ক্যাটাগরি: পুঁজিবাজার

দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য দেখা গেছে। এতে জায়গা নিয়েছে ‘এ’ ক্যাটাগরির ৭ প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির বাটা সু লিমিটেড। কোম্পানিটি আজ ১০৬ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করার পরেও সর্বোচ্চ শেয়ারদর হারিয়েছে। জানা যায়, বাটা সু লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৬ টাকা বা ৩ দশমিক ৭৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রেনাটা লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, ডমিনেজ স্টিল, প্রাইম ইন্স্যুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার