুড়ান্ত। সেটাই আইন’।

পর্যবেক্ষণে দেখা যায়, নতুন চেয়ারম্যান নিজেই বিপ্লবী সরকারের চেতনা ধারণে ব্যার্থ। তার দেয়া সব সিদ্ধান্তই ভুল প্রনানিত হয়েছে। এ সিদ্ধান্ত অন্তর্ঘাত বান্ধব। নতুন সরকার গঠিত হবার পর পুঁজিবাজারের সূচকের বিমান আকাশে উড়ার জন্য রানওয়েতে দৌড়াচ্ছিল। এসময় একটি তদন্ত কামিটি গঠনের মাধ্যমে সে বিমানের চাকা আটকে দেয়া হয়। টেনে আনা হয় হ্যাংগারে। এ অবস্থায় সব সূচক নিম্নগামী হতে শুরু করে। এবং সে ধারা অব্যাহত থাকে।

ডিএসইর পরিসংখ্যন হলো; গত সপ্তাহে ডিএসই’র ৪টি মূল্য সূচকের মধ্যে তিনটিরই অধোগতি হয়েছে। লেনদেন ও টাকার অংকে ২১টির মধ্যে ১৪টি খাতই লাল সংকেত দেখিয়েছে। খাত ভিত্তিক রিটার্ন ডিস্ট্রবিউশনে ১৬টি খাতে লাল বাতি জ্বালনো হয়েছে।

একই সময় দুদুকও পুঁজিবাজারে তদন্ত শুরুর ঘোষণা দেয়। বাজারের ভিতর ও বাইরে থেকে আসা সিদ্ধান্ত দুটি বাজার সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে ঠেলে দেয়। দুদুকের ঘোষণায় বিভ্রান্তি বাড়ে। কারণ’ এর আগে দুদুক, বিএসইসি’র সাবেক চেয়ারম্যান খায়রুল ও শিবলীর বিষয়েও তদন্ত শুরু করেছিল। পরবর্তীতে দুদুক খায়রুলকে ‘সফেদ সনদ’ দেয়। শিবলীকে দেয়ার সময় পায়নি। তার ফাইল চাপা দেয়া ছিল।
এখনও কী একই উদ্দেশ্য নিয়ে দুদক নেমেছে কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে, দুদুক ও বিএসইসি কোন প্রতিষ্ঠানই – বাজার সংশ্লিষ্টজন ও জনগণের আস্থার যায়গাতে নেই। উভয় প্রতিষ্ঠানের উচিত ছিল প্রথমে নিজ নিজ প্রতিষ্ঠানকে আস্থাশীল করার দিকে গুরুত্ব দেয়া।

বিএসইসি’র নয়া চেয়ারম্যানের অগ্রাধিকার হতে পারতো; প্রথমে নিজ প্রতিষ্ঠানের নিজস্ব সত্তার যায়গাটি পরিষ্কার করা। অর্থাৎ বিএসইসি, ‘কমিশন নাকী সরকারী প্রতিষ্ঠান’? এটা পরিষ্কার করা। বর্তমানে এটি ‘খচ্চর’ প্রজাতির সংস্থা। পরবর্তী করণীয় ছিল; নিজ সংস্থায় রাজনৈতিক বিবেচনায় ২০০ ‘লীগ জনবল’ নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্স যাচাই বাছাই করা। এবং সে অনুযায়ী করণীয় ও ব্যবস্থা নেয়া। এবং নিজ ঘরে সংস্কার ও শুদ্ধিকরণ সম্পন্ন করার কাজটি প্রথমেই সম্পন্ন করা।

পরিচ্ছন্ন ভাবমর্যদা নিয়ে বাজারের অংশীদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সাথে বসা। তাদের মতামত ও পরার্মশ গ্রহন। প্রয়োজনে কারো কারো সাথে একান্ত বৈঠক করা। পরবর্তীতে ব্যাক্তি বড়, মাঝারি ও ছোট বিনিয়োগকারীদের সাথে বসা ও তাদের সমস্যা ও পরামর্শ গ্রহন করা। ইত্যকার বিষয়গুলো সম্পন্ন করার কাজটিই জরুরী ছিল।

উল্লিখিত ধাপ অতিক্রম করার পর বিএসইসি’র গবেষণা ও অনুসন্ধান বিভাগের সহয়তায় প্রয়োজনীয় বাজার সংস্কার সর্ম্পকিত কার্যক্রম শুরু করলে ভালো ফল পাওয়া যেত। উল্লিখিত কর্মকাণ্ড চলাকালীন সময়ে বাজারকে বাজারের গতি চলতে দেয়াই উত্তম ছিল। এরই মধ্যে, পুঁজিবাজারের মূল্য সূচক, লেনদেন পরিধি গহনযোগ্য অবস্থানে চলে আসার সুযোগ সৃষ্টি হতো। রোগী অপারেশন টেবিলে শোয়া’র সামর্থ অর্জন করতো। অর্থাৎ অপারেশন চলাকালীন সময় ও অপারেশন পরবর্তী ধকল সইবার সক্ষমতা অর্জন করতো।

