পুঁজিবাজার
এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির নিষেধাজ্ঞার দাবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে দখল, ঋণ কেলেঙ্কারি আর লুটপাটে ভয়ঙ্কর রূপ নিয়েছে ব্যাংক খাত। এ সময়ে ব্যাংক লুটপাটের মূল নায়ক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ প্রায় আটটি ব্যাংক দখলে নেয়। এস আলম গ্রুপের নামে-বেনামে ২৪টি ব্যক্তি ও কোম্পানি ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দখল করে রেখেছে। এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংকের এসব শেয়ার বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন ব্যাংকটির শেয়ারধারীরা।
রবিবার (১৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর লিখিতভাবে এ দাবি জানানো হয়।
এ বিষয়ে বিএসইসির কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান দপ্তর সেটা গ্রহণ করেছে। আমরা দেখব, সেটা। তবে এটা প্রক্রিয়াধীন থাকার মধ্যেই নতুন চেয়ারম্যান চলে আসবেন।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং শেয়ারের জিম্মাদার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপ আইন কানুনকে পাশ কাটিয়ে বিভিন্ন অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে বিনিয়োগ (ঋণ) সৃষ্টি করে সেই অর্থ দিয়ে দেশ এবং বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে ব্যাংকের শেয়ার কেনে। একই প্রক্রিয়ায় ব্যাংকের দীর্ঘদিনের শেয়ারহোল্ডারদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে বাধ্য করে। এভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতো একটি অতি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ কুক্ষিগত করে নেয়।
নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে ইসলামী ব্যাংকের শেয়ারধারীরা জানিয়েছেন, তাদের কাছে তথ্য রয়েছে যে, ২৪টি কোম্পানির নামে ইসলামী ব্যাংকের শেয়ার ধারণ করছে এস আলম ও তার পরিবার।
বিএসইসির হস্তক্ষেপ কামনা করে চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংকের আমানতকারী এবং সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে শেয়ার হস্তান্তর বা বিক্রিতে জরুরি ভিত্তিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এ লক্ষ্যে সিডিবিএলসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ড্রাগন সোয়েটারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল সাড়ে ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
অ্যাপোলো ইস্পাতের এজিএমের ভেন্যু পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর বিকাল ৩টায়, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ফ্যাক্টরি প্রাঙ্গণ: শিমরাইল সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে সশরীরে উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ১৯ ডিসেম্বর বিকাল ৩টায়, ৪০৭ তেজগাঁও শিল্প এলাকা (৮ম তলা), ফিনিক্স টাওয়ার, ঢাকা-১২০৮ এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আমানদালার ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো আইসক্রিম
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুডস অ্যান্ড আমানদালা লিমিটেডের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের সম্মতি পেলে আলোচ্য শেয়ার কিনবে কোম্পানিটি।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে
জানা যায়, শারিকা ফুডস ‘আমনদালা’ নামে ফ্রোজেন ফুডস বাজারজাত করবে। ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে ইতোমধ্যে একটি কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার ভালুকাতে এ কারখানা নির্মিত হবে। যেখানে প্রাথমিকভাবে দৈনিক ৪ মেট্রিক টন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডস তৈরি করা যাবে।
বাংলাদেশের মার্কেটে ফ্রোজেন ফুডস যেমন পরোটা, রুটি, চিকেন নাগেট্স, মিটবল, ফিশবল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুচা, সিঙ্গারা ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদাও রয়েছে। ফ্রোজেন ফুডস বাজারজাত প্রক্রিয়াই ডিসট্রিবিশন কোল্ড ভ্যান ও ফ্রিজ উল্লেখযোগ্য লজিস্টিকস। লাভেলো আইসক্রিমের ইতোমধ্যে এই লজিস্টিকস রয়েছে। ফলে আইসক্রিম ও ফ্রোজেন ফুডস ব্যবসা একে অপরের সহযোগী ব্যবসা বিধায় খুব সহজেই সাফল্য আসবে বলে মনে করছে কোম্পানিটি।
এদিকে লাভেলো আইসক্রিমের অভিজ্ঞ সেলস ও মার্কেটিং টিম যা ইতোমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছে। ফলে আইসক্রিম কোম্পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে ফ্রোজেন ফুডসের কাজে লাগানোর জন্যেই লাভেলো আমানদালার ৫০ শতাংশ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমানদালাকে ভবিষ্যতে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা ভাবছে বলে কোম্পানিটি।
প্রসঙ্গত, বাজারজাতকরণের ক্ষেত্রে আমানদালা অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই গুরুত্ব দিবে। আমানদালার ৭০ শতাংশের বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানি করা হবে বলে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ না দেওয়ার খবরে এনার্জিপ্যাকের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৪ নভেম্বর) এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার টেক্সটাইল পিএলসি।
রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, বিডি ওয়েলডিং, তমিজউদ্দিন টেক্সটাইল, নিউলাইন ক্লথিং, বিডি ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে ডরিন পাওয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১১০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৪ নভেম্বর) ডরিন পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। আর ৫ দশমিক ৯১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, আলহাজ টেক্সটাইল, আমান কটন, এনআরবি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং অগ্নি সিস্টেমস।
এমআই