পুঁজিবাজার
পুঁজিবাজারে নিষিদ্ধ অনিল আম্বানিসহ ২৫ ব্যবসায়ী
ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের অনিল আম্বানিসহ ২৫ ব্যবসায়ীকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)। তাদের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ অননুমোদিত ব্যবসায় সরিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।
ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআই একই অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে ২৫ কোটি রুপি জরিমানাও করেছে। সংস্থাটি জানিয়েছে, নিজের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স হোম ফাইন্যান্স থেকে তহবিল অন্যত্র সরিয়ে নিতে স্কিম চালু করেছিলেন আম্বানি। রিলায়েন্স হোম ফাইন্যান্স মূলত আবাসন ও অবকাঠামো নির্মাণে ঋণ দেয়। এসইবিআইয়ের ভাষ্য, ‘প্রতারণামূলক’ ওই স্কিমের মাধ্যমে অর্থ সরিয়ে অযোগ্য ঋণগ্রহীতাদের দেয়া হয়েছিল। এর মধ্যে বেশির ভাগ ঋণগ্রহীতা এমন প্রোমোটারদের সঙ্গে যুক্ত ছিল, যারা নিজ নিজ কোম্পানির সিদ্ধান্ত প্রভাবিত করার ক্ষমতা রাখেন।
এ নিষেধাজ্ঞার ফলে আম্বানিসহ অন্য ব্যবসায়ীরা পুঁজিবাজারে প্রবেশ, শেয়ার কেনাবেচা বা অন্য যেকোনো লেনদেন করতে পারবেন না।
এ ব্যাপারে রিলায়েন্স গ্রুপের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আর্থিক সেবা, অবকাঠামো ও টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন খাতে ব্যবসা আছে রিলায়েন্স গ্রুপের। ২০০৬ সালের জুলাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র গ্রুপ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে আছেন অনিল আম্বানির ভাই মুকেশ আম্বানি।
অনিল আম্বানির নেতৃত্বাধীন এ গ্রুপের তিনটি প্রধান প্রতিষ্ঠান হলো রিলায়েন্স কমিউনিকেশনস, রিলায়েন্স ক্যাপিটাল ও রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। তিনটি প্রতিষ্ঠানই দেউলিয়া বা ঋণ পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে পড়েছে।
গত বৃহস্পতিবার দুপুর নাগাদ রিলায়েন্স হোম ফাইন্যান্সের শেয়ারের দাম ৫ শতাংশ কমেছে। এছাড়া রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার প্রায় ১৩ শতাংশ ও রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ৫ শতাংশ কমেছে।
এসইবিআই অনিল আম্বানির বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ এনেছে। এর মধ্যে আছে কোম্পানির গুরুত্বপূর্ণ তহবিল অননুমোদিত খাতে সরিয়ে নিয়ে কোম্পানি ও এর শেয়ারহোল্ডারদের ক্ষতি করা এবং আর্থিক হিসাবনিকাশে কারসাজি করে শেয়ারহোল্ডারদের কাছ থেকে তথ্য গোপন করা।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স থেকে ৯ হাজার কোটি রুপির বেশি ঋণ অজ্ঞাত ঋণগ্রহীতাদের দেয়া হয়েছিল, যাদের আর্থিকভাবে ঋণ পরিশোধের কোনো সক্ষমতা ছিল না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সোমবার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, আমান কটন ফাইব্রাস, মোজাফফর হোসেন স্পিনিং এবং ফরচুন সুজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। তবে ফরচুন সুজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রিং শাইনের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো পিপলস লিজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় ১৩৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৩৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ১২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৬ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলহাজ টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠি অনুযায়ী এবং পরিচালকদের আলোচনার ভিত্তিতে নতুন পর্ষদ গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বখতিয়ার রহমান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি এমইওইউ এর মাধ্যমে কোম্পানিটির পরিচালনাগত দ্বন্দ্বের অবসান হয়। পরবর্তীতে একই মাসের ১৮ তারিখে শেয়ারহোল্ডার পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে শেয়ারহোল্ডিং ধারণ ৩০ শতাংশে উন্নীত হয়। তাতে গত ১৭ নভেম্বর আট সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কোম্পানিটি।
আলহাজ টেক্সটাইলের নতুন পর্ষদে আছেন যারা
১. মোঃ বখতিয়ার রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত); ২. মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); ৩. মোঃ হারুনুর রশীদ, পরিচালক; ৪. মোঃ আব্দুল্লাহ বোখারী, পরিচালক; ৫. মোঃ তালহা, পরিচালক; ৬. মোঃ সাইদুল ইসলাম, পরিচালক; ৭. মিসেস খোদেজা খাতুন, পরিচালক; ৮. মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, পরিচালক।
এমআই