পুঁজিবাজার
২৮৬ কোম্পানির দরপতনে সূচক কমলো ৫০ পয়েন্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ পয়েন্টের বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৯ মে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ২৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিডি থাই অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০ দশমিক ২৫ শতাংশ হারে লভ্যাংশ দেবে।
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মিউচুয়াল ফান্ডের উন্নয়নে অ্যাসেট ম্যানেজারদের সঙ্গে বসবে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডের বিকাশ এবং অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলো কী ভূমিকা রাখছে-সে বিষয়ে আলোচনা করতে সব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিদের চিঠি দেয়েছে বিএসইসি।
রবিবার (২৪ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত থাকার কথা রয়েছে।
‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শিরোনামে আলোচনা সভার বিষয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জাহাজ কিনবে এমজেএল বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি আফরাম্যাক্স অয়েল ট্যাংকার নামে একটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) কোম্পানিটির ১৪১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সেকেন্ড হ্যান্ড ট্যাংকারটি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আফরাম্যাক্স অয়েল ট্যাংকারের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার টন। ট্যাংকারটির বয়স ১২ থেকে ১৩ বছর। আর এর মূল্য ৪৫ মিলিয়ন থেকে ৪৭ মিলিয়ন ডলার।
এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সমতা লেদারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০ দশমিক ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ০৪ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লোকসান কমেছে আইসিবির
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ১ টাকা ৮০ পয়সা মাইনাস হয়েছে, যা আগের বছর একই সময়ে মাইনাস ৭২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ০৮ পয়সা।
এসএম