কর্পোরেট সংবাদ
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা দক্ষিণ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. মঈন উদ্দিন মাসুদসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে জেলার ১০টি উপজেলার প্রায় ১৬০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।
তিনি বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইউসিবি প্রান্তিক কৃষকদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে। কৃষক যাতে সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সে জন্য তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরো বলেন, আজকাল কৃষি আর আগের মতো সহজ সরল নয়। এটি হয়ে উঠেছে একটি জটিল ব্যবসা। সফল কৃষক হতে হলে শুধু জমি চাষ করলেই হবে না, উদ্যোক্তা হতে হবে। নতুন নতুন উদ্যোগ নিতে হবে, সৃজনশীল হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিকল্পিতভাবে কাজ করতে হবে। একজন সফল কৃষি উদ্যোক্তা হতে হলে আবহাওয়া, বাজারের চাহিদা, জমির উর্বরতা ইত্যাদি বিবেচনা করে কোন ফসল লাগালে বেশি লাভ হবে তা আমাদের জানতে হবে। কোথায় ভালো বীজ, চারা, পোনা ও বাচ্চা পাওয়া যাবে: ভালো মানের বীজ, চারা, পোনা ও বাচ্চা ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে তা যেমন জানতে হবে, তেমনি উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করবেন, কোথায় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে: বাজার সম্পর্কে সঠিক তথ্য থাকলে উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়া যাবে-এসব বিষয়ও জানতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে সিম্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শেখ মো. এরশাদ বিন শহীদসহ ইউসিবির কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৬০টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান ‘দূরত্ব’ কমিয়ে আনা, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
মেটলাইফ বাংলাদেশের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের চুক্তি
সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল ব্যাক্তিদের জন্য গ্রুপ লাইফ, গ্রুপ মেডিকেল এবং গ্রুপ মেটারনিটি বীমা পলিসির আওতায় সমন্বিত গ্রুপ বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
এই চুক্তির আওতায় ব্যাংকের ৩ হাজার ১০০ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের আওতায় স্বাভাবিক মৃত্যু, স্থায়ী সম্পূর্ণ বা আংশিক অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু ক্ষেত্রে বিমার দ্বিগুণ কভারেজ প্রদান করা হবে। সেই সাথে “গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স” এর আওতায় কর্মকর্তা, তাদের স্ত্রী/স্বামী এবং ২৩ বছরের নিচে দুই সন্তানের জন্য ইন-পেশেন্ট হসপিটালাইজেশন এবং ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ ১৪টি জটিল রোগের এক্সটেন্ডেড ইন-পেশেন্ট হসপিটালাইজেশন চিকিৎসা ব্যয় কভার করা হবে। এছাড়া, গ্রুপ ম্যাটারনিটি ইন্স্যুরেন্সের আওতায় মহিলা কর্মকর্তা এবং পুরুষ কর্মকর্তাদের স্ত্রীদের জন্য মাতৃত্বকালীন সিজারিয়ান ডেলিভারি, নরমাল ডেলিভারি এবং গর্ভপাতের ইন-পেশেন্ট খরচ কভারেজ প্রদান করা হবে, যা দুই সন্তানের জন্য সীমাবদ্ধ।
বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে সাউথইস্ট ব্যাংক।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, বহু প্রতীক্ষিত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধাটি কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করবে, অপ্রত্যাশিত চিকিৎসা খরচ থেকে সুরক্ষা প্রদান করবে এবং আর্থিক নিরাপত্তা ও মানসিক শান্তি প্রদান করবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালে ব্যাংকের ৩০তম বার্ষিকী উপলক্ষে “অ্যা জার্নি অফ ম্যাচুরিটি, স্ট্যাবিলিটি এন্ড কনসলিডেশন” শিরোনামের অধীনে, এই গ্রুপ ইনস্যুরেন্স সুবিধাগুলি কর্মচারীদের আরও বেশি আত্মনিবেদিত, উৎসাহী, সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে, যা ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি এবং সাফল্যে অবদান রাখবে।
মেটলাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, কর্মীদের জন্য বীমা কভারেজ প্রদানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক তাদের ৩০ বছরের বছরের সফল যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক যোগ করেছে। বিশ্বমানের বীমার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’
‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত হয়েছে জাতীয়ভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানে শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার দিনব্যাপী চ্যালেঞ্জার্স সামিট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে দিনব্যাপী ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’ উদ্বোধন করা হয়।
সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওয়ালটন প্লাজার সহস্রাধিক সদস্যগণ বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে সেরা থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা জানান, দেশে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিক্রয়ে শীর্ষে রয়েছে ওয়ালটন প্লাজা। এরই প্রেক্ষিতে অর্জন করেছে জাতীয়ভাবে সর্বোচ্চ ট্যাক্স ও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি। ব্যবসার পাশাপাশি দেশ ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি সামাজিক দায়বদ্ধতামূলক নানান কর্মকান্ড পরিচালনা করে আসছে ওয়ালটন প্লাজা। ইতোমধ্যে প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় কয়েকশ কিস্তি ক্রেতা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসব কর্মকান্ডের মাধ্যমে ওয়ালটন প্লাজা অর্জন করে নিয়েছে সেরা সেলস নেটওয়ার্কের সম্মান।
জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়ির এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হানসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
চ্যালেঞ্জার্স সামিটে সারাদেশের প্রায় ৭’শ ওয়ালটন প্লাজা থেকে ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ক্রেডিট ম্যানেজারসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক কর্মকর্তা অংশ নেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় ওয়ালটন হাই-টেক পার্কের আঙ্গিনা। সামিটে ওয়ালটন প্লাজার বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায়ে চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ওয়ালটন কর্তৃপক্ষ।
২০২৩ সালে বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১৯টি ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার ১৯০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
চ্যালেঞ্জার্স সামিটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুলিশ হেড কোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের পুলিশ স্টাফ কলেজ রেক্টর অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি সুফিয়ান আহমেদ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল কাইয়ুম খান, কোম্পানি সচিব সাইফুল আলম সভায় উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠিত হয়
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল আলম পিএইচডি, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া ও কোম্পানী সচিব অলি কামাল।
কাফি