খেলাধুলা
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ৫ সেপ্টেম্বর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট হতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর। আগামীকাল থেকে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় এ নিয়ে আলোচনার কথা রয়েছে।
বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিপিএলের সবশেষ কয়েক আসরেই প্লেয়ার পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। টুর্নামেন্টের মাঝপথে গিয়ে দলগুলো শক্তি বৃদ্ধি পেত। তবে এবার সে ঝামেলা থেকে বাঁচতে আগেই প্লেয়ার্স ড্রাফটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এতে করে দলগুলোও চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে।
বিপিএলের আগামী আসরে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও সাত দল নিয়ে হবে আসন্ন টুর্নামেন্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা থাকছে এবারও।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
চারশর আগেই ভারতকে থামাল হাসান-তাসকিন
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।
নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।
দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।
নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।
টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।
দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টমাপের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
সাকিবদের মাঠের লড়াইয়ে ধারাভাষ্যে সঙ্গী তামিম
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে আছেন তামিম ইকবালও। তবে বাইশগজের লড়াইয়ে নয়, আতহার আলী খান, হার্শা ভোগলে ও দিনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার। গোটা সিরিজেই আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে।
চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ফেলে ভারত। বাংলাদেশের দারুণ শুরুতে প্রেসবক্সে শুরুটাও রঙিন হয়েছে তামিম ইকবালেরও।
চেন্নাইয়ে টস জিতে শুরুতে ফিল্ডিং নেওয়া নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সাহসী সিদ্ধান্তই ছিল। কথায় আছে, ভাগ্য সবসময় সাহসীর সঙ্গেই থাকে। বাংলাদেশ অধিনায়কের ক্ষেত্রেও ব্যাতিক্রম হয়নি। নতুন বলে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। প্রথম সেশনেই ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।
প্রথম দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ২৩ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে ভারত। ৩৭ রান নিয়ে উইকেটে আছেন যশস্বী জয়সাওয়াল ও ৩৩ রানে অপরাজিত ঋষভ পান্ত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি পাবে নারীরা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলো। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতে পুরুষদের সঙ্গে বৈষম্য প্রায় শূন্যে নামালো। এই বছর অনুষ্ঠিত ছেলেদের প্রতিযোগিতার সমান প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে একই অর্থপুরস্কার দেওয়া হচ্ছে।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাত বছরের মধ্যে প্রাইজমানিতে সমতা ফেরানোর লক্ষ্য নির্ধারণ করেছিল তারা।
নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে কেবল ক্রিকেটেই সমান প্রাইজমানির ব্যবস্থা করা হলো।
সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপ জয়ীরা ২৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাবে। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরের (১০ লাখ ডলার) চেয়ে ১৩৪ শতাংশ প্রাইজমানি বেড়েছে। রানার্সআপরা পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। গতবার যার পরিমাণ ছিল মাত্র ৫ লাখ ডলার।
হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার। সব মিলিয়ে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলারের প্রাইজমানি দেওয়া হবে অক্টোবরের বিশ্বকাপে। গত বছর ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার, এবার বেড়েছে ২২৫ শতাংশ।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়া ছয় দল তাদের শেষ অবস্থান অনুযায়ী ১৩ লাখ ৫০ হাজার ডলার ভাগাভাগি করে নেবে।
গ্রুপের তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করা দল পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। দুই গ্রুপের পঞ্চম দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। ১০ দলের সবারই অন্তত ১ লাখ সাড়ে ১২ হাজার ডলার নিশ্চিত।
দুটি গ্রুপে পাঁচটি করে দল খেলবে। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে এ গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল
গত বছর আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। তাই এখন থেকে আইসিসির লেভেল-৩ কোচ হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল। পরবর্তীতে বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পন্ন করেছেন তিনি।
এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে মোহাম্মদ আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’
‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল -২ কোর্স করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। আর টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল -১ কোর্স না করলেও চলে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আসছে রদবদল
বিপিএল আয়োজন নিয়ে এবার বেশ উৎসুক বিসিবি। পাশাপাশি লভ্যাংশ শেয়ারেরও ঘোষণা দেওয়া হয়। আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দেশে নেই। বিলুপ্ত করা হয়নি পুরোনো কমিটি। নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা জানা নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ হয়তো বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার মতো বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না। তাই নিজের হাতেই সব দায়িত্ব তুলে নিয়েছেন সভাপতি।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে চাহিদার বিষয়গুলো জেনে নিচ্ছেন। ঢাকা দলের নতুন মালিকানা পেতে আগ্রহী কসমেটিকস কোম্পানী রিমার্ক-হারল্যানের সাক্ষাৎকার নিয়েছেন। গত আসরের ঢাকার মালিকেরা এবার না থাকার সম্ভবনাই বেশি। সিলেটের মালিকদের সঙ্গেও কথা বলা শেষ। গতকাল কথা বলেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে।
জানা গেছে, মিজানুর রহমান ৩০ শতাংশ লভ্যাংশ চেয়েছেন সব ফ্র্যাঞ্চাইজির জন্য। কিছু সুযোগ-সুবিধাও চেয়েছেন তিনি। পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বাকি আছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে কথা বলা।
কুমিল্লার মালিক নাফিসা কামাল বিদেশে চলে যাওয়ায় বিপিএলে খেলা হবে না। চট্টগ্রামের আক্তার গ্রুপ ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি। তাদের জায়গায় দেখা যেতে পারে প্রথম আসরের মালিক সামির কাদের চৌধুরীকে। তবে বিপিএল খেলতে হলে মঙ্গলবারের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে পুরোনোদের।
এমআই