পুঁজিবাজার
আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (১৫ জুলাই) স্পট মার্কেট যাচ্ছে। কোম্পানি দুটি হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী মঙ্গলবাল (১৬ জুলাই) কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেট লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো বিকন ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস ‘সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে’। সম্প্রতি একটি ইংরেজি দৈনিক প্রত্রিকায় এমন খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটি চিঠি পাঠায়। এতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ডিএসইর চিঠির জবাবে জানায় আমরা ডিএসইতে পাবলিকলি তালিকাভুক্ত কোম্পানি। আমরা ধারাবাহিকভাবে আর্থিক প্রতিবেদন এবং মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করি। এছাড়াও আমাদের বার্ষিক প্রতিবেদনে কোম্পানির আর্থিক কর্মক্ষমতা কেীশল এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রকাশের একটি সারসংক্ষেপ প্রদান করা হয়েছে।
বিকন মেডিকেয়ারের কাছে পণ্য বিক্রির বিষয়ে আমরা নিশ্চিত করতে চাই যে, এই ধরনের লেনদেনগুলি আমাদের কৌশলগত এবং প্রযুক্তিগত সহযোগীতার অংশ এবং এক্সচেঞ্জর প্রযোজ্য নিয়ামের সম্পূর্ণ সম্মতিতে পরিচালিত হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ লাখ ৪৭ হাজার ১৮৫টি শেয়ার ৭৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকোর ২৩ কোটি ৩৮ লাখ টাকার।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের ৯ কোটি ৬৮ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ৪ কোটি টাকা ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ এপ্রিল) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসকে ট্রিমস।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস্কয়ার নিট, এস.এস স্টিল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, সাফকো স্পিনিং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। শেয়ারটির দর ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ৬১ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এএমসিএল প্রাণ, ন্যাশনাল টিউবস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম