পুঁজিবাজার
এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৮ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ’২৪) মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে লোকসান হয়েছিলো ২ টাকা ৭০ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৮৩ পয়সা।

পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দর বেড়েছে। এসময় সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের।
ডিএসই সূত্রে জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টস এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। আর ১ টাকা ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিচ হ্যাচারি ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-লাভেলো ৭.৮৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৬.০৬ শতাংশ, টেকনো ড্রাগ ৬.০২ শতাংশ, পিপলস লিজিং ৫.৫৬ শতাংশ,ইস্টার্ন লুব্রিক্যান্ট ৫.০০ শতাংশ ,আলিফ ইন্ডাস্ট্রিজ ৪.৮৮ শতাংশ ও ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড ৪.৭৬ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার। ১৩ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাব, সি পার্ল বিচ, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং খান ব্রাদাস।
কাফি
পুঁজিবাজার
ছুটির পর প্রথম কার্যদিবসে সামান্য বেড়েছে লেনদেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের পুঁজিবাজারে শুরু হয়েছে লেনদেন। সপ্তাহের এই প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির শেয়ারদর কমেছে। অন্যদিকে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৬৩ কোটি ২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২৪ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
কোম্পানি সচিব নিয়োগ দিলো গোল্ডেন সন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক মো. ইসহাক ফাহাদকে কোম্পানির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কাফি
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দেড় ঘণ্টায় লেনদেন ১০১ কোটি টাকা

ইদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। তবে এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১০১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৬ পয়েন্ট।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০১ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।
কাফি