সারাদেশ
ঝিনাইদহে দক্ষিণে তারুণ্যের মহোৎসব অনুষ্ঠিত

ঝিনাইদহে প্রথমবারের মতো ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি) খুলনা ডিভিশনের উদ্যোগে দক্ষিণে তারুণ্যের মহোৎসব- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল ১০টা থেকে সারা দিনব্যাপি ঝিনাইদহের ড্রিম ভ্যালী পার্কের কনভেনশন কক্ষে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ মহোৎসবে সর্বমোট ২১টি জেলার ১৩২ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিবিডি এলামনাই এসোসিয়েশনের খুলনা ডিভিশনাল কনভেনর মো. আরিফ জিহাদ, ভিবিডি ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাইফ বাবু এবং জেনেরাল সেক্রেটারী মো. মেহেদী হাসান ইমন ও খুলনা ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট রেনেসা রহমান মুনমুন উপস্থিত ছিলেন।
খুলনা ডিভিশনের পাশাপাশি আয়োজক জেলা হিসেবে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা বোর্ড মেম্বার্স ও সহযোগিতা করেন খুলনার অন্যান্য জেলার সদস্যরা।
এ সময়ে ভিবিডি ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাইফ বাবু বলেন, ভলেন্টিয়ারিজম একটা ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জন্যই আমি, রেঁনেসা আপু, আরিফ ভাই একযুগ ভিবিডির সাথে আত্নিকভাবে জড়িত। এখানে অনেকে অনেক গুণে মেধাবী। আজ যারা যারা হোস্টিং করেছে, তারা চমৎকারভাবে কথা বলেছে। আমরা চাই প্রতিনিয়ত নতুন মুখ আসুক। কখনো অন্যের পরিচয়ে বড় হবেন না। কখনো একজনের কথার উপর ভিত্তি করে অন্যকে বিচার করবেন না।
এসময় ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন বলেন, দক্ষিণে তারুণ্যের এই মহোৎসবে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। আমার যাত্রা শুরু হয় ঝিনাইদহ জেলার একজন সাধারন ভলিন্টিয়ার হিসাবে, সবার ভালোবাসায় ও অনুপ্রেরণায় আজ আমি আজ ন্যাশনাল বোর্ডে। এখন সারা বাংলাদেশ থেকে আপনাদেরমত স্বপ্নবাজ সেচ্ছাসেবীদের কাজগুলো থেকে প্রতিদিন অনুপ্রাণিত হচ্ছি। ভিবিডির এ সকল তরুণরা এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়নে সফলভাবে কাজ করছে এবং আগামীতেও করভি ভাইয়ের সফল নেতৃত্বে আমরা আরও কাজ করে যাবো।
এসময়ে ভিবিডির এলামনাই এসোসিয়েশনের খুলনা ডিভিশনের কনভেনিয়র মো. আরিফ জিহাদ বলেন, ভিবিডি আমার হৃদয়ে, এর টানেই বার বার ফিরে আসি। সবার ভালোবাসায় আমি আপ্লুত।
ঝিনাইদহ জেলার প্রেসিডেন্ট অবশেষে সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন এ তারুণ্য মহোৎসবে ঝিনাইদহের সংসদ সদস্য ২ আসনের এমপি মহোদয়ের নাসের শাহরিয়ার জাহেদী, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী সার্বিক দিক নির্দেশনায় এ অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন জাহেদী ফাউন্ডেশন, জেলা পরিষদ, ঝিনাইদহ এবং নিরাপত্তার জন্য সার্বিক সহযোগীতা করেন মো. আজিম উল আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা।
অর্থসংবাদ/সাকিব/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ
টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে টাঙ্গাইলের কালিহাতি বল্লা বাজার থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ডিবি।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের একটি চৌকস টিম গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতির মধুপুর থানার পন্ডুরা গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মধুপুর পৌরসভার যুবলীগের সদস্য মো. শফিকুল ইসলাম (৪০) এবং কালিহাতি থানার মৃত আমিনের ছেলে মো. রাসেল।
জানা গেছে, বল্লা সাকিনস্থ শফিকুল ইসলামের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। ডিবির টিমটি সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। ধৃত আসামী মো. শফিকুল ইসলামের হেফাজত হতে ১০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতি থানায় ২১ মার্চ মামলা নং-১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ)/৪১ রুজু করা হয়।
মাদক ব্যবসায়ী মধুপুর পৌরসভার যুবলীগের সদস্য মো. শফিকুল ইসলাম মধুপুর পৌরসভার বেশকিছু ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ০৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বের ছাত্র জনতার উপর প্রত্যক্ষভাবে তার দলবল সহকারে আক্রমণ করে। সে সংক্রান্তে তার বিরুদ্ধে মধপুর থানায় মামলা তদন্তধীন রয়েছে। ছাত্র জনতার বিজয়ের পর উত্তেজিত ছাত্রজনতা তার বাড়িঘর ভাঙচুর করলে সে পলাতক হয়ে কালিহাতি থানার বল্লা এলাকায় বাসবাস করে মাদক ব্যবসা করে আসতেছিলো। আসামীর বিরুদ্ধে নিম্নলিখিত অস্ত্র, মাদক ও মারামারি মামলা গুলো থানায় তদন্তাধীন এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
