খেলাধুলা
পাকিস্তান সিরিজের দল ঘোষণা, খেলবেন সাকিব
সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তাসকিন আহমেদও ফের ফিরেছেন টেস্ট দলে। রোববার (১১ আগস্ট) পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে বিসিবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের ভূমিকা না থাকায় অনেকেই এখানে সাকিবের ক্যারিয়ারের ইতি দেখেছিলেন। দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর তার থাকা, না থাকা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। সদ্য বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন সাকিব। দেশের সবচেয়ে তারকা এই ক্রিকেটারের ওপর জনরোষ আছে। তবে সাকিবকে নিয়েই পাকিস্তানের দল ঘোষণা করলো বিসিবি।
এক বিবৃতিতে প্রধান নির্বাচক বলেছেন, এই ফরম্যাটে আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার চেষ্টা করেছি। এটা ভারসম্যপূর্ণ স্কোয়াড। মুশফিক, মুমিনুল ও সাকিব মিলিয়ে ২১৬টা ম্যাচ খেলেছে। এই ধরনের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।
‘তাইজুল, মিরাজ স্পিন বিভাগের নেতৃত্বে আছে লম্বা সময় ধরে, সাড়ে তিনশর বেশি উইকেট পেয়েছি। আমরা আশা করবো শান্ত, লিটনের মতো খেলোয়াড়রা এগিয়ে আসবে, কারণ পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে দলীয় নৈপুন্য দরকার হবে। ’
এই স্কোয়াডে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকেও। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে খেলেছেন তিনি। মাঝে ছড়িয়েছিল টেস্ট থেকে তার অবসরের গুঞ্জনও।
তাকে ফেরানো প্রসঙ্গে লিপু বলেন, আমরা পাঁচজন পেসার নিয়েছি, মাথায় রাখতে হবে তাসকিন কেবল দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছরের জুনের পর আর টেস্ট খেলেনি, আমরা তাকে এ- দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ পরিসরের ম্যাচে তাকে ছন্দে আনতে চেয়েছি।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি পাবে নারীরা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলো। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতে পুরুষদের সঙ্গে বৈষম্য প্রায় শূন্যে নামালো। এই বছর অনুষ্ঠিত ছেলেদের প্রতিযোগিতার সমান প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে একই অর্থপুরস্কার দেওয়া হচ্ছে।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাত বছরের মধ্যে প্রাইজমানিতে সমতা ফেরানোর লক্ষ্য নির্ধারণ করেছিল তারা।
নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে কেবল ক্রিকেটেই সমান প্রাইজমানির ব্যবস্থা করা হলো।
সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপ জয়ীরা ২৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাবে। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরের (১০ লাখ ডলার) চেয়ে ১৩৪ শতাংশ প্রাইজমানি বেড়েছে। রানার্সআপরা পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। গতবার যার পরিমাণ ছিল মাত্র ৫ লাখ ডলার।
হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার। সব মিলিয়ে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলারের প্রাইজমানি দেওয়া হবে অক্টোবরের বিশ্বকাপে। গত বছর ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার, এবার বেড়েছে ২২৫ শতাংশ।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়া ছয় দল তাদের শেষ অবস্থান অনুযায়ী ১৩ লাখ ৫০ হাজার ডলার ভাগাভাগি করে নেবে।
গ্রুপের তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করা দল পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। দুই গ্রুপের পঞ্চম দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। ১০ দলের সবারই অন্তত ১ লাখ সাড়ে ১২ হাজার ডলার নিশ্চিত।
দুটি গ্রুপে পাঁচটি করে দল খেলবে। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে এ গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল
গত বছর আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। তাই এখন থেকে আইসিসির লেভেল-৩ কোচ হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল। পরবর্তীতে বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পন্ন করেছেন তিনি।
এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে মোহাম্মদ আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’
‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল -২ কোর্স করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। আর টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল -১ কোর্স না করলেও চলে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আসছে রদবদল
বিপিএল আয়োজন নিয়ে এবার বেশ উৎসুক বিসিবি। পাশাপাশি লভ্যাংশ শেয়ারেরও ঘোষণা দেওয়া হয়। আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দেশে নেই। বিলুপ্ত করা হয়নি পুরোনো কমিটি। নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা জানা নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ হয়তো বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার মতো বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না। তাই নিজের হাতেই সব দায়িত্ব তুলে নিয়েছেন সভাপতি।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে চাহিদার বিষয়গুলো জেনে নিচ্ছেন। ঢাকা দলের নতুন মালিকানা পেতে আগ্রহী কসমেটিকস কোম্পানী রিমার্ক-হারল্যানের সাক্ষাৎকার নিয়েছেন। গত আসরের ঢাকার মালিকেরা এবার না থাকার সম্ভবনাই বেশি। সিলেটের মালিকদের সঙ্গেও কথা বলা শেষ। গতকাল কথা বলেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে।
জানা গেছে, মিজানুর রহমান ৩০ শতাংশ লভ্যাংশ চেয়েছেন সব ফ্র্যাঞ্চাইজির জন্য। কিছু সুযোগ-সুবিধাও চেয়েছেন তিনি। পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বাকি আছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে কথা বলা।
কুমিল্লার মালিক নাফিসা কামাল বিদেশে চলে যাওয়ায় বিপিএলে খেলা হবে না। চট্টগ্রামের আক্তার গ্রুপ ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি। তাদের জায়গায় দেখা যেতে পারে প্রথম আসরের মালিক সামির কাদের চৌধুরীকে। তবে বিপিএল খেলতে হলে মঙ্গলবারের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে পুরোনোদের।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
রিয়াল মাদ্রিদের মাঠে কনসার্ট স্থগিত
সান্তিয়াগো বার্নাব্যুতে কনসার্ট আয়োজন স্থগিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, সূচিতে থাকা সামনের কনসার্টগুলোর তারিখ পুনরির্ধারণ করা হবে। এ ছাড়া অক্টোবরের একটি কনসার্ট বাতিলের ষোঘণা করেছে স্প্যানিশ ক্লাবটি।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত খবরে বলা হয়েছে, বার্নাব্যুতে কনসার্টের কারণে শব্দদূষণের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, স্টেডিয়ামটি যথাযথভাবে শব্দরোধী (সাউন্ডপ্রুফড) নয়। বাইরে আসা শব্দের মাত্রা মাদ্রিদ শহরের অনুমোদিত সীমার বেশি।
১৯৪৭ সালের পর থেকেই ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছে স্পেন রাজধানীর কেন্দ্রে অবস্থিত এই সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৮৩ সাল থেকে এ মাঠে অনিয়মিতভাবে কনসার্ট আয়োজন শুরু হয়। ক্লাবের আয় বাড়ানো এবং স্টেডিয়ামকে বিনোদনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থেকে সম্প্রতি এই মাঠে বড় ধরনের সংস্কারকাজ করা হয়।
চলতি বছরের ২৯ ও ৩০ মে সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দিনের কনসার্ট করেন মার্কিন সঙ্গীত তারকা টেলর সুইফট। সংস্কারের পর এটিই প্রথম বড় কনসার্ট। এরপর জুনে টানা চার রাত সঙ্গীত পরিবেশন করেন কলম্বিয়ান তারকা ক্যারল জি।
সামনের মাসগুলোয় আরও কয়েকটি কনসার্ট হওয়ার কথা। তবে আপাতত তা স্থগিতের ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ। ‘রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুর নির্ধারিত ইভেন্ট ও কনসার্টের সূচি পুননির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। কনসার্ট আয়োজনের জন্য যে শব্দ উৎপন্ন হয় এবং সম্প্রচারের সুনির্দিষ্ট শর্ত রয়েছে, তা নিশ্চিতে রিয়াল মাদ্রিদ কাজ চালিয়ে যাবে।’
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১২ অক্টোবরের কনসার্ট বাতিল হয়েছে। এই কনসার্টে দক্ষিণ কোরিয়ার কে-পরের পারফর্ম করার কথা ছিল। স্প্যানিশ টেলিভিশন টিভিই জানিয়েছে, কনসার্টটির জন্য ২ লাখ ৪০ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। তাদের টিকিটের অর্থ ফেরতের বিষয়ে রিয়ালের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে আগামী মাসের কনসার্ট বাতিলের পাশাপাশি নভেম্বর, ডিসেম্বর ও ২০১৫ সালের মার্চের কনসার্টের সূচি নতুন করে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ৩ কোটি টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজজয়ী দলকে গতকাল (বৃহস্পতিবার) সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
আগামীকাল (শনিবার) বিকেলে রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিজ জিতলে অর্থ পুরস্কারের রীতি রয়েছে বিসিবির। প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন।
পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।
এমআই