ক্যাম্পাস টু ক্যারিয়ার
চাকরির সুযোগ দিচ্ছে বাংলালিংক

বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকে ‘ডিজিটাল অপারেশনস চার্টার্ড ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলালিংক
পদের নাম: ডিজিটাল অপারেশনস চার্টার্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (সিএস/এসই/সিই/আইটি)
অভিজ্ঞতা: ০৮-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Banglalink এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৪

ক্যাম্পাস টু ক্যারিয়ার
মাদরাসা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবারের (৯ জুলাই) আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় এনে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড একটি একক কেন্দ্রীয় বোর্ড হিসেবে সারাদেশে একযোগে পরীক্ষা গ্রহণ করে থাকে। ফলে কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো দেশের পরীক্ষাই স্থগিত করতে হয়েছে। এটি শুধু বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক জায়গায় প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনী, পরশুরাম, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা পরিচালনা সম্ভব নয় বলে মনে করছে বোর্ড।
আর মাদরাসা বোর্ডটি কেন্দ্রীয়ভাবে সারাদেশে একযোগে পরীক্ষা নেয়, তাই আঞ্চলিকভাবে পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। যে কারণে অংশবিশেষে নয়, সম্পূর্ণরূপে ওই দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
কাফি
ক্যাম্পাস টু ক্যারিয়ার
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত পৌনে দশটায় এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।
তিনি বলেন, ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে আমরা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা রয়েছে। এসব জেলার মধ্যে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলা ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে।
কাফি
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৪৮তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু বৃহস্পতিবার

৪৮তম বিশেষ বিসিএসের (চিকিৎসক নিয়োগ) লিখিত পরীক্ষা সামনে রেখে আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ইতোমধ্যে পরীক্ষার আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চিকিৎসক পদে আবেদনকারী প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী।
পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা ১০ জুলাই থেকে উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা পিএসসির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সরকারি চিকিৎসা সেবায় জনবল ঘাটতি মেটাতে এই বিসিএস আয়োজন করছে পিএসসি।
কাফি
ক্যাম্পাস টু ক্যারিয়ার
এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, এ বছর অনাড়ম্বরভাবেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ফল প্রকাশ উপলক্ষে থাকবে না কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান।
বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে এক আলোচনা সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
তিনি বলেছেন, বাহুল্য এড়িয়ে, গতি ও নির্ভুলতা বজায় রেখে ফল প্রকাশ হচ্ছে এবার। ফল প্রকাশে অহেতুক জাঁকজমক নয়, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা।
শিক্ষা উপদেষ্টা বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার ফলাফল নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের উপস্থিতি থাকছে না।
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখের বেশি শিক্ষার্থী।
কাফি
ক্যাম্পাস টু ক্যারিয়ার
যে পদ্ধতিতে জানা যাবে এসএসসি পরীক্ষার ফল

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)। ওই দিন দুপুর ২টায় একযোগে অনলাইনে ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখার পদ্ধতি জানিয়েছেন।
এতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস—এই দুই পদ্ধতিতে সহজেই ফল জানতে পারবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের ফলাফল অনলাইনে ডাউনলোড করতে পারবে। এরমধ্যে, ফল জানার প্রথম পদ্ধতি হলো, ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)। এই ওয়েবসাইটে গিয়ে ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ডাউনলোড করতে পারবেন।
আর দ্বিতীয়ত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd)-এ প্রবেশ করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবে।
তৃতীয়ত, ফল জানার জন্য এসএমএস পদ্ধতিও চালু থাকবে। মোবাইল ফোনে লিখতে হবে: SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [সাল] এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ, ঢাকা শিক্ষা বোর্ডের একজন পরীক্ষার্থী যদি তার রোল নম্বর ১২৩৪৫৬ হয়, তবে এসএমএসটি হবে — SSC Dha 123456 2025 এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করবেন এবং প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
কাফি