ভোলা-চট্টগ্রাম সরাসরি জাহাজ চালু

ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীদের জন্য চালু হলো বিলাসবহুল দুটি জাহাজ। এতে করে এই নৌরুটে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠলো।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ‘এমভি বার আউলিয়া’ নামে জাহাজ ছেড়ে যায়।
পথে ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা ঘাট থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর হাতিয়ার ঘাট হয়ে চট্টগ্রামে যাবে এটি। বিকেল ৫টার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে পৌঁছবে।
অপরদিকে সকালে ৮টার দিকে চট্টগ্রামের সদরঘাট থেকে যাত্রী নিয়ে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস’ নামে আরেকটি জাহাজ।
চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করা যাত্রী মো. মহসিন মিয়া, ফিরোজ কবীর জানান, তারা আগে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট দিয়ে ফেরি ও সি সার্ভিসে করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট হয়ে বাসে করে যেতেন। এতে তাদের প্রায় ১২-১৪ ঘণ্টা সময় লাগতো। এখন নৌপথে ভোলা থেকে চট্টগ্রাম যেতে মাত্র ৮ ঘণ্টা সময় লাগবে।
লালমোহন মঙ্গল শিকার থেকে চট্টগ্রামের যাত্রী মো. আহসান কবীর, রাবেয়া বেগম ও হারুন অর রশিদ বলেন, জাহাজ চালু হওয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। আগের তুলনায় এখন খরচও কমে যাবে। আমরা চাই জাহাজগুলো যাতে নিয়মিত চলাচল করে।
তজুমদ্দিন ঘাট থেকে হাতিয়া রওনা করা যাত্রী সঞ্চয় কুমার দে, মো. সৈকত হোসেন ও লোকমান হোসেন বলেন, আমাদের ভোলা থেকে কখনই হাতিয়া যাওয়ার জন্য দিনের বেলায় নৌযান ছিল না। ঢাকা থেকে আসা লঞ্চে করে গভীর রাতে হাতিয়া যেতে হতো। তাও আবার প্রতিদিন একটাই লঞ্চ ছিল। দিনে হাতিয়া যাওয়ার কোনো মাধ্যম ছিল না। জাহাজ চালু হওয়ার আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। আমাদের এখন আর লঞ্চে করে অধিক টাকা খরচ করে হাতিয়া যেতে হবে না। খুব কম খরচে ও কম সময়ে হাতিয়া যাতায়াত করতে পারবো।
লালমোহন মঙ্গল শিকদার ঘাটের টিকিট কাউন্টার এজেন্ট মো. জমিস জনি বলেন, ভোলার সঙ্গে চট্টগ্রাম ও হাতিয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই প্রথম জাহাজ চালু হওয়ায় ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। জাহাজে যাত্রীরা ইকোনোমি চেয়ারের সর্বোচ্চ ১ হাজার টাকা, এবং বিভিন্ন ধরনের কেবিন ১ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত রয়েছে।
তিনি আরও বলেন, আজই প্রথম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে জাহাজটি। যদিও যাত্রী কিছু কম ছিল। তবে আগামীতে বাড়বে।
এমভি বার আউলিয়া জাহাজের ক্যাপ্টেন মো. ফরিদ হোসাইন তালুকদার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় আমরা চট্টগ্রামের সদরঘাট থেকে জাহাজ থেকে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ঘাট হয়ে চরফ্যাশনের বেতুয়া ঘাটে এসে পৌঁছেছি বিকেল ৫টার দিকে। আজ শুক্রবার সকাল ৮টায় আমরা বেতুয়া ঘাট থেকে যাত্রা শুরু করেছি। পথে ওই ঘাটগুলো হয়ে বিকেল ৫টার মধ্যেই আমরা চট্টগ্রামের সদরঘাটে যাত্রী নিয়ে পৌঁছে যাবো।
তিনি আরও বলেন, আমাদের জাহাজে ৮৫০ যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। প্রথম দিন চট্টগ্রাম থেকে বেতুয়া পর্যন্ত প্রায় শতাধিক যাত্রী পরিবহন করেছি। আজও কিছুটা বেড়েছে। আগামীতে আরও যাত্রী বাড়বে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই বাংলাদেশি অবৈধপথে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দুই বাংলাদেশি হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্য’র ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার (১৯ মার্চ) রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন ওই দুই বাংলাদেশি। পরে বিএসএফ আটকদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইলফোন যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করে। পরে বেনীপুর বিওপির অধীন সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনিপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন। পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিক লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ছাড়া অপর আটক বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বজলার রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, সাদ্দামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।