পুঁজিবাজার
ক্যাপিটাল গেইনের করের খবরে নেতিবাচক শেয়ারবাজার

পুঁজিবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করে কর আরোপ করতে যাচ্ছে বলে সম্প্রতি এক খবর ছড়িয়েছে। নতুন আয় কর আইনে এটি করা হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের শেয়ারবাজারে। তবে এ খবর সম্পূর্ন মিথ্যা ও গুজব। এটি আগের মতোই অব্যাহতি থাকছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারে গতকাল ইতিবাচক লেনদেনের পর এমন নেতিবাচক খবরে আজ সোমবার ব্যাপক দরপতন দেখা যাচ্ছে। শুরুর দিকে বাজার ভালো থাকলেও দিনের মধ্যে সময় থেকে এ খবরে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে কমতে থাকে।
এবিষয়ে জানতে চাইলে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, এনবিআর ২০১৪ সাল থেকেই ক্যাপিটাল গেইনের উপর কর নিয়ে আলোচনা করে আসছে তবে এখনো পর্যন্ত কর অব্যাহতি রাখা হয়। পুঁজিবাজারের স্বার্থেই এনবিআর এবারো কর অব্যাহতি দিবে। কমিশন ও এনবিআর এবিষয়ে যৌথভাবে কাজ করছে। এটা নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটা সঠিক নয়।
সূত্র জানায়, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বেচাকেনার মাধ্যমে অর্জিত মূলধনি আয়ে কর বসাতে যাচ্ছে বলে একটি খবর ছড়িয়েছে। তবে এটি সত্য নয়।
বিএসইসি সূত্র মতে, যেকোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর মুক্ত আছে। নতুন করে কোন কর আরোপ করা হচ্ছে না। কর আরোপের তথ্য সঠিক নয়। ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই নীতি বাস্তবায়িত হলে, ব্যক্তি বিনিয়োগকারী তাদের আয়কর স্ল্যাবের উপর নির্ভর করে তাদের পুঁজিবাজার লাভের বিপরীতে কর বসতে পারে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসলে পুঁজিবাজার আরও ক্ষতিগ্রস্থ হবে।
এসএম

পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ জানে না ফাইন ফুডস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ২৩৩ টাকা ৯০ পয়সায়। আর গত ১১ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ৩০৯ টাকা ৯০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৭৬ টাকা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
কাফি
পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ

বিদায়ী সপ্তাহে (০৭ সেপ্টেম্বর -১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১০.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (০৭ সেপ্টেম্বর-১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ১৮ টাকা ৪০ পয়সা বা ২০.৬৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩০ পয়সা বা ১৩.০৪ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ১২.৫৮ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে ইনটেক অনলাইন। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১০.৮৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সোনালী পেপারের ৯.৩১ শতাংশ, বিডিকম অনলাইনের ৯.০১ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৫ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (০৭ সেপ্টেম্বর-১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে সিএপিএমবিডিবিএল মিচুয়াল ফান্ডের দর বেড়েছে ২৪.০৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪০ পয়সা বা ২০.৮৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ২০.৫৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এসআলম কোল্ড রোল্ড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ১৮.৮০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৬.৬৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৭৭ শতাংশ, সিএপিএমআইবিএল মিউচুয়াল ফান্ডের ১৪.১২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.৬৩ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১২.২২ শতাংশ।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

বিদায়ী সপ্তাহে (০৭ সেপ্টেম্বর-১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে রবি আজিয়াটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ২১ লাখ টাকা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৮৩ লাখ টাকা, সিটি ব্যাাংকের ১৮ কোটি ৪৪ লাখ টাকা, ইজেনারেশনের ১৬ কোটি ৮১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৬ কোটি ২৫ লাখ টাকা, লাভেলো আইমক্রীমের ১৬ কোটি ০৬ লাখ টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেনেন্সের ১৬ কোটি ১৩ লাখ টাকার।