কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক সম্প্রতি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং, নুরুল্লাহ চৌধুরী, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার, হেড অব এইচ আর নিশাত আনোয়ার, হেড অব ব্যাংকাসুরেন্স সুবীর কুমার কুন্ডু এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এস.এম. মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি, এস.এম. জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, রুহীদাস কর্মকার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর, এম. নাজিব ইকবাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন সম্পন্ন
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে নতুন যোগদানকৃত সিকিউরিটি গার্ডদের ‘পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও পরিচিতি কর্মসূচি’ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে এ প্রোগ্রাম উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএর প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল- মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান। এসময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান উপস্থিত ছিলেন।
১৪১ জন প্রশিক্ষণার্থী দিনব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং
সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও এসএএমডি এর প্রধান মুহাম্মদ মিজানুল কবির, ইভিপি ও চট্টগ্রাম জোনাল প্রধান সৈয়দ মো. সোহেল এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সালেহ উদ্দীন কুতুবী।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ চলমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ, শ্রেণিকৃত ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস জিতলো স্ট্যান্ডার্ড চার্টার্ড
তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ জয় করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস – ক্রেডিট’ অর্জন করেছে। অ্যাওয়ার্ড তিনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান গ্রাহকদের জন্য একটি বিস্তৃত নগদবিহীন ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসার এর লক্ষ্যে আমরা ভিসার সাথে কাজ চালিয়ে যাবো। আমাদের সমস্ত গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দেশে ১২০ বছরের নিরবচ্ছিন্ন উপস্থিতির ধারাবাহিকতায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশই একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজের বিভিন্ন স্তরে বিনিয়োগের মাধ্যমে, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারে সেবার পরিসর ও স্কেল বৃদ্ধি করে এবং অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরিতে বাণিজ্য ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বছরের পর বছর ধরে, ব্যাংকটি বাজারে একাধিক ক্ষেত্রে প্রথম উদ্ভাবক হওয়ার গৌরব অর্জন করেছে। ডিজিটাল পেমেন্টে অগ্রগামী হিসেবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড সারা বাংলাদেশে গ্রাহকদের এমন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা তাদের সঞ্চয় করতে, ব্যয় করতে এবং বিভিন্ন ব্যতিক্রমী পুরস্কার এবং অফার উপভোগ করতে সক্ষম করে। ডিজিটাল পেমেন্টে অগ্রগামী হিসেবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড সারা বাংলাদেশে গ্রাহকদের সঞ্চয় করতে, ব্যয় করতে এবং বিভিন্ন ব্যতিক্রমী পুরস্কার এবং অফার উপভোগ করার সুযোগ সহজে করে দেয়, এমন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।
ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড অফারগুলি অত্যাধুনিক উদ্ভাবন এবং প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে, যা কার্ডধারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অগ্রদূত ভিসা ইনকর্পোরেটেড। ভিসার লক্ষ্য হলো সবচেয়ে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা– ব্যক্তি, ব্যবসা এবং অর্থনীতিকে উন্নত করতে সক্ষম করা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