বিএসইসি বাজারকে তৈরী করার আগেই রোগীকে অপারেশনের টেবিলে শুইয়ে দেয়ার ভুল সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত – বাজারকে পশ্চাৎ ধাক্কা দিয়েছে। ভিন্ন পর্যালোচনা ও বিশ্লেষণে ধরা পড়ে – কমিশনের তদন্ত বিষয় বস্তুর সব দায়ই তদন্তকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ঘাড়ে পড়বে। যদি সঠিক তদন্ত হয়। কমিশনের চোখেই পড়েনি; পুঁজিবাজারের নানা সূচক ঊর্ধমুখী করা ও জমজমাট লেনদেন পরিস্থিতির সুযোগ, পরিবেশ, পরিস্থিতি ইতোমধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার সম্পন্ন করেছে। গভীর খাঁদে পড়া – অর্থনীতিতেও সবুজ চিত্র দৃশ্যমান করছে।

অর্থউপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অর্থখাতের অগ্রগতি সামনে নিয়ে এসেছেন। আশা জাগানীয় অগ্রগতি তুলে ধরেছেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও রাষ্ট্র পরিকল্পনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার প্রস্তুতি সপন্ন করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিা করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন। ইতোমধ্যেই ৯৫ শতাংশ আমানতকরীর, আমানত নিরাপত্তা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সব ব্যাংক প্রতিষ্ঠান চালু রাখার পক্ষে তাঁর অবস্থান। ১০টি ব্যাংক খুবই খারাপ অবস্থায় আছে। সেগুলোর ক্ষেত্রে নীতি সহায়তার মাধ্যমে পরিস্থিতির উন্নতির চেষ্টা অব্যাহত থাকবে। সে চেষ্টা ব্যর্থ হলে; একীভূত করার দিকে এগুবেন। পাঁচারকৃত অর্থ ফেরৎ আনার ক্ষেত্রেও তিনি আশাবাদী অবস্থানেই আছেন। যেসব ব্যাংকের বোর্ডের পরিবর্তন আনা হয়েছে; সেসব ব্যাংকে নেতিবাচক প্রতিক্রিয়া পড়েনি।

উল্লিখিত সব তথ্য চিত্রই পুঁজিবাজারের ইতিবাচক প্রবাহের অনুকূলে ছিল। পুঁজিবাজার ব্যবস্থাপকরা সে অনুকূল সুবিধার সুযোগ নিতে পারেনি।
তথ্য উপাত্ত জানান দেয়; পুঁজিবাজার অনুকূল সময়ে ঘুড়ে দাঁড়ানোর অপেক্ষায় আছে। দেশ বিরোধী চক্র অনুকূল পরিবেশ তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সরাকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রশাসনসহ, গামের্ন্টস, ঔষধ ও পাট খাতে অস্থিরতা বর্ধক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তথ্য মতে, বিদেশী গোয়েন্দা সংস্থাসহ পতিত স্বৈরাচারের দোসররা এ অস্থিরতা বিস্তারে সহায়তা করছে। অন্ততঃ তিনটি বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারীতে বাংলাদেশ আছে। উদ্ভুত পরিস্থিতিতে; দেশী গোয়েন্দা ও কাউন্টার গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড আরও নিবীড় ও বিস্তৃত করার দাবি রাখে।

লেখক:ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়

Published

on

লাভেলো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সূচি ফাঁস হয়ে গিয়েছিল আগেই। একই গ্রুপে থাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুটি ম্যাচ কবে, জানা গিয়েছিল। মঙ্গলবার পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে ফরম্যাটের এবারের আসরের। বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দিনই, ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৪ মার্চ রাওয়ালপিন্ডিতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

আট দলের এই টুর্নামেন্টে হবে মোট ১৫ ম্যাচ, পাকিস্তান ও দুবাইয়ের ভেন্যুতে হবে খেলা। পাকিস্তান রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে হবে গ্রুপের তিনটি করে ম্যাচ। লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল।

ভারত উঠলে ৯ মার্চ ফাইনাল হবে দুবাইয়ে। ভারত না থাকলে সেটি হবে পাকিস্তানের লাহোরে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান

২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান

২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-পাকিস্তান, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান-অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
২ মার্চ: নিউজিল্যান্ড-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান

ফাইনাল
৯ মার্চ: লাহোর, পাকিস্তান (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি

Published

on

লাভেলো

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। দেশের জার্সিতে একের পর এক কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটার। তবে ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি— এমন দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।

রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।

হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।

তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

Published

on

লাভেলো

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় বলেই ব্রান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। সিরিজের সবগুলো ম্যাচেই তাসকিনের শিকার হয়েছেন কিং।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ০.৫ ওভারে খেলার পরই হানা দেয় বৃষ্টি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পরই আবার খেলা শুরু হয়। দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে আরো একবার দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদি। নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পান। এই ডানহাতি অফ স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন জাস্টিন গ্রিভস। তাতে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় উইন্ডিজ।

এরপর নিকোলাস পুরাণ ও জনসন চার্লস জুটি গড়ার চেষ্টা করেন। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ফেরেন পুরাণ। এই অভিজ্ঞ ব্যাটারকে বোকা বানিয়েছেন মেহেদি। অফ স্টাম্পের বাইরে থেকে নিচু হয়ে ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পুরাণ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৫ রান।

পাঁচে নেমে ডাক খেয়েছেন রোস্টন চেইস। চার বল খেলে রানের খাতা খোলার আগেই হাসান মাহমুদের বলে মেহেদির হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এক প্রান্ত আগলে রাখা চার্লস ফিরেছেন রান আউটের শিকার হয়ে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। তাতে দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারায় উইন্ডিজ।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। লোয়ার মিডল অর্ডারে রভম্যান পাওয়েল-গুড়াকেশ মোতিরাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। খানিকটা ব্যতিক্রম ছিলেন কেবল রোমারিও শেফার্ড। তবে তার ২৭ বলে ৩৩ রানের ইনিংস কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে।

বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। তাছাড়া তাসকিন ও মেহেদি দুটি করে উইকেট পেয়েছেন। আর একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ।

এর আগে লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন পারভেজ হোসেন ইমন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। অফফর্মে থাকা লিটনকেও আজ বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। দারুণ কিছু শটও খেলেছেন। তবে ১৪ রানের বেশি করতে পারলেন না। অধিনায়ক ফেরায় ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।

লিটন ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জাস্টিন গ্রেভসের হাতে। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩৯ রান করেন তিনি। যেখানে ৪টি চার ও ২টি ছক্কা মারেন ইমন। ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেটে ৫৪ রান তোলে।

তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। এক ছক্কায় ৯ বলে ৯ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যকফুটে গেলে আরো একবার দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি। চতুর্থ উইকেট জুটিতে শুরুতে দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন। আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৯ রান।

এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয় শামিম হোসেনকে। কিন্তু গত দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ তার ভাগ্য সহায় হয়নি। ২ রান করে জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন। একই পথে হেটেছেন শেখ মেহেদিও।

দুই ব্যাটারের রান আউটের সঙ্গেই ছিল জাকেরের নাম। তাই বাড়তি দায়িত্ব ছিল তার ওপর। সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ফিনিশিংটা করেছেন দুর্দান্ত। এক প্রান্তে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়ে ৩ চার ও ৬ ছক্কায় ৪১ বলে করেছেন অপরাজিত ৭২ রান।

জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব

Published

on

লাভেলো

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে এর আগে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছিল কাউন্টি ক্রিকেট কতৃপক্ষ।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কতৃপক্ষ।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর লিগ ক্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎড়াতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে

Published

on

লাভেলো

আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আনুষ্ঠানিকভাবে ফিফা জানাল, আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।

বুধবার একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। একই দিনে ফিফা আরো জানিয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে। এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি, যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। দশ বছরের পরের তথা ২০৩৪ ফুটবল বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের অংশগ্রহণে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে ৮টি রাজধানী রিয়াদে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে (ফিফা) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা আসল।

ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিল সৌদি আরব। বিশেষত ফুটবলে বিশাল বাণিজ্যের বাজার ধরতে তারা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল। তার অধীনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রসহ ইউরোপ মাতানো অসংখ্য ফুটবলারকে নিজেদের ক্লাবে ভিড়িয়েছে সৌদি। অবশেষে তাদের উদ্দেশ্য সফল হতে যাচ্ছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লাভেলো লাভেলো
পুঁজিবাজার3 hours ago

লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক...

ACI Formulations ACI Formulations
পুঁজিবাজার4 hours ago

এসিআই ফর্মুলেশনসের লভ্যাংশ অনুমোদন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত...

লাভেলো লাভেলো
কর্পোরেট সংবাদ6 hours ago

বেস্ট হোল্ডিংসের নগদ লভ্যাংশ অনুমোদন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন,...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার7 hours ago

মিথুন নিটিংয়ের সর্বোচ্চ দরপতন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার7 hours ago

দরবৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির...

Orion Infusion Orion Infusion
পুঁজিবাজার7 hours ago

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার7 hours ago

সূচক বাড়লেও উন্নতি নেই লেনদেনে

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার10 hours ago

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। দিনটি উপলক্ষ্যে দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার10 hours ago

এসকে ট্রিমসের নগদ লভ্যাংশ অনুমোদন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার10 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১০২ কোটি টাকা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার11 hours ago

বঙ্গজের লভ্যাংশ বিতরণ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার11 hours ago

৫৪৪ কোটি টাকা ব্যয়ে ট্যাংকার কিনবে এমজেএল বিডি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি এমটি নিসোস ডেলোস নামে একটি...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার12 hours ago

তিন প্রান্তিকে লোকসানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার12 hours ago

লভ্যাংশ দেবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের...

লাভেলো লাভেলো
পুঁজিবাজার1 day ago

১ মে থেকে নির্ধারিত সফটওয়্যার ছাড়া লেনদেন বন্ধ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন ট্রেকহোল্ডারদের জন্য অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহারের সময়সীমা কিছুটা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা...

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়া

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১