পুঁজিবাজার
শেয়ার কারসাজি-ব্যাংক লুটের কারিগর এনআরবিসি ব্যাংকের তমাল-আদনান

বেসরকারি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকে নিজের ক্ষমতা প্রদর্শন আর সিন্ডিকেটদের বসিয়ে অনিয়ম, লুটপাটের নেতৃত্ব দিচ্ছে ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমাম। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ঋন জালিয়াতি, অবৈধ ঋণ বিতরণসহ নানান অভিযোগ লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছে ব্যাংকটির প্রতিষ্ঠাতাদের কয়েকজন। গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বরাবর পাঠানো এক চিঠিতে এসব তথ্য তুলে ধরে অভিযোগ করা হয়।
একই সঙ্গে শেয়ার কারসাজি, গ্রাহকের কোম্পানি দখল, ব্যাংকিং কার্যক্রমে স্বজনপ্রীতি, চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ, কমিশন বানিজ্য, কর্মকর্তা নিয়োগে অনিয়মেরও অভিযোগ রয়েছে। ব্যাংকটির পছন্দের কর্মকর্তাদের অস্বাভাবিক ইনক্রিমেন্ট, পদোন্নতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। লুটতন্ত্র টিকিয়ে রাখতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট ও একাধিক শাখা ব্যবস্থাপকের যোগসাজশে সংঘবদ্ধ আর্থিক দুর্নীতি চক্র গড়ে তুলেছেন তারা। এমনকি এর সঙ্গে সাবেক গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন।
এখনো এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও আদনান ইমাম বহাল তবিয়তেই রয়েছেন। তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন প্রতিবেদন করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন ও কাস্টমার সার্ভিসেস ডিভিশন (এফআইসিএসডি)। তদন্ত প্রতিবেদনে পরিচালকদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগসহ নানান অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে- নিয়ম বহির্ভূত ঋণ প্রদান, ঋণ বিতরণে কমিশন বানিজ্য, শেয়ার কারসাজি, অবৈধভাবে গ্রাহকের কোম্পানি দখল, কর্মকর্তা নিয়োগে অনিয়ম, চেয়ারম্যানের অবৈধভাবে দুটি কার্যালয় ব্যবহার, পছন্দের কর্মকর্তাদের অস্বাভাবিক ইনক্রিমেন্ট, পদোন্নতিসহ নানান অনিয়মের সত্যতা উঠে এসেছে। এছাড়া পরিদর্শন প্রতিবেদনে ব্যাংকের পর্ষদের সদস্যদের উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্যাংকের আয় হ্রাসসহ কেন্দ্রীয় ব্যাংকের আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি ব্যাংকের নিজস্ব প্রকিউরমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট পলিসির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া পরিচালকেরা ব্যাংকের কর্মকর্তাকে ডেপুটেশনে নিজেদের মালিকানাধীন এনআরবিসি ম্যানেজমেন্টের সিইওর দায়িত্ব পালন করে সুস্পষ্ট ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ সৃষ্টি করা হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন সময়ে পরিচালিত পরিদর্শন ও বিশেষ তদন্ত রিপোর্টেও এনআরবিসি ব্যাংকের শীর্ষ এই দুই কর্তার বিরুদ্ধে অর্থপাচারসহ এসব অনিয়ম ও লুটতরাজের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও পারভেজ তমাল ও আদনান ইমামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গুঞ্জন রয়েছে, আওয়ামীলীগ সরকারের উচ্চমহলের একাধিক সদস্যের সহযোগিতায় তারা অবাধে এসব অপকর্ম চালিয়ে গেছেন। ব্যাংকের এই লুটপাটের ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন শেয়ারধারী ও আমানতকারীরা।
সূত্র জানায়, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এনআরবিসি ব্যাংকের ৪০তম পর্ষদ সভায় পরিচালকদের ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার ও ব্যাংক দখলের উদ্দেশ্যে অস্ত্রসহ বহিরাগত নিয়ে মিটিংয়ে প্রবেশ করে প্রথম আলোচনায় আসেন তারা। এরপর শুরু হয় ব্যাংক থেকে নিজেদের প্রতিষ্ঠানের নামে অবৈধ ঋণ বিতরণ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকে তোয়াক্কা না করে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্নিতা এগ্রোর নামে ৩ কোটি, পূবালী কন্সেন্ট্রেশনের নামে ৯ কোটি, এনইএস ট্রেডিং এর নামে ১৯ কোটি ও লান্তা সার্ভিসেসের নামে ৩ কোটিসহ মোট ৬৪ কোটি টাকার ঋণ অনুমোদন করে তারা।
সূত্র মতে, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে কোন ব্যক্তি একত্রে ব্যাংক ও ব্যবস্থাপনা পর্ষদের শীর্ষে পদে থাকতে পারবেন না। কিন্তু পারভেজ তমাল নিয়মকে পাত্তা না দিয়ে একইসাথে এনআরবিসি ব্যাংকের ও এনআরবিসি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন গত ১৯ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত ব্যাংকের ৭৮তম বোর্ড সভায় এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেডের অনুকূলে ৬০ কোটি টাকার কম্পোজিট ক্রেডিট ফ্যাসিলিটি অনুমোদন করা হয়। যার মধ্যে ২০ কোটি টাকার অমনিবাস ক্রেডিট ফ্যাসিলিটি ও ৪০ কোটি টাকার লিজ ফাইন্যান্স ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত ছিলো। এভাবে ঋণ অনুমোদন ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়াও, তাদের দুজনের মালিকাধীন এনআরবিসি ম্যানেজমেন্ট কোম্পানিতে ব্যাংকের নিয়মিত কর্মকর্তা ল্যাফটেন্যান্ট কমান্ডার (অবঃ) ফরহাদ সরকারকে ডেপুটেশনে নিয়োগ দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের অর্থ খরচ করে তাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৪ দিনের বিশেষ প্রশিক্ষন দেওয়ার নামে বিদেশ ভ্রমণে নেওয়া হয়। যা ব্যাংকের স্বার্থবিরোধী কাজ।
এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাংকের গ্রাহকের কোম্পানি দখল করার অভিযোগ উঠেছে তমাল-আদনান সিন্ডিকেটের বিরুদ্ধে। নিজেদের পদপদবীর অপব্যবহার, প্রভাব খাটানোর মাধ্যমে ইক্সোরা এ্যাপারেলস লিমিটেড নামের একটি রপ্তানীমুখী সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান দখল করেছে তারা। এই কোম্পানির নাম ভাঙিয়ে শতকোটি টাকার ঋণ জালিয়তি ও বৈদেশিক মুদ্রা পাচারের প্রমান পাওয়া গেছে। যার মামলা বর্তমানে দুদকে চলমান রয়েছে। শুধু ইক্সোরা নয়, পলিগন ফ্যাশন, রিল্যাক্স ফ্যাশন, ইনসাইড নিট কম্পোজিট, সাফি নিট, ফাইভ এফ এ্যাপারেলস, ব্লেসিংস নিটওয়্যার ও সিলভার এ্যাপারেলসসহ প্রায় ১৫টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার কোটি টাকার অবৈধ ঋণ অনুমোদন, ঋণ জালিয়াতি এবং এর আড়ালে বৈদেশিক মুদ্রা পাচারে তমাল ও আদনান প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানা যায়, শেয়ারবাজারের কারসাজিতেও বেশ সরব তমাল ও আদনান। এসব কাজে পরিবারের সদস্যদেরও ব্যবহার করতেন তারা। এছাড়াও এনআরবিসি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় পরিচালিত পারভেজ তমালের মায়ের ব্যাংক হিসাব উম্মে বিলকিস (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫২৫), পারভেজ তমালের ভাইয়ের ব্যাংক হিসাব সৈয়দ শাব্বির আহমেদ (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৭৩৬), সৈয়দ শাব্বিরের স্ত্রীর ব্যাংক হিসাব আসমা রশীদ (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫৩০), পারভেজ তমালের ছোট ভাইয়ের ব্যাংক হিসাব সৈয়দ শোয়েব (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫২৬), আসিফ ইকবালের পিতার ব্যাংক হিসাব আব্দুর রশীদ (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫৬৭), আসিফ ইকবালের মায়ের একাউন্ট মাকসুদা বেগম (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫৬৪), আসিফ ইকবালের স্ত্রীর ব্যাংক হিসাব তাকিয়া নিশি (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫৩৩), আসিফ ইকবালের বোনের ব্যাংক হিসাব নাঈমা সুলতানা (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫৬৬) এবং (হিসাব নংঃ ০১০১৩১১০০০০৫৫২২) তমাল ও আদনানের মাধ্যমেই পরিচালিত হয়। উল্লেখিত নামের অজ্ঞাতে খোলা এসব ব্যাংক হিসাবের মাধ্যমে তারা শেয়ার কারসাজি ও অর্থপাচার করেছেন। এসবের সঙ্গে ব্যাংকের কর্মকর্তা জাফর ইকবাল হাওলাদার, জমির উদ্দিন ও কামরুল হাসানও জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সূত্র বলছে, ২০১৬ সালের নভেম্বরে অর্থপাচারের অপরাধে এবিএম আব্দুল মান্নানের ৪ কোটি ৭০ লাখ ১ হাজার ৮৮৬টি শেয়ার বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এসব শেয়ারের মধ্যে গত বছরের ৩১ অক্টোবর পারভেজ তমালের ব্যবসায়িক পার্টনার শফিকুল আলম ৬৫ লাখ ৭২ হাজার ৯৯২টি, আদনান ইমামের স্ত্রী নাদিয়া মোমিন ইমাম ৩৮ লাখ ৪৫ হাজার ৯০৪টি এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের মেয়ে রেহনুমা আহসান ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৬১৫টি শেয়ার ব্লক মার্কেট থেকে অবৈধভাবে নিজেদের নামে কিনে নেন। অবৈধ এসব শেয়ার হস্তান্তরে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমাম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া ও কোম্পানী সচিব ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভগ্নিপতি আহসান হাবিব জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এদিকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভগ্নিপতি মেজর (অবঃ) আহসান হাবিবকে এনআরবিসি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ব্যাংকিং পেশায় অভিজ্ঞতাহীন এই সেনা কর্মকর্তাকে নিয়োগের ৭ মাস পরেই ব্যাংকটির কোম্পানি সচিবের মত গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। এমনকি চুক্তিভিত্তিক নিয়োগের একবছর পূর্ণ হওয়ার আগেই বিশেষ বিবেচনায় তার চাকরি স্থায়ী করা হয়। একই সঙ্গে তাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। মূলত গভর্নরকে বশীকরণের মাধ্যমে তমাল-আদনান চক্রের সব অপকর্ম ধামাচাপা দেওয়াই এই নিয়োগের একমাত্র উদ্দেশ্য বলে অভিযোগ উঠেছে। গভর্নরের ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্টতার কারণে এনআরবিসি ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং গুরুতর অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাংকের এফআইসিএডির পর্ষদ ভাঙ্গার সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।
জানা যায়, এনআরবিসি ব্যাংকের ঋণ অনিয়মে পদে পদে জড়িত ছিলেন ব্যাংক ও ব্যবস্থাপনার এই দুই চেয়ারম্যান। পারভেজ তমালের ব্যবসায়িক অংশীদার শফিকুল আলমের মালিকানাধীন রিলায়েবল বিল্ডার্সের অনুকূলে এনআরবিসি ব্যাংকের হাতিরপুল শাখার গ্রাহক হিসেবে মাত্র ৩ কোটি টাকা জামানতের বিপরীতে প্রায় ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন দেয় এই চক্রটি। যেখানে বাংলাদেশ ব্যাংকের ঋণ অনুমোদনের নীতিমালা পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া একই শাখা থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজকে ২০০ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। বিনিয়োগের নাম করে নেওয়া এ ঋণের মাধ্যমে বিপিএলে ক্রিকেট টিম ক্রয় করেছে ফরচুন বরিশাল। সেখানে আবার বেনামে শেয়ার ধারণ করেছে পারভেজ তমাল। এর মাধ্যমে শেয়ার কারসাজি এবং রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার করেছে এনআরবিসির বর্তমান চেয়ারম্যান।
এদিকে এসকেএস ফাউন্ডেশনের মাধ্যমে নিয়ম বর্হিভূত উপশাখা স্থাপন ও নীতি লঙ্ঘন করে ক্ষুদ্র ঋণ বিতরণ করছে পারভেজ তমাল ও তার সহযোগী রাসেল আহমেদ লিটন। এসব ঋণ থেকে তমাল বড় অঙ্কের কমিশন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে ১৩১টি পার্টনারশিপ উপশাখাসহ প্রায় ৮০০ শাখা-উপশাখা চালু করা হয়। এসব শাখা-উপশাখার ডেকোরেশন ও আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে তমাল-আদনানের বেনামী প্রতিষ্ঠান লানতা সার্ভিসেস, টিএসএন ট্রেড এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড এবং এনআরবিসি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে ওপেন টেন্ডার ও কার্যাদেশ প্রদান করা হয়। ফলে তাদের ইচ্ছে মতো অর্থ ব্যয় করে ব্যাংকের খরচ বাড়ালেও দরপত্রে নিজেদের কোম্পানির সংশ্লিষ্টতা থাকায় মূলত লাভবান হয়েছে পারভেজ তমাল ও আদনান ইমাম।
সূত্র মতে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এসকেএস ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ৩ হাজার ৩০০ কোটি টাকার মাইক্রো ক্রেডিট ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য রিসোর্ট, হাসপাতাল, স্কুল ও কলেজ স্থাপনের নামে নির্দিষ্ট জামানত ছাড়াই দুই শতকোটি টাকার ঋণ দিয়েছে এনআরবিসি ব্যাংক। স্বার্থহাসিল ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রায়ই নিজের ক্ষমতা ব্যবহার করে বড় অঙ্কের ঋণ অনুমোদন করেছেন তমাল-আদনান চক্র। এছাড়া ২০২২ সালের এপ্রিলে ট্রেইনি অফিসার নিয়োগেও এই চক্রের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নিয়োগ অনিয়মের অভিযোগ রয়েছে।

পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৪ আগস্ট-২৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৩৩.৩৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯০ পয়সা বা ৩১.০৩ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ২৮ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে প্রিমিয়ার লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৬.৩২ শতাংশ, বিআইএফসির ২৫.৪৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ২১.০৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৮.৬০ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৪.৮১ এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ১৪.৪৯ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

