পুঁজিবাজার
ঢাকা ডাইংয়ের পর্ষদ সভা ৩০ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি

পুঁজিবাজার
আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ,২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার বন্ধ ৫ আগস্ট

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে। এই দিনটি সরকার কর্তৃক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষিত সরকারি ছুটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
এর আগে ১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। পরবর্তীতে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্যও এই ছুটি কার্যকর করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আর্থিক খাতও এই ছুটির আওতায় থাকবে।
বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে ছুটির দিনে আর্থিক লেনদেন বা সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
এসএম
পুঁজিবাজার
সিলকো ফার্মার প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রয়াত পরিচালকের ধারণকৃত শেয়ার স্থানান্তরিত করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক অধ্যাপক ড. আজিজুর রহমান চলতি বছরের ১২ মে মারা গেছেন। এই পরিচালকের বর্তমানে কোম্পানিটিতে মোট ৩৩ লাখ ১৭ হাজার ৪৫৭টি শেয়ার রয়েছে।
কোম্পানিটির এই প্রয়াত পরিচালকের শেয়ার তার স্ত্রী রওশন আরা চৌধুরীর অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
এসএম
পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ২৫৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৫৫ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১ দশমিক ৬৬ পয়েন্ট।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
নুরানী ডাইংয়ের কারখানা বন্ধ পেলো ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়। আজ মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় সোমবার কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।
প্রতিনিধি দল জানায়, সোমবার নুরানী ডাইংয়ের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।
এসএম