পুঁজিবাজার
হামি ইন্ডাস্ট্রিজের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আর্থিক পারফর্মেন্স পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিশেয়ারে ১০ পয়সা করে লভ্যাংশ দেবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। অর্থাৎ ওইদিন যাদের নাম সিডিবিএলের ডাটাবেজে থাকবে তিনি এই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
তবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালক ছাড়া বাকি সবাই পাবে বলে জানিয়েছে।

পুঁজিবাজার
মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও, মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যেমন- ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব দেয়া হয়েছে। খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিএসইসির পক্ষ থেকে।
কাফি
পুঁজিবাজার
ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ১২ হাজার ৯০টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ০৩ লাখ ৭৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৮২ লাখ টাকার ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই এশিয়াটিক ল্যাবরেটরিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৭ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৩২ টাকা ৮০ পয়সায়। আর গত ১৭ আগস্ট শেয়ারটির দর বেড়ে ৫২ টাকা ২০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৫৯ দশমিক ১৪ শতাংশ।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
এক্সিম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে এক্সিম ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১। এদিন প্রতিষ্ঠানটির দর ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর ৪ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানি পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এসএম