বিদায়ী সপ্তাহে (২৪ আগস্ট-২৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন)।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের ব্যবধানে আইএসএনের দর বেড়েছে ৪৫.৫৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭২ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৭০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬২ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০ টাকা ৫০ পয়সা বা ৩২.৭০ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ৩২.৩৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এনার্জিপ্যাক পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৯.১৩ শতাংশ, মুন্নু ফেব্রিকের ২৩.৯০ শতাংশ, সোনালী পেপারের ২২.৩৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল-পিটিএলের ২১.১০ শতাংশ, সিনোবাংলার ১৮.৮১ শতাংশ, শাহাজীবাজার পাওয়ারের ১৮.৭৮ শতাংশ, এবং জাহিন টেক্সটাইলের ১৮ শতাংশ।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৪ আগস্ট-২৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৯১ লাখ টাকার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১০ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০১ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সোনালী পেপারের ২১ কোটি ৯৭ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২১ কোটি ১৮ লাখ টাকা, বিচ হ্যাচারির ২০ কোটি ৯৮ লাখ টাকা, বিকন ফার্মার ২০ কোটি ৪৫ লাখ টাকা, আলিফ ইন্ডাষ্ট্রিজের ১৯ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৬৬ লাখ টাকা এবং সী পার্ল রিসোর্টের ১৪ কোটি ১০ লাখ টাকার।
কাফি
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ।
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪২.৯৯ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬৭.৫৫ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ২৬.৮৬ পয়েন্ট বা ২.২৮ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৭৮ লাখ টাকা বা ২৬.৩২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০৭ কোটি ১৩ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টি কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেলো ১৩ ব্রোকারেজ হাউজ

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করণের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ট্রেনিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ব্রোকারহাউজগুলোর কর্মকর্তাদের কাছে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, আজ যে ১৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন গ্রহণ করেছে, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল ব্রোকারেজ হাউজগুলো তাদের বিভিন্ন সমস্যার কারণে এখন পর্যন্ত ফিক্স সার্টিফিকেশনের আওতায় আসতে পারছে না, তাদেরকে কিভাবে ডিএসইর পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে ফিক্স সার্টিফিকেশনের আওতায় আনা যায় তার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। যার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে বাজারে প্রতিফলিত হচ্ছে। আমরা আশা করি, চলমান পরিবর্তনের ধারা পুঁজিবাজারে টেকসই উন্নয়ন বয়ে আনবে। পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সকলকেই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
১৩টি ব্রোকারেজ হাউজের পক্ষে ফিক্স সার্টিফিকেশন গ্রহণ করেন- এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এন্ড হেড অব আইটি মো. আবু বকর সিদ্দিক, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, ইবিএল সিকিউরিটিজ পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা এম. শাহরিয়ার ফায়েজ, গ্রীনডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব বিজনেজ ফকরুদ্দিন আলী আহমেদ রাজিব, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এফসিএ, সিআইপিএ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম নাছির উদ্দিন, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ কুন্ডু, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা।
তার আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান। এছাড়াও বক্তব্য প্রদান করেন- ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহমাত পাশা। পরিশেষে, অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রধান করেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোহাম্মদ আসিফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক এএনএম হাসানুল করিম, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের সহ ডিএসই ও ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করেন ২০২০ সাল থেকে। এরই প্রেক্ষিতে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন। আজকে ১৩টি সহ মোট ৩৯টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ২২টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।