পুঁজিবাজার
সিএসইতে টেকনো ড্রাগসের লেনদেন শুরু

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া টেকনো ড্রাগস লিমিটেডের চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) লেনদেন শুরু হয়েছে। রোববার (১৪ জুলাই) সিএসইর প্লাটফর্মে ৩৩১তম কোম্পানি হিসেবে টেকনো ড্রাগসের লেনদেন শুরু হয়।
কোম্পানিটির লেনদেন উপলক্ষে ঢাকাস্থ অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিএসই। এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার টেকনো ড্রাগস লিমিটেডের অতিথিবৃন্দকে স্বাগত জানান।
স্বাগত বক্তব্যে সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে টেকনো ড্রাগসের মতো বড় কোম্পানির অংশগ্রহন খুব জরুরি। ভালো এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুঁজিবাজারের জন্য ইতিবাচক অর্থাৎ নিয়ম নীতির মধ্যে থেকে নিজেকে আরও বিকশিত করার বিষয়টি কোম্পানিকে আরও গ্রহণযোগ্য করবে।
কোম্পানিটির উদ্দেশে তিনি বলেন, টেকনো ড্রাগসের আইপিও আবেদনে রেকর্ড পরিমান আবেদন ছিল। এ থেকে বুঝা যায়, আপনাদের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। আমরা আশা করবো, টেকনো ড্রাগস এবং এর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে এমনভাবে পরিচর্যা করবেন যেন সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করতে পারেন।
সিএসইর এমডি জানান, টেকনো ড্রাগসের শুভ সূচনার পর থেকে সামনের পথচলায় চিটাগং স্টক এক্সচেঞ্জ তাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত থাকবে। সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে আসার জন্য টেকনো ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান তিনি।
টেকনো ড্রাগসের ব্যবস্থপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ বলেন, আমরা পুঁজিবাজারে এসেছি দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে। বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করা এবং টেকনো ড্রাগসকে পুঁজিবাজারের একটি বিশ্বাসযোগ্য কোম্পানিতে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। সুতরাং এই লক্ষ্য আমরা আমাদের মেধা, প্রজ্ঞা ও কর্মের সমন্বয়ে অর্জন করবো। একই সাথে আমরা বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো এবং তা আরও বাড়ানোর জন্য কাজ করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেকনো ড্রাগসের চেয়ারম্যান খালেদা আখতার খান; পরিচালক ড. মেহরিন আহমেদ, আরেফিন রাফি আহমেদ, মোঃ মামুনুর রশিদ; চিফ ফিনান্সিয়াল অফিসার পীযুষ কুমার চক্রবর্তী; কোম্পানি সেক্রেটারি দেবাশিষ দাস গুপ্তা; সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী; ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ এবং টেকনো ড্রাগস লিমিটেড ও সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এমআই

পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৩৭ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৩ পয়সা। ব্যাংকটি তার বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি।
আগামী ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।
কাফি
পুঁজিবাজার
ঢাকা ব্যাংকের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার ৫ শতাংশ নগদ ও বাকী ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কাফি
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির ১২ কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৪৬ হাজার ১৫১ টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৬৭ লাখ ৭ হাজার টাকার , দ্বিতীয় স্থানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর ১ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকার ও তৃতীয় স্থানে শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৯.৬৩ শতাংশ, সোনালী পেপারের ৭.২৬ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬.৮৮ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৬.৬৭ শতাংশ, আর্গন ডেনিমসের ৬.৪২ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৬.৩৮ শতাংশ ও কেডিএস এক্সেসরিজের ৫.৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (২৭ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পিপলস লিজিংয়ের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ, রাহিমা ফুড কর্পোরেশনের ৪.৫৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ৪.০০ শতাংশ দর কমেছে।
কাফি