পুঁজিবাজার
সর্বোচ্চ দর হারালো তিন কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে তিন কোম্পানির। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া দর কমার সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে তালিকাভুক্ত এ তিন কোম্পানি। আগের কার্যদিবসের তুলনায় এদিন কোম্পানি তিনটির ৩ শতাংশ করে দর কমেছে।
কোম্পানি তিনটি হলো- এস্কয়ার নিট কম্পোজিট, ন্যাশনাল পলিমার এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার টপটেন লুজার বা সর্বোচ্চ দর কমার ১০ কোম্পানির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ২ দশমিক ৯৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২ দশমিক ৯৯ শতাংশ, ইউনিক হোটেলের ২ দশমিক ৯৯ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ২ দশমিক ৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির ২ দমমিক ৯৯ শতাংশ দর কমেছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৩০ পয়সা বা ১০.৯৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।
এছাড়া, আজ ডিএসইতে পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জি পাওয়ারের ৬.৪২ শতাংশ, বীচ হ্যাচারির ৬.৪২ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির ৬.০২ শতাংশ দর কমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার টাকার।
১৩ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে শাহজিবাজার পাওয়ার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল-পিটিএল, অরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রীম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, সোনালী পেপার ও ব্র্যাক ব্যাংক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কুইন সাউথ টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ২৭ এপ্রিল পরিবর্তে আগামীকাল ২৯ এপ্রিল, বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২০ থেকে ২০২৩ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর মধ্যে শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তবে ৩১ ডিসেম্বর, ২০২১ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে কোম্পানিটি।
আগামী ২৯ জুন আলোচ্য চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
কাফি