কর্পোরেট সংবাদ
পূবালী ব্যাংক ও ইউসিবি ফিনটেকের মধ্যে চুক্তি
পূবালী ব্যাংক পিএলসি ও ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস (পাই) এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের উপায় ওয়ালেটের মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডেপুটি সিইও সৈয়দ মো. এনামুল কবীর ও চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ
একাদশ ও কারিগরির ভর্তি ফি দেওয়া যাচ্ছে বিকাশে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের
অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণির আবেদন ফি পরিশোধের পর নির্বাচিতরা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে।
এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপ-এর ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission)-তে ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপ-এর ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission)-তে ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
এই বছর একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা আর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৩৫ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে বাড়তি ৩ টাকা যুক্ত হবে।
আর কারিগরিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১৬২ টাকা (কোর্সের সংখ্যা ও ধরণ অনুযায়ী ফি নির্ধারিত হবে) আর রেজিস্ট্রেশন ফি ২৩৮ ও ৩৯৫ টাকা।
এর বাইরে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালাচ্ছে এবং বিকাশ-এ ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কলেজগুলোর ওয়েবসাইটে অনলাইনে আবেদনের প্রক্রিয়া দেখে নেয়া যাবে। পাশাপাশি, একাদশ শ্রেণি ও কারিগরি-তে ভর্তির আবেদন ফি বিকাশে পরিশোধ করলেই থাকছে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন ৫০ টাকা করে ২ বার কুপন উপভোগ করা যাবে।
কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। নির্দিষ্ট কেএফসি ও পিৎজা হাট আউটলেটে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপনটি উপভোগ করা যাবে।
একাদশ শ্রেণির আবেদনের প্রথম পর্যায়ে যারা পছন্দসই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না তারা পরবর্তীতে আরও দুই ধাপে একই প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ পাবেন। দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে। শিক্ষাবোর্ডগুলোর নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার পূর্ববর্তী দুই বছরের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩০৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম ও কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস উপস্থিত ছিলেন।
মিটিংয়ে ব্যাংকের ৩০ জুন,২০২৫ ভিত্তিক দ্বিতীয় ত্রৈমাসিকের অ-নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
এসএম
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যশোর জোনপ্রধান মো. শফিউল আজম।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।
এতে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এসএম
কর্পোরেট সংবাদ
উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলো ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় বগুড়ায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) সফলভাবে সম্পন্ন করেছে।
১০০ ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল এমন উদ্যমী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, যারা এখনো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ও আর্থিক সহায়তার বাইরে রয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, এসআইসিপি-পিআইইউ, এসএমইএসপিডির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী এবং ইউসিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বগুড়া অঞ্চলের বিভিন্ন প্রতিশ্রুতিশীল স্থানীয় উদ্যোক্তারা, যাদের জন্য এই প্রশিক্ষণ ছিল একটি বড় অনুপ্রেরণা।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষমতায়নে ইউসিবি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ, যা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শিল্প বিকাশ এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কর্পোরেট সংবাদ
বাজারে এলো স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। যা দুর্দান্ত ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
প্রতিনিয়তই মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনধারাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্যামসাং; তাই ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও বিশেষায়িত করতে উদ্ভাবনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেটবান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।
২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক ‘এআই প্রসেসর।’ এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি; যেমন: ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি ( ৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।
স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে করে তুলবে আরও স্মার্ট। মানসম্পন্ন ছবি ও শব্দের জন্য জন্য ভিশন এআই -তে রয়েছে এআই আপস্কেলিং প্রো ও এআই পিকচার; ডলবি অ্যাটমস সমর্থিত এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো; এবং টিভির ব্যবহারকে আরও বিশেষায়িত করে তুলতে এআই কাস্টোমাইজেশন মোডের মাধ্যমে এআই অপ্টিমাইজেশন সুবিধা। এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এ সিরিজের টিভিতে বিদ্যুৎ খরচ কম হবে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত। এছাড়াও, রয়েছে ব্যবহারবান্ধব চমৎকার সব ফিচার; যেমন: জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচারস। এ ফিচারগুলো ক্রেতাদের টিভি দেখার অভিজ্ঞতায় যুক্ত করবে ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস।
ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এছাড়াও, টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সাথে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম। ২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার – ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।
নতুন এ সিরিজের উন্মোচন নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, উদ্ভাবন ও প্রযুক্তিই নয়, ক্রেতাদের প্রতি আমাদের অঙ্গীকারই স্যামসাং-কে অন্য ব্রান্ডের থেকে আলাদা করেছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি জীবনকে সহজ করে, জটিল নয়। আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দেই; যে কারণে, ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।
স্যামসাং টিভি বৈশ্বিক বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে অবস্থানে রয়েছে। নতুন বাজারে আসা ২০২৫ সিরিজের টিভি গুলোতে ব্র্যান্ডটির উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন ঘটেছে।