পুঁজিবাজার
ভারতের পুঁজিবাজারে সূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে

নির্বাচনী অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে ফের দৌঁড়াতে শুরু করেছে ভারতের পুঁজিবাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটির দুই স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচক। বৃহস্পতিবার (২৩ মে) বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স (এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স) নতুন রেকর্ড গড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি৫০ সূচকও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ওঠে এসেছে।
বৃহস্পতিবার সেনসেক্স ১ হাজার ১৯৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৭৫ হাজার ৪১৮ দশমিক ০৪ পয়েন্টে উন্নীত হয়। এদিন সূচকটি ৭৫ হাজার ৪৯৯ দশমিক ৯১ পয়েন্ট পর্যন্ত ওঠেছিল। আগের দিন সূচকটির অবস্থান ছিল ৭৪ হাজার ২২১ দশমিক ০৬ পয়েন্ট।
বৃহস্পতিবার এনএসই নিফটি৫০ সূচক ৩৭০ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধির পর লেনদেন শেষে ২২ হাজার ৯৬৭ দশমিক ৬৫ পয়েন্টে এসে স্থির হয়।
এদিন উভয় বাজারের অন্যান্য মূল্যসূচকও ছিল উর্ধমুখী। অন্য সূচকগুলোর মধ্যে এসঅ্যান্ডপি বিএসই মিডক্যাপ সূচক ৪৩ হাজার ৪৪২ পয়েন্টের নতুন রেকর্ড ছুয়েছে। যেখানে এসঅ্যান্ডপি বিএসই স্মলক্যাপ সূচক ৪৮ হাজার ২২৯ পয়েন্টের স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে৷
খাতগুলোর মাঝে, নিফটি ব্যাংক, অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের সূচকগুলি প্রায় ২ শতাংশ যোগ করেছে। তবে একমাত্র ব্যতিক্রম হিসেবে এদিন নিফটি ফার্মা সূচক এদিন ০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
গত ১৯ এপ্রিল ভারতে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুদিন আগে থেকে দেশটির পুঁজিবাজার প্রবল গতিতে উর্ধমুখী হতে থাকে। তখন পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি ও তার এনডিএ জোটের ক্ষমতায় বহাল থাকার সম্ভাবনা তীব্র ছিল। সরকার পরিবর্তন না হলে নীতিমালা ও উন্নয়নের বর্তমান ধারা বহাল থাকবে এমন আশাবাদে উজ্জীবিত হয়ে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সক্রিয় হয়ে ওঠেন। কিন্তু প্রথম তিন ধাপের ভোট শেষ হওয়ার পর বিজেপি জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ফিকে হতে থাকলে বাজার কিছুটা গতি হারায়। একদিকে সরকার পরিবর্তনে নীতিমালার ধারাবাহিকতা ব্যাহত হওয়া, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলেও নড়বড়ে সরকার হওয়ার আশংকায় বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরে। বিজেপিও বিষয়টিকে অস্ত্র বানানোর চেষ্টা করে। এর প্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তারা ক্ষমতায় এলে উন্নয়নের গতি আরও বাড়বে, পুঁজিবাজারের প্রতিও তারা যত্নবান থাকবেন। তাতে আবার পুরনো গতি ফিরে পায় পুঁজিবাজার।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৯২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আরও ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৫০ হাজার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬৫ টাকা ৩০ পয়সা। আর আজ সোমবার (১১ আগস্ট) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১০০ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৫ টাকা ৪০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪ বারে ৩ লাখ ২৬ হাজার ৩৫ টি শেয়ার লেনদেন করে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৭ বারে ৪ লাখ ৩২ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১ বারে ১ লাখ ৩৫ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৪.১২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.৮১ শতাংশ, এস এস স্টিলের ৩.৫১ শতাংশ, সিনোবাংলার ৩.৪৬ শতাংশ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের ৩.৩৯ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে পিপলস ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এসএম
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড-এর শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৮.০৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৬.৭৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৩৫ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৬.১৬ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৫.৫৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৮৬ শতাংশ এবং বিচ হ্যাচারির ৪.৭৭ শতাংশ দর বেড়েছে।
কাফি