কর্পোরেট সংবাদ
এসএমই পণ্য মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
সাত দিনব্যাপী ১১ তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা- ২০২৪ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়।
রবিবার (১৯ মে) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ স্টল উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলামসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পাঠ করানো হয়। এরপর শপথ নেন চার নির্বাচন কমিশনার।
আওয়ামী লীগ সরকারের আমলে করা বিধান অনুযায়ী সার্চ কমিটি গঠন করার পর ওই কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা থেকে এই নির্বাচন কমিশন বেছে নেন রাষ্ট্রপতি।
দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দীনকে এর আগে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আইএইচএফের বিজ্ঞানমেলা
বিশ্ব শিশু দিবস উপলক্ষে এবারও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ‘উদ্ভাবনের আনন্দে’ শীর্ষক শিরোনামে বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করেছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টি পারপাস হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রান্তিক এলাকার শিশুদের জন্য আয়োজিত একটি বার্ষিক বিজ্ঞান মেলা যা চলমান বৈশ্বিক প্রতিবন্ধকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেগুলো উত্তরণের উপায়গুলোর ওপর লক্ষ্য রেখে প্রস্তুত করা হয়ে থাকে।
বিজ্ঞান মেলাটিতে আইএইচএফের স্কুল ছাড়াও অংশগ্রহণ করেছে আরও কয়েকটি অলাভজনক সংগঠনের বিদ্যালয়। এগুলো হলো – স্পন্দন বাংলাদেশ, কে কে ফাউন্ডেশন,ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন, হেল্প ফর ডিপ্রাইভ ফাউন্ডেশন, এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন, হাসিমুখ, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন, অপরাজেয় বাংলাদেশ।
বিদ্যালয়গুলো মূলত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান নিয়ে কাজ করছে। দশটি স্কুলের মোট ১২টি দল এ বছর বিজ্ঞানমেলায় তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সৈয়দ ফারহাত আনোয়ার । এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ ডেভ ডাওল্যান্ড এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মিওয়ানাগে। এছাড়াও অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ তৈয়বুর রাহমান ।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রওশন আরা আক্তার, অধ্যাপক, স্কুল অব ফার্মেসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; শামীম আহমেদ মৃধা, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-নেটওয়ার্ক গ্লোবাল; শারীন রেজা, প্রধান, বিআইটি জুনিয়র স্কুল; এবং শামস জাবের, প্রতিষ্ঠাতা, দ্য টেক একাডেমি।
এবারের বিজ্ঞানমেলায় রানার আপ হয় আইএইচএফ স্কুল, টঙ্গী ক্যাম্পাসের প্রজেক্ট “মোবাইল ক্লিনিক” এবং চ্যাম্পিয়ন হয় সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট “গার্ডেন ইন স্মল স্পেস”।
মেলায় আইএইচএফের পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা জলবায়ু পরিবর্তনের ওপর একটি বিশেষ নাটকও উপস্থাপন করেছে।
উল্লেখ্য, ইভেন্টটি পরিচালনায় সহযোগিতা করেছে ইস্ট কোস্ট গ্রুপ এবং আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট। ভেন্যু পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। মিল পার্টনার হিসেবে ছিল আল বাইক ইন্টারন্যাশনাল। স্ন্যাকস পার্টনার ওরেন্ডা অ্যান্ড বিনস এবং ওয়াফল আপ। টি-শার্টের জন্য সহযোগিতা করেছে উর্মি গ্রুপ এবং গিফট পার্টনার হিসেবে ছিল চালডাল ডট কম।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক আকবর
সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আকবর হোসেন মজুমদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে, গত ১৯ নভেম্বর সাংবাদিক গোলাম মোর্তোজাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
রাজধানীতে ফের অটোচালকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন রিকশা চালকরা। আজ রোববার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা।তাদের প্রধান দাবি- মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি দিতে হবে।
এই আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনেও সড়ক অবরোধ করেছেন চালকরা।
মোহাম্মদপুর বেড়িবাঁধের নবীনগর-৭, ভাঙা মসজিদ এবং বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তাদের মূল দাবি— সড়কে চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
আন্দোলনকারীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। মোহাম্মদপুরের বাসিন্দাদের কেউ কেউ দাবি করেছেন, আন্দোলনকারীদের অনেকেই আসলে ব্যাটারিচালিত রিকশাচালক নয়, বরং আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মী।
মোহাম্মদপুরের মতোই সায়েন্সল্যাব এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা চলছে। বেলা সোয়া ১১টার দিকে বাটা সিগন্যাল থেকে একটি মিছিল সায়েন্সল্যাব মোড়ের দিকে যেতে দেখা গেছে।
অটোরিকশা চালকদের এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
তুরস্কে আন্তর্জাতিক এনজিও মেলায় ছওয়াব’র অংশগ্রহণ
তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক এনজিও মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ বা ছওয়াব। গত ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়ন (ইউএনআইডব্লিউ) এবং তুরস্কের ভলান্টারি অর্গানাইজেশনস ফাউন্ডেশন (টিজিটিভি) এর আয়োজনে এই মেলায় ৬০টি দেশের ২০০টিরও বেশি এনজিও অংগ্রহণ করেছে। মেলাটি বৈশ্বিক সহযোগিতা বাড়নো এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
ছওয়াব -এর স্টল (এ২-৬১) আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য মনোযোগ পেয়েছে। বিশেষত, ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়নের (ইউএনআইডব্লিউ) সদস্যরা, যার মধ্যে ছিলেন এর মহাসচিব এবং কাউন্সিল সদস্যগণ ছওয়াব-এর বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করেছেন।
ড. শরিফুল ইসলাম লাবলু, নাহার-ইউএসএ (নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ)-এর নির্বাহী পরিচালক ছওয়াবের স্টলে উপস্থিত হয়েছিলেন এবং মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সহযোগিতার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মেলার উদ্বোধনী ভাষণে ইস্তাম্বুলের গভর্নর দাউত গুল সংকট মোকাবিলা, শরণার্থী সহায়তা এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনজিওগুলোর ভূমিকা তুলে ধরেন। তিনি যুবসমাজের ক্ষমতায়ন ও পরিবারকে শক্তিশালী করার মাধ্যমে শক্তিশালী জাতি গঠনে সিভিল সোসাইটির গুরুত্ব উল্লেখ করেন।
মেলাটি গাজায় মানবাধিকার লঙ্ঘনসহ বৈশ্বিক সংকটগুলোকে কেন্দ্র করে আলোচিত হয়। ২৩ নভেম্বর মেলার সমাপ্তি অনুষ্ঠানে গাজা- ইস্তাম্বুল ডিক্লারেশন স্বাক্ষরিত হবে, যা চলমান গণহত্যার অবসান এবং ইসলামী বিশ্বে সংহতি জোরদার করার আহ্বান জানাবে।
ছওয়াবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান, যাঁর সঙ্গে ছিলেন ট্রাস্টি সদস্য ড. কামরুল হাসান, তুরস্ক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং স্বেচ্ছাসেবক ওয়ালিল্লাহ ও মিনহাজুল আবেদীন।
এস. এম. রাশেদুজ্জামান বলেন, “এই মেলাটি আমাদের মানবসেবার লক্ষ্য শক্তিশালী করতে এবং বৈশ্বিক অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি অমূল্য প্লাটফর্ম প্রদান করেছে” ।
ছওয়াবের এই অংশগ্রহণ মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী কার্যক্রম, অ্যাডভোকেসি এবং কার্যকর অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এমআই