পুঁজিবাজার
গোপনে পর্ষদ সভা ডেকেও নাটকীয়ভাবে পরিবর্তন এনআরবিসি ব্যাংকের

গোপনে পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেও তা আবার নাটকীয়ভাবে পরিবর্তন করেছে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ঋণ জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংক। প্রথমে সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার দুপুর দেড়টায় ব্যাংকের গুলশান শাখার বোর্ড রুমে এ বৈঠক ডাকা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে একই বৈঠক অনলাইনে (ভার্চুয়াল প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটাও হচ্ছেনা। পর্ষদ সভা ডাকার জন্য ন্যূনতম ৭২ ঘণ্টা সময় রাখতে হয়। আইন লঙ্গন করে ২৪ ঘণ্টার মধ্যে গোপনে পর্ষদ সভার জন্য পরিচালনা পর্ষদের সদস্যদের নোটিশ দেওয়া হয়। এ পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পারভেজ তমাল সরে দাঁড়িয়ে তার পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা ও ব্যাংকের বোর্ড সেক্রেটারি মোহাম্মদ আহসান হাবিব পরিচালনা পর্ষদের সদস্যদের ই-মেইল করে বৈঠকের তথ্য জানিয়েছেন। আহসান হাবিব হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে পদত্যাগ করে পলাতক আব্দুর রউফ তালুকদারের আপন ভগ্নিপতি। ব্যাংকের নিজস্ব নিয়ম-নীতির তোয়াক্কা না করে রউফ তালুকদারের প্রভাবে তিনি ব্যাংকটির বোর্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। কোনো ব্যাংকের পর্ষদ সচিব হতে ন্যূনতম কাজের যে অভিজ্ঞতা দরকার হয় এ ক্ষেত্রে তা মানা হয়নি।
এবিষয়ে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল অর্থসংবাদকে বলেন, আমি ছুটিতে আছি, আমি পর্ষদ সভা সম্পর্কে কিছুই জনিনা। সবসময় তো চেয়ারম্যানের বোর্ড মিটিং ডাকতে হয়না।
এদিকে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে অনেকের মতো এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াঁ আর্জু আত্মগোপনে চলে যান। এনআরবিসি ব্যাংকেরর ঋণ অনিয়ম, নিয়োগ বাণিজ্য, আলাদা কোম্পানি খুলে ব্যাংকের ব্যবসা বাগিয়ে নেওয়া, সৎ কর্মকর্তাদের মারধর করে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। মূলত পলাতক সাবেক গভর্নর রউফ তালুকদারের ভগ্নিপতি আহসান হাবিব সব ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্যাংকের একাধিক পরিচালক অর্থসংবাদকে জানান, ব্যাংকের কোম্পানি সচিব ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভগ্নিপতি মেজর (অব.) আহসান হাবিব বৃহস্পতিবার বিকেলে ইমেইল করে পর্ষদ সভার নোটিশ দিয়েছেন। সভার নোটিশ দেওয়া হলেও কোনো এজেন্ডা জানানো হয়নি। তিনি শুনেছেন, এই বৈঠকে পারভেজ তমাল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে তার অনুগত কাউকে চেয়ারম্যান নিয়োগ দেবেন। একই সঙ্গে পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসতে পারে। এছাড়া ঋণসহ অন্যান্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এমআই

পুঁজিবাজার
শেয়ার কারসাজির দায়ে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সরকারী কর্মকর্তা আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, আবুল খায়ের হিরু সরকারি অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। এ অবস্থায় আবুল খায়ের ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সরকারি কর্মচারি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করার জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠাবে বিএসইসি।
একই শেয়ারের লেনদেন কারসাজিতে সংশ্লিষ্টতার থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জড়িত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিএসইসির কমিশন সভায়।
এসএম
পুঁজিবাজার
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের অবলুপ্তি, ইউনিটহোল্ডারদের অর্থ পরিশোধে নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে।
এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, ফান্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী ধাপে, বিনিয়োগকারীরা বা ইউনিটহোল্ডাররা তাদের অর্থ ফেরত পাবেন নির্ধারিত নিয়ম অনুযায়ী।
এসএম
পুঁজিবাজার
টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত বিএসইসির

টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা,২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, টেকসই বন্ড, অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।
এই সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে। জনমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ গ্রহণ করবে বলে জানিয়েছে বিএসইসি।
এসএম
পুঁজিবাজার
শেয়ার কারসাজি, এনআরবি ব্যাংকের সাবেক সিএফওকে পুঁজিবাজারে নিষিদ্ধ

পুঁজিবাজারে তালিকভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ২ ব্যক্তিকে ৩১ কোটি ০৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে এনআরবি ব্যাংকের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বিএসইসি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি’চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২ তম কমিশন সভা কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ এপ্রিল,২০২১ হতে ০৯ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পদগ্রহণ, চাকুরি ও সিকিউরিটিজ লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করা হতে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে আরও বলা হয়, একই সময়ে উক্ত শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএম
পুঁজিবাজার
নিউলাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজির দায়ে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

পুঁজিবাজারে তালিকভুক্ত নিউ লাইন ক্লোথিং লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি’চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২ তম কমিশন সভা কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ মে,২০২১ হতে ০৫ জুলাই,২০২১ পর্যন্ত নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মো. রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ, আবুল বাশারকে ৪ কোটি ০২ লাখ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ এবং জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএম