পুঁজিবাজার
আয় কমেছে এসিআই লিমিটেডের

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড।
সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি ৩৩ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৮ টাকা ২৭ পয়সা সমন্বিত লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৪৫ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০০ টাকা ৩৬ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
সিএসই’র দুই মূল্যসূচক সমন্বয়

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক দুটি সমন্বয় করা হয়েছে। সূচক দুটি হচ্ছে, সিএসই-৫০ ও সিএসই-৩০। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।
সমন্বয়ে সিএসই-৩০ সূচক থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। এর বিপরীতে নতুন করে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২২ মে থেকে এটি কার্যকর হবে। অন্যদিকে সিএসই-৫০ সূচকে নতুন করে চারটি কোম্পানি অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে ৪টি কোম্পানি বাদ পড়েছে। আগামী ২১ মে থেকে এটি কার্যকর হবে।
সিএসই-৩০ সূচকে নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালট্যান্টস, সেনা ইন্স্যুরেন্স ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। এছাড়া সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া কোম্পানির তালিকায় রয়েছে আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস।
সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের প্রায় ৩১ দশমিক ৪৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৩৭ দশমিক ১৯ শতাংশ।
সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে এ সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা ও সি পার্ল রিসোর্ট।
সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের শতকরা প্রায় ৭০ দশমিক ৪৭ শতাংশ আর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০ দশমিক ৩০ শতাংশ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের লোকসান বেড়েছে ১৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫ দশমিক ৭৭ শতাংশ।
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ৯৮ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল মাইনাস ২৬ পয়সা, যা আগের বছরে ছিলো ৩০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫২ টাকা ৯৬ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বাটা সু’র আয় বেড়েছে ১০১ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে দ্বিগুণেরও বেশি বা ১০০ দশমিক ৫৯ শতাংশ।
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৩ টাকা ৪২ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ৪৮ টাকা ০৬ পয়সা, যা আগের বছরে ছিলো ১৯ টাকা ৯৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৭ টাকা ১৫ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পূবালী ব্যাংকের আয় বেড়েছে ৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৫৪ পয়সা (রিস্টেটেড)।
আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ১৯ টাকা ৬৯ পয়সা, যা আগের বছরে ছিলো ৯ টাকা ২৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৩৯ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইউনাইটেড ফাইন্যান্সের আয় বেড়েছে ২০০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০০ শতাংশ বেড়েছে।
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরে ছিলো মাইনাস ৬ টাকা ৩২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৭ পয়সা।
কাফি