গ্রামে ১ হাজার গাছ রোপণ করলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম
কৃষিপ্রধান বাংলাদেশের মূল চালিকাশক্তি হল কৃষক ও কৃষিজ সম্পদ। বন্যা-পরবর্তী সময়ে এলাকাবাসীর কৃষিজ সম্পদের প্রতিস্থাপনের অংশ হিসেবে নিজ গ্রামে এক হাজার ফলজ গাছ রোপন করলেন পরিবেশ, ভ্রমণ ও এ্যাভিয়েশন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম।
শনিবার (৯ নভেম্বর) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশানী টবগা গ্রামে আম, জাম, কাঁঠাল, পেঁয়ারা, কাঠবাদাম, বাক্সবাদাম, লেবু ইত্যাদি গাছ রোপণ ও বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।
এই কার্যক্রম সম্পাদনে সহযোগী হিসেবে ছিল মিশন গ্রিন বাংলাদেশ ও এসএমএস এনভায়রনমেন্টাল এলায়েন্স।
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম বলেন, ফলজ গাছ শুধুমাত্র আমাদেরকে বেঁচে থাকার জন্য অক্সিজেনই দেয়না বরং এসব গাছ থেকে প্রাপ্ত ফল আমাদের শরীরে ভিটামিনের যোগানের পাশাপাশি ফল বিক্রয়ের মাধ্যমে সংসারে অর্থকড়িও দেয়।
তিনি আরও বলেন, আমরা যে পরিমাণ অক্সিজেন প্রকৃতি থেকে বিনামূল্যে নিচ্ছি সেটা কোন হাসপাতাল থেকে নিতে গেলে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ গুণতে হত। জীবনে আমরা সবকিছুর জন্য অর্থ খরচ করলেও কেবলমাত্র প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণের জন্য খরচ করি না। কেউ না কেউ গাছ লাগিয়েছে বলেই কিন্তু আমরা নির্মল বাতাস গ্রহণ করতে পারছি। তাই আসুন আজ থেকে নিজের অক্সিজেনের ও ভিটামিনের যোগান নিজেই দেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাটখিল উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো. মোকছেদ মিয়া বৃক্ষরোপণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, বন্যা পরবর্তী বৃক্ষরোপণ কার্যক্রম এলাকার মধ্যে সবুজের ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। যেহেতু বন্যার কারনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃক্ষরোপন ও বিতরণ প্রসঙ্গে মিশন গ্রিন বাংলাদেশের আহ্বায়ক আহসান রনি বলেন, ‘সারা দেশকে আমরা সবুজ করতে চাই। দেশ সবুজ হলে অনেকাংশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিই শুধু কমবে না বরং আমাদের দেশ ফিরে পাবে তার হারানো রূপ। আমরা ফিরে পাব সবুজ, শ্যামল বাংলাদেশ। এছাড়াও আমরা বুকভরে নিতে পারব নির্মল বাতাস।‘
গ্রামের বাসিন্দা সমাজসেবক ও সদ্যবিদায়ী দশানী টবগা গ্রামের (৭ নং ওয়ার্ড) কাউন্সিলর সালেহ আহমেদ সুমন বলেন, সম্প্রতি বন্যায় পাড়া-মহল্লায় এবং নার্সারিতে ও বনজ ও ফলদ গাছগুলো মারা যাওয়ায় এই মুহুর্তে নতুন উদ্যোমে বৃক্ষরোপণ অতিব জরুরি ছিলো। এছাড়াও, বর্তমানে ফলমূলের দাম আকাশচুম্বী তাই অনেকেই ফল থেকে প্রাপ্য প্রয়োজনীয় ভিটামিন নিতে পারছে না। এ থেকে সমাধানের একমাত্র মাধ্যম হচ্ছে বসতবাড়ির আঙ্গিনায় ফলগাছ রোপন করা। আমাদের গ্রামে এই এক হাজার ফলজ গাছ রোপনের মাধ্যমে গ্রামের মানুষের শুধুমাত্র ফলের চাহিদাই পূরণ করবে না বরং একইসাথেই অক্সিজেনেরও যোগান দিবে।
প্রসঙ্গত, তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতি বছর বৈশ্বিক উষ্ণতা বাড়ার প্রভাব শহরের পাশাপাশি গ্রামেও পড়ছে। এসব মোকাবেলায় নগরাঞ্চলে নানান পদক্ষেপ বা কর্মসূচী লক্ষণীয় হলেও গ্রামে সেটা অপ্রতুল। তাই উষ্ণতা কমাতে হোক কিংবা ফল খেতেই হোক, প্রচুর পরিমানে গাছ লাগানো গেলেই উষ্ণতা কমতে শুরু হবে বলে মনে করেন পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানীরা।
উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম গত সপ্তাহে গ্রামে পাঁচশত তালবীজ রোপন করেন। এছাড়াও কিছুদিন আগে রাজধানী ঢাকায় পাঁচশত নিমগাছ রোপন ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করেছেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবি ব্যাংকের বুথ উদ্বোধন
পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন আঙ্গিকে কালেকশন বুথের উদ্বোধন করেছে এবি ব্যাংক পিএলসি। ব্যাংকের কারওয়ান বাজার শাখার অধীনে পরিচালিত এই বুথটি ইনস্টিটিউটের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান করবে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএম