পুঁজিবাজার
ওয়ান ব্যাংকের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ( ইপিএস) বেড়েছে।
সোমবার (১৩ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ পয়সা।
আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৭ পয়সা, যা আগের বছরে ছিলো ৩২ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।

পুঁজিবাজার
উত্তরা ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৮.২৪ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮.২৪ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৪৯ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.২৭ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ৫.১৩ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৫.০৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.০০ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ৪.৬৮ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দর ৪.৪৬ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯.৭৬ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
সোমবার (২৮ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন পিপলস ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ম্যাকসন্স স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৫.৭৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৫.৩৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৪.৮৩ শতাংশ, জাহিন স্পিনিং পিএলসি-এর ৪.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের ৪.৩২ শতাংশ, এম. এল. ডাইং লিমিটেডের ৪.২১ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৩.৯২ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের ৩.৮৫ শতাংশ দরবেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৪৭ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকার। ৩০ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, রবি, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে আরও

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এসময় ২৩০ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে আরও কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১৬ পয়েন্ট কমে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২০৬১ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৮০৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৬৫ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২৩০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ফিনিক্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।