কর্পোরেট সংবাদ
হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড়

হজ যাত্রার প্রস্তুতিতে ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হেলথ চেকআপের পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট। ১০ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একবারই এই অফার উপভোগ করা যাবে।
ঢাকার এভারকেয়ার হাসপাতাল, ল্যাবএইড, ইউনাইটেড হাসপাতাল, ধানমন্ডি ডায়াগনস্টিকস, ব্র্যাক হেলথকেয়ার, প্রাভা হেলথ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও ফরাজী হাসপাতাল এবং চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে হজের জন্য হেলথ চেকআপে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাবেন।
ল্যাবএইড-এ ডিসকাউন্ট অফারটি পেতে পেমেন্টের সময় কুপন কোড ‘LHJ’ ব্যবহার করতে হবে।
বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা এই অফারগুলো গ্রহণকরতে পারবেন।

কর্পোরেট সংবাদ
সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫ হাজার মানুষের কিডনি ডায়ালাইসিসে সহায়তায় ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের সহায়তায় ২০২৪ সালে সিলেট কিডনি ফাউন্ডেশনে (কেএফএস) ৫ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যখাতে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সিলেট অঞ্চলের মানুষদের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর ভিশনকে বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। তিনি বিশ্বাস করতেন, ডায়ালাইসিসের মতো জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা, যা ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেরই সামর্থ্যের বাইরে, সমাজের প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য হতে হবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেট হাসপাতাল নতুন ভবনের একটি সম্পূর্ণ ফ্লোর ‘স্যার ফজলে হাসান আবেদ কিডনি ডায়ালাইসিস সেন্টার’ হিসেবে উৎসর্গ করেছে। সামর্থ্যহীন মানুষদের জন্য এই ডায়ালাইসিস সেন্টারে আর্থিক সহায়তা দেয় ব্র্যাক ব্যাংক।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের সহায়তায় ১২০ জন কিডনি রোগী সেবা নিচ্ছেন, যাদের বেশিরভাগ সেশনের খরচই একদম বিনামূল্যে। যেহেতু ডায়ালাইসিস একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই ফ্রি সেশনের ব্যবস্থা করা হয় রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনায়, যাতে সামর্থ্যহীনরা সবচেয়ে বেশি সুযোগ পান। বাংলাদেশে নিয়মিত ডায়ালাইসিসের খরচ এখনও বেশিরভাগ রোগীর সামর্থ্যের বাইরে। একটি ডায়ালাইসিস সেশনের খরচ প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এই সেশনের প্রয়োজন হয়। এভাবে মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে ডায়ালাইসিস সেশন চালিয়ে যাওয়া সীমিত আয়ের পরিবারগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব।
এই সংকট দূর করতে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সিলেট কিডনি ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি করে। তবে, এই সহায়তা শুরু হয় তারও আগে। ২০১৯ সালে ব্র্যাক ব্যাংকই প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিলেট কিডনি ফাউন্ডেশনকে চারটি ডায়ালাইসিস মেশিন অনুদান দেয়, যা হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করে।
ডায়ালাইসিসে অর্থ সহায়তা ছাড়াও ব্র্যাক ব্যাংক কিডনি ফাউন্ডেশনে একটি পূর্ণাঙ্গ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে, যা হাসপাতালের সামগ্রিক অবকাঠামোকে আরও শক্তিশালী করার মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবা সহজ করেছে। এটি বিশুদ্ধ বাতাস সরবরাহ, শ্বাস-প্রশ্বাস সহায়তা, অ্যানেস্থেসিয়া ব্যবস্থাপনা এবং হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, মৌলিক স্বাস্থ্যসেবা কখনোই কারও বিশেষাধিকার হতে পারে না, বরং এটি সকলেরই প্রাপ্য। আমরা তাঁর সেই দৃষ্টিভঙ্গিকে কার্যকর এবং ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করে চলছি।
সিলেট কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্নেল মোহাম্মদ আবদুস সালাম, বিপি (অব.) বলেন, আমাদের বেশিরভাগ রোগীই আর্থিকভাবে অস্বচ্ছল, যারা হাসপাতালে শুধু জরুরি চিকিৎসার প্রয়োজনে আসেন। ব্র্যাক ব্যাংকের সহায়তায় আমরা তাঁদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিতে পারছি। ফলে, অর্থের অভাবে আর কাউকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে না।
এই বছরে ব্র্যাক ব্যাংক বিনামূল্যে আরও ৪,০০০টি ডায়ালাইসিস সেশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এভাবে ব্যাংকটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের সাথে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রংপুরের একটি হোটেল এ মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাস ও শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ক্ষুদ্রঋণের প্রসারের মাধ্যমে ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই জেলাগুলোর প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য সিএমএসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধিতে ব্যাংক মনোযোগ দেবে।
এসময় নিয়ন্ত্রক সংস্থা প্রণীত নিয়মনীতি মেনে স্বচ্ছতার সাথে ঋণ প্রদানে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সাথে ঋণ আদায়ের উপর গুরত্বারোপ করেন। সভায় কিভাবে সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও গুণগত সম্পদ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে নিদের্শনা প্রদান করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইতোমধ্যে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে; এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই অঞ্চলে আরো বেশি উদ্যোক্তা তৈরিতে এবং মানুষের আস্থা বাড়াতে গ্রাহকসেবার মান উন্নত করতে নির্দেশনা প্রদান করেন। এসময়, সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় সকল কর্মকর্তার প্রতি আহবান জানান তিনি।
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকে ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’

আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান। ব্যাংকের ডাটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনিদের উদ্দেশ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
গত ৩ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
এ সময় তিনি বলেন, ভবিষ্যত ব্যাংকিংয়ে সফলভাবে অবদান রাখতে হলে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারিত্ব, উদ্ধাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের প্রতিও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর সদস্যরা নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের অভিনন্দন জানান এবং তাদের নতুন পথ চলায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।
কর্পোরেট সংবাদ
বাংলাদেশ ব্যাংকের নারীর আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে আইপিডিসি

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত নারীর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালাতে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের অংশ হিসেবে নারীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।
একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে আইপিডিসি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও প্রথমবারের মতো ঋণ গ্রহণে উৎসাহিত করতে তাদের সক্রিয় ভূমিকা তুলে ধরে। কর্মশালায় আইপিডিসি একটি ইন্টার্যাকটিভ স্টল পরিচালনা করে, যেখানে প্রদর্শিত হয় তাদের প্রধান উদ্যোগ ‘জয়ী’, নারীদের জন্য উপযোগী এসএমই ঋণ সমাধান এবং অর্থায়নের সুযোগ পেয়ে জীবন বদলে ফেলা সফল নারীদের অনুপ্রেরণামূলক গল্প। অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই স্টলে নারীদের জন্য আইপিডিসির কমিউনিটি পর্যায়ের কার্যক্রম ও আর্থিক শিক্ষামূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আইপিডিসির একজন প্রতিনিধি প্রতিষ্ঠানের জেন্ডার-ইনক্লুসিভ ফাইনান্সের (লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন) প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং সহানুভূতিশীল, সহজলভ্য ও নৈতিক আর্থিক সেবার গুরুত্বের ওপর জোর দেন। তার বক্তব্য কর্মশালার মূল লক্ষ্য গ্রামীণ ও শহরতলির নারীদের হাতের নাগালে আর্থিক সুযোগ পৌঁছে দেওয়ার প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গির সাথে একাত্ম হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ‘জয়ী’ এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে নারীরা শুধু ঋণগ্রহীতা নয়, বরং নিজেদের কমিউনিটিতে পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।
সামাজিক সুরক্ষা কর্মসূচি, সক্ষমতা উন্নয়ন উদ্যোগ এবং নীতি কাঠামোর মাধ্যমে বাংলাদেশের নারীদের আর্থিক ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে কর্মশালায় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে আইপিডিসি আবারও প্রমাণ করেছে, তারা একটি দূরদৃষ্টিসম্পন্ন ও সামাজিকভাবে দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান, যা দেশের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে আইপিডিসি একটি ন্যায়সঙ্গত ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে রূপান্তরমূলক ভূমিকা পালন করে যাচ্ছে।
কর্পোরেট সংবাদ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বারভিডার রক্তদান কর্মসূচি

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে।
শনিবার (৯ আগস্ট) সংগঠনের বিজয়নগর কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করেছে সন্ধানী’র ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক এবং সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান সকালে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বারভিডার ভাইস প্রেসিডেন্ট মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস.এম. মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন মজুমদার ও মো. হুমায়ুন কবীর ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বারভিডার কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সংগঠনের অফিসিয়ালবৃন্দ কর্মসূচিতে রক্তদান করেন।
উল্লেখ্য, বারভিডা ৪ দশকেরও বেশি সময় ধরে জাপানের সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশ-বান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমেও বারভিডা সামাজিক দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারাবদ্ধ।
কাফি