পুঁজিবাজার
পর্ষদ সভা করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ আগস্ট দুপুর আড়াইটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি

পুঁজিবাজার
ব্লকে ২৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৬ কোটি ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, খান ব্রাদাস, ব্র্যাক ব্যাংক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং তিতাস গ্যাস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি টাকারও বেশি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের । এদিন কোম্পানিটির ৬ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১ কোটি ৯৮ লাখ টাকার, তিতাস গ্যাসের ১ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
পুঁজিবাজার
বে লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫০ টির দর কমেছে। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারের দাম ১০.০০ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন বে লিজিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৩৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৫.৯৩ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৫.৬৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৫.১৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৪.৭০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ৪.৬৫ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৪.৫৫ শতাংশ এবং রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৪.৩৫ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৮.৩১ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র মতে, এদিন কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৮.৩১ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আরামিট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক-এর শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৪.৭১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং মিলস্ পিএলসি-এর ৪.১৮ শতাংশ, ব্যাংক এশিয়া পিএলসি-এর ৩.৭৮ শতাংশ, এইচ আর টেক্সটাইল লিমিটেডের ৩.৬৬ শতাংশ, আমান কটন ফাইবার্স লিমিটেডের ৩.৩৩ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৩.২৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং-এর ২.৯৯ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২.৯১ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৫৫ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার। ২৩ কোটি ১১ লাখ ৪৫ হাজারটাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্যাংক এশিয়া পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি, লাভেলো আইস-ক্রিম, ঢাকা ব্যাংক পিএলসিএবং মালেক স্পিনিং মিলস।
কাফি
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন কমেছে আরও

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এসময় ২৫০ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে আরও কমেছে লেনদেনের পরিমাণ।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ০৪ পয়েন্ট কমে ১১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ২০৪৪ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৭১৭ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৫০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি