শিল্প-বাণিজ্য
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা
শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সরবরাহের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেছেন, গ্যাস, বিদ্যুৎ, ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, কাস্টম সার্ভিস ঠিকমতো পাওয়া না গেলে ব্যবসা বাড়ানো সম্ভব হবে না। পাশাপাশি চলমান পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তুলেছেন তারা।
সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এ সভার আয়োজন করে। এতে বিজিবিএ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেলের সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
ব্যবসায়ীরা জানান, সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন এই খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে উৎপাদন খরচ বাড়ছে। তাছাড়া শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কারখানাগুলোতে কর্মবিরতি পালন করছেন। বহিরাগতরা এসে কারখানা ভাঙ্চুর করছেন। এ অবস্থায় শিল্প পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
বিপিএজিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, বড় সমস্যা হলো অভ্যন্তরীণ সমস্যা। দেশের যেকোনো অস্থিরতায় প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে আরএমজি সেক্টর। আন্দোলন ঘিরে অস্থির পরিস্থিতিতে প্রতিবেশি দেশে অর্ডার চলে যাবে, বায়ার চাইলে তা যেতেই পারে। কিন্তু অন্য দেশে যাওয়ার আগে তারা ভাববে বাংলাদেশে অর্ডারগুলো উঠিয়ে নিতে পারবে কী না। নতুন সরকারকে তাদের সময় দেয়া উচিত। আমরা নিরবচ্ছিন্ন, গ্যাস ও ইউটিলিটি সুবিধা চাই।
বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আন্দোলন ঘিরে ইতিমধ্যেই ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে গ্যাস, বিদ্যুতের সমস্যা সমাধানের বিকল্প নেই। পাশাপাশি আমরা নিরাপত্তার বড় অভাববোধ করছি। বহিরাগতরা বিভিন্ন দাবি নিয়ে আসছে। ইতিমধ্যে ৮০০ কারখানা বন্ধ। শিল্প পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা কারখানার নিরাপত্তা চাই।
বিটিএমইএ সভাপতি শওকত রাসেল বলেন, আমরা আশাবাদী বিশ্বব্যাপী ড. ইউনূস স্যারের সুনামের জন্য আমাদের ব্যবসা বাড়বে। এই মুহূর্তে কারখানাগুলোতে জানমালের নিরাপত্তা দরকার। এলসি নিয়েছি, ছাড় হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিজিবিএ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ১০০ বিলিয়নের স্বপ্ন দেখতে চাইলে অ্যাকশন প্লান তৈরি করতে হবে। বাংলাদেশে নিরাপত্তার অভাবে বিদেশিরা টিম পাঠাতে পারছেন না। নিরাপত্তা দরকার। নাহলে ব্যবসা কমে যাবে। ব্যাংকিং সেক্টোরে আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যবসাবান্ধব দেশের জন্য ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সমস্যা কখনই কমেনি। দিন দিন বেড়ে গেছে। রাজনীতি ভালো না হলে অর্থনীতি ভালো হবে না। লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে রাখা হয়েছে, চাহিদার থেকে বেশি বিদ্যুৎক্ষেত্রে। সম্পদ সৃষ্টিকারীদের চেয়ে সম্পদ অর্জনকারীদের সুবিধা দিতে এটা করা হয়েছে। রাজনীতিবিহীন সরকার কোনো সংস্কার করলে সেগুলো টেকসই হবে তার গ্যারান্টি কই! সামাজিক মূল্যবোধ, আর্থিক বিশৃঙ্খলা সবাই মিলে ঠিক করতে পারলে খুব ভালো। রাজনীতিবিদ, মন্ত্রীকে তেল দেয়া ব্যবসায়ীদের কাজ নয়। ব্যবসায়ী সমাজের উচিত নিজেদের সম্মান নিজেদের বজায় রাখা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিল্প-বাণিজ্য
ভারত থেকে এলো দুই হাজার ৪৫০ টন চাল
ভারত থেকে চাল আমদানির প্রথম চালানে ২ হাজার ৪৫০ টন চাল চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভারতের গেঁদে রেলবন্দর থেকে ৪২টি ওয়াগনে রেলপথে দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার ১ লাখ ৫৯ হাজার টন চাল ভারত থেকে আমদানি করবে। এর প্রথম চালানে ২৪৫০ টন চাল গতকাল মঙ্গলবার রাতে দর্শনা রেলবন্দর এসেছে।
এর আগে, দর্শনা রেলবন্দর ইয়ার্ডে পৌঁছালে ভারতে রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
তিনি বলেন, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং করা হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারকরা চাল পরিবহন করবেন। ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এই চাল রপ্তানি করেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিল্প-বাণিজ্য
চার খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
পাকিস্তান বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপনন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দু’দেদেশের জনসংখ্যার ভলিউম বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম। উভয় দেশেরই সুযোগ রয়েছে বাণিজ্য বাড়িয়ে নেওয়ার।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানের ব্যবসায়ীদের আরো বেশি ডায়ালগ হওয়া দরকার। নিজেদের মধ্য সম্ভাব্য সহযোগিতা উন্মোচন দু’দেশকেই লাভবান হতে সাহায্য করবে।
পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি বলেন, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায়। ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় সে দেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় তাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন না। এ সময় তিনি এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহবান জানান।
প্রতিনিধিদল বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপনন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে। এ স্কিমের আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারে বলেও উল্লেখ করেন তারা। এসময় তারা বাংলাদেশে ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিল্প-বাণিজ্য
রূপপুরের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা। গতকাল জাহাজটি বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছিল। মালামাল খালাস শেষে সড়ক পথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়ে থাকে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়কপথে রূপপুরে পাঠানো হবে।
মাকরুজ্জামান আরও বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পায়। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়ন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
এসব জাহাজে কয়লা, জিপশাম, ড্যাপ, টিএসপি, এমওপি সার, ক্লিংকার, এলপিজি, বিভিন্ন পণ্যের কন্টইেনার ও পাথর রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ র্অথবছররে প্রথম ৬ মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মে.টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মাধ্যমে ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয় বন্দরের; যা ২০২২-২০২৩ র্অথবছররে তুলনায় বেশি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিল্প-বাণিজ্য
বিএলএফসিএ’র চেয়ারম্যান জামাল, ভাইস চেয়ারম্যান কায়সার হামিদ ও কান্তি কুমার
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ মেয়াদের জন্য এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন। বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ ও অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. গোলাম সরওয়ার ভূঁইয়া (আইআইডিএফসি পিএলসি), নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মোহাম্মদ শামসুল ইসলাম (ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), ইরতেজা আহমেদ খান (ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড), রিজওয়ান দাউদ সামস (আইপিডিসি ফাইন্যান্স পিএলসি) ও অসিত কুমার চক্রবর্ত্তী (স্ট্রাটেজিক ফাইন্যান্স পিএলসি)।
নবনির্বাচিত কমিটির সদস্যরা দেশের আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিল্প-বাণিজ্য
আমদানি হবে পৌনে ২ লাখ টন চাল, দাম কমার আশা উপদেষ্টার
চলতি (জানুয়ারি) মাসে বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল দেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ চাল এলে বাজারে দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।
ক্রমেই বাড়ছে চালের দাম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আলী ইমাম মজুমদার বলেন, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। আমরা চাল আমদানির ব্যবস্থা নিয়েছি। বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীদের চাল আমদানির জন্য উৎসাহিত করছি।
তিনি জানান, এরই মধ্যে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত করা হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আনার বিষয়ে আলোচনা হচ্ছে।
চলতি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল আসবে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, এ চাল এলে দাম কমবে বলে আশা করি।
আলী ইমাম মজুমদার আরও বলেন, চালের শুল্ক ছাড় দিয়েছি, ওএমএস কার্যক্রম চলছে, সেটি আরও জোরদার করা হবে। টিসিবির অধীনে প্রতি মাসে ৫০ হাজার টন চাল দেওয়া হচ্ছে। মার্চ থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির অধীনে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মজুতবিরোধী আইন প্রয়োগে জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও এ বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পর দায়িত্ব নিয়ে সরকার একটি বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা পেয়েছে। এছাড়া পেয়েছে বিধ্বস্ত পুলিশ, বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা। এগুলো একটা সেটে আনতে সময় লাগে। বাই দিস টাইম এটা চলে এসেছে।