পুঁজিবাজার
তাকাফুল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (২৬ জুন)। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুন।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর)কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজউদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ওয়াটা কেমিক্যালস লিমটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। আর ৭ দশমিক ৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ক্রাউন সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, নাহি অ্যালুমিনিয়াম এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) কোম্পানিটির ২৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ টাকার। আর ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডমিনেজ স্টিল, ফাইন ফুড এবং এস.আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
পুঁজিবাজারে লেনদেন আরও কমলো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১১৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩২ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির, বিপরীতে ১৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে ১৫ সেপ্টেম্বর কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮ টাকা ৭০ পয়সায়। আর গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৪ টাকায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৫ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম