ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৬৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এডিএন টেলিকমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৫০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এমবি ফার্মা।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, কোহিনূর কেমিক্যাল, লিবরা ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইটিসি, জিকিউ বলপেন এবং প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার