পুঁজিবাজার
শেয়ার কিনবেন এডিএন টেলিকমের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এডিএন টেলিকমের উদ্যোক্তা পরিচালক আসিফ মাহমুদ ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সোমবার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, আমান কটন ফাইব্রাস, মোজাফফর হোসেন স্পিনিং এবং ফরচুন সুজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। তবে ফরচুন সুজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রিং শাইনের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো পিপলস লিজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় ১৩৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৩৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ১২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৬ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলহাজ টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠি অনুযায়ী এবং পরিচালকদের আলোচনার ভিত্তিতে নতুন পর্ষদ গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বখতিয়ার রহমান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি এমইওইউ এর মাধ্যমে কোম্পানিটির পরিচালনাগত দ্বন্দ্বের অবসান হয়। পরবর্তীতে একই মাসের ১৮ তারিখে শেয়ারহোল্ডার পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে শেয়ারহোল্ডিং ধারণ ৩০ শতাংশে উন্নীত হয়। তাতে গত ১৭ নভেম্বর আট সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কোম্পানিটি।
আলহাজ টেক্সটাইলের নতুন পর্ষদে আছেন যারা
১. মোঃ বখতিয়ার রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত); ২. মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); ৩. মোঃ হারুনুর রশীদ, পরিচালক; ৪. মোঃ আব্দুল্লাহ বোখারী, পরিচালক; ৫. মোঃ তালহা, পরিচালক; ৬. মোঃ সাইদুল ইসলাম, পরিচালক; ৭. মিসেস খোদেজা খাতুন, পরিচালক; ৮. মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, পরিচালক।
এমআই