পুঁজিবাজার
বেক্সিমকোর ইয়েলোর শোরুমে আগুন
তৈরি পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলো’র ধানমন্ডি শোরুমে আগুন দেওয়া হয়েছে। আগুনে শোরুমটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আজ রোববার বিকাল ৪টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
ইয়েলোর শোরুমটি ধানমন্ডির ২ নাম্বার সড়কের একটি পাঁচতলা ভবনে অবস্থিত। এই ভবনের চারতলা পর্যন্ত শোরুম ও ইয়েলো ক্যাফে নামের একটি রেস্তোরাঁ রয়েছে। পঞ্চম তলায় অন্য একটি প্রতিষ্ঠানের অফিস।
জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের কারণে তারা পৌঁছাতে পারেননি। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। তবে ততক্ষণে পুরো ভবনটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
ইয়েলো হচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্সিমকোর ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান।
আজ রাজধানীর বিভিন্ন এলাকার মত ধানমন্ডিতেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক এবং আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছে। বিকালে আন্দোলনকারী ও আওয়ামীলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কে বা কারা ইয়েলোর শোরুমটিতে আগুন দেয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৯৫ হাজার ৯০৬ টি শেয়ার ৮৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ০৮ লাখ ৯৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির ৬ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ও তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ২ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ১৮২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল টি’র শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপার প্রসেসিং।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, সোনালী পেপার, জেমিনি সি ফুড, আইএফআইসি ফার্স্ট ফান্ড, অগ্নি সিস্টেমস এবং তমিজুদ্দিন টেক্সটাইল।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে বিডি থাই অ্যালুমিনিয়াম ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। তাদের দরবৃদ্ধির তালিকায় যৌথভাবে জায়গা নিয়েছে কোম্পানিদ্বয়।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন জুবিলি ফান্ড, ইসলামিক ফাইন্যান্স, বিডি থাই ফুড, বে লিজিং, সাইফ পাওয়ার, ফিনিক্স ফাইন্যান্স, গ্রামীণ ওয়ান: স্কিম টু এবং সি পার্ল।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সোনালী আঁশের ২১ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বিডির আজ ১৯ কোটি ৬৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, বিচ হ্যাচারি এবং গ্রামীণফোন লিমিটেড।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
৬৩৪ কোটি টাকা লেনদেনের দিনেও সূচক কমলো ৩০ পয়েন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৩০ পয়েন্ট। একইদিনে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি টাকা। তবে আগের সপ্তাহের শেষদিনে সূচকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ৬৬৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৮১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১২৩৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৯১ পয়েন্ট কমে ২০৬৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৬টি কোম্পানির, বিপরীতে ১৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই