পুঁজিবাজার
পুঁজিবাজারে টানা পতন, দরবৃদ্ধিতে মাত্র ১১ কোম্পানি
সরকার পতন কিংবা নিয়ন্ত্রক কর্মকর্তাদের পরিবর্তন- কোন কারণেই গতি পাচ্ছে না দেশের পুঁজিবাজার। উল্টো গত কয়েকদিন ধরে টানা দরপতনে ডুবেছে। তাতে আজ শেয়ারদর হারিয়েছে ৩৭১ কোম্পানি। পাশাপাশি দরবৃদ্ধির তালিকায় অবস্থান করছে মাত্র ১১ কোম্পানি। লেনদেনের সঙ্গে সূচকও এখন কমতির দিকে। গত ৯ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪০৮ পয়েন্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৮ দশমিক ৪০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ২৮ পয়েন্ট কমে ১২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২০৪৭ পয়েন্টে অবস্থান করছে।
গুঞ্জন ছিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের পর শেয়ারবাজার চাঙা হয়ে উঠবে। গত ১০ আগস্ট বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন। পরবর্তীতে গত ১৩ আগস্ট পদত্যাগ করেন দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম। মাঝে চেয়ারম্যান নিয়োগ নিয়ে অস্থিতিশীলতা থাকলেও নতুন চেয়ারম্যান যোগদানের পরেও বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরেনি।
সূত্র বলছে, আজ ডিএসইতে ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৮ কোটি টাকা। তবে আওয়ামী সরকারের পদত্যাগের পর ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হলেও তা পর্যায়ক্রমে নিম্নমুখী হতে শুরু করে।
ডিএসই সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যানের পদত্যাগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি টাকার। কিন্তু পরেরদিনেই তা অর্ধেক কমে যায়। অভিভাবক শূন্যতায় গত ১৮ আগস্ট লেনদেন নেমে আসে ৪৮০ কোটি টাকায়। একইদিনে বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলেও পরের কার্যদিবসগুলোতে দরপতন অব্যাহত ছিলো।
এদিকে আজ বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১টি কোম্পানির, বিপরীতে ৩৭১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো প্রাইম টেক্সটাইল
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৪ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ঋণমান যাচাই
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং বা ঋণমান যাচাই সম্পন্ন করা হয়েছে। বন্ডটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বন্ডটির দীর্ঘমেয়াদী ‘এ+’ রেটিং হয়েছে। বন্ডটির ২১ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়। এ ঋণমান যাচাইয়ের মেয়াদ ২০২৫ সালের ২১ জুন পর্যন্ত বহাল থাকবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৩৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৫ বারে মোট ৪৭ লাখ ৩৩ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ২৬ লাখ ৩২ হাজার ও তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
টোকিওতে এএসএফ সম্মেলনে ডিবিএ প্রেসিডেন্টের যোগদান
এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) টোকিও রাউন্ড টেবিল সেমিনারে যোগ দিতে গত শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা ছেড়ে গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। সেখানে তিনি ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিবেন।
পাঁচদিন ব্যাপী উক্ত সেমিনারে সাইফুল ডিবিএর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উপর আলোচনা ও বক্তব্য দিবেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ দিনব্যাপী টোকিও রাউন্ড টেবিল সেমিনারে সাইফুল ডিবিএর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের ওপর আলোচনা করবেন।
উল্লেখ্য, এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের সাথে সম্পৃক্ত প্রায় ৪০টি সংগঠন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে গঠিত এই ফোরামের সচিবালয় জাপানের টোকিওতে অবস্থিত। ডিবিএ ২০২৩ সালে এশিয়া সিকিউরিটিজ ফোরামের স্থায়ী সদস্যপদ লাভ করে।
ডিবিএর প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে এশিয়া সিকিউরিটিজ ফোরামের সদস্যভুক্ত সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত হবে এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নিউ লাইন ক্লোথিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৭৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হামি ইন্ডস্ট্রিজ পিএলসি।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, প্রিমিয়ার লিজিং, ইস্টার্ন হাউজিং, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, শামপুর সুগার মিলস, ফারইস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
এসএম