পুঁজিবাজার
শেষ কার্যদিবসে উত্থান, বেড়েছে লেনদেনও
চলতি মাসের ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টি কোম্পানির, বিপরীতে ১২৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম

পুঁজিবাজার
ডিএসইতে তালিকাভুক্ত হতে পারছে না সিএসই

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আপাতত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হতে পারছে না। এ সংক্রান্ত সিএসইর একটি আবেদন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নাকচ করে দিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯৬৭তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্র অনুসারে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তাদের ব্লক থাকা ৩৫% শেয়ার ডিএসইতে তালিকাভুক্ত করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। কমিশন কয়েকটি সুনির্দিষ্ট কারণে তা নামঞ্জুর করেছে:
আবেদন নাকচের কারণসমূহ
সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা: সরকারি মালিকানাধীন কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানির শেয়ার সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আইনের সঙ্গে সংঘাত: ২০% প্রাইভেট প্লেসমেন্ট এবং ১৫% পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার অফলোড বা তালিকাভুক্ত করার বিষয়টি ‘এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩’ এর সঙ্গে সাংঘর্ষিক।
পরিচালন মুনাফার অভাব: আবেদনকারী সিএসইর মূল ব্যবসা (core business) থেকে পরিচালন মুনাফা (operating profit) নেই।
প্রয়োজনীয় নথিপত্রের অভাব: আবেদনের সঙ্গে ইনফরমেশন ডকুমেন্ট বা প্রসপেক্টাস সংযুক্ত করা হয়নি।
পর্ষদ সভার সিদ্ধান্তের অভাব: পরিচালনা পর্ষদ সভা এবং শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত করা হয়নি।
পুঁজিবাজার
ইস্টার্ন ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি
পুঁজিবাজার
এবি ব্যাংকে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ মনজুরুল আহসানকে কোম্পানি কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন।
গত ১২ আগস্ট থেকে সচিব হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ৪৪ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৪৭ হাজার ৭৯০টি শেয়ার ৯০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৮ কোটি ৭৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
পুঁজিবাজার
সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২০ বারে ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ব্যাংকের ৪.৬৯ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ৪.৬২ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.১৩ শতাংশ, ফার কেমিক্যালের ৪.০৯ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩.৯৫ শতাংশ দর কমেছে।