কর্পোরেট সংবাদ
টেন মিনিট স্কুলের কোর্সে বিকাশ পেমেন্টে ১৫ শতাংশ ক্যাশব্যাক
বিকাশ অ্যাপ থেকে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের নির্দিষ্ট কোর্স নিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের সাজেশনস সেকশন থেকে ‘টেন মিনিট স্কুল’ সিলেক্ট করে ৩০ জুন পর্যন্ত অফারটি গ্রহণ করা যাবে।
টেন মিনিট স্কুলের লাইভ কোর্স, স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, ফ্রিল্যান্সিংয়ের মতো ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ইংলিশ মাস্টার্স, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিংয়ের মতো বান্ডেল কোর্স, বুয়েট, মেডিকেল, ভার্সিটির ভর্তি পরীক্ষার কোর্স, এসএসসি-এইচএসসি প্রস্তুতি ও অনলাইন ব্যাচের জন্য একাডেমিক কোর্স, চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহ নানা ধরনের কোর্স নিতে পারবেন বিকাশ গ্রাহকরা এই অফারের আওতায়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আইসিএস ও এআইইউবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, জ্ঞান ও সাম্প্রতিক তথ্যের বিনিময়, গবেষণা কার্যক্রম, কারিকুলামের উন্নয়ন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনসহ সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, যা নির্দিষ্ট শর্তাবলীর অধীনে পরিচালিত হবে।
এছাড়াও চার্টার্ড সেক্রেটারী পেশার উন্নয়ন ও বিকাশে “আনলোককিং ইওর পোটেনশিয়াল উইথ আসিএসবি: এ জার্নি টু প্রফেশনাল এক্সেলেন্স” শীর্ষক একটি ক্যারিয়ার সেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (৪ নভেম্বর) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) আইসিএসবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং আইসিএসবির এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক কল্যাণের জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
আইসিএসবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান। এছাড়া ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য মো. আজিজুর রহমান, কাউন্সিল সদস্য ওলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য মো. শরিফ হাসান, কাউন্সিল সদস্য ও পরীক্ষার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, ফারুক আহমেদ পাটোয়ারী এসিএস, আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো. শামিবুর রহমান এফসিএস, পরিচালক (শিক্ষা) কাজী আন্দালীব আমীন এবং অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অপরদিকে, এআইইউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, স্নাতকোত্তর প্রোগ্রামের পরিচালক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. পার্থ প্রসাদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব আনোয়ার, ওএসসিএম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. তামজিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক এম. এস. বোহী শাহজাহান এবং সহকারী অধ্যাপক ও পরিচালক (ওপিএ) আর. তারেক মওদুদ।
ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান আইসিএসবির সকল প্রতিনিধিকে এআইইউবির উপাচার্য মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা এবং আইসিএসবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। উভয় পক্ষই সম্পদ উন্নয়ন ও বিনিময়, কর্মশালা, সেমিনার-সম্মেলন এবং অন্যান্য তথ্য ও জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে, উভয় পক্ষ একে অপরের সাথে স্মারক উপহার বিনিময় করেন।
পরবর্তীতে, এআইইউবির মিডিয়া স্টুডিও অডিটরিয়ামে চার্টার্ড সেক্রেটারি পেশার উপর “আনলোককিং ইওর পোটেনশিয়াল উইথ আসিএসবি: এ জার্নি টু প্রফেশনাল এক্সেলেন্স” শীর্ষক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। যেখানে আইসিএসবির এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্ব ছিল প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত। শিক্ষার্থীরা আইসিএসবি আয়োজিত কুইজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইসিএসবির প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিক আগ্রহ ও উদ্দীপনার জন্য ধন্যবাদ জানানো হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পুঁজিবাজারে বিনিয়োগ বহুমুখীকরণের ইসলামী ব্যাংকের ৩ প্রোডাক্ট উদ্বোধন
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) নতুন ৩টি শরীআ’হ প্রোডাক্ট- ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং আই- ট্রেড নামে অনলাইন প্লাটফর্ম চালু করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিসিএমএলের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইবিসিএমএল এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, আইবিসিএমএল-এর শরীআ’হ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মাজেদা খাতুন।
আইবিসিএমএলের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন আইবিসিএমএল-এর কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের সকল নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের পরিচালন মুনাফা বাড়লো ৭৭ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি সিটি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে পরিচালন মুনাফা ৭৭ শতাংশ বেড়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) অনলাইন ও বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ব্যাংকটি দেশ ও বিদেশের সকল বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের সামনে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়।
ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান এই আর্থিক প্রতিবেদনের নানাদিক পূর্ণাঙ্গ আকারে তুলে ধরেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির সমন্বিত পরিচালন মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ। গত বছর একই সময়ে সিটি ব্যাংক এই মুনাফা করেছিল ৯৩২ কোটি টাকা, যা এবার দাঁড়ায় এক হাজার ৬৫৩ কোটিতে। তবে ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ বেশি রাখার কারণে কর পরবর্তী মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। গত বছর প্রথম ৯ মাসে এ মুনাফা ছিল ৩৭৯ কোটি টাকা, যা এবার দাঁড়ায় ৪৫১ কোটিতে।
ব্যাংকটির এমডি ও সিইও মাসরুর আরেফিন জানান, চলতি বছর শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা প্রথমবারের মতো ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবার ব্যাপারে তিনি আশাবাদী। প্রথম ৯ মাসে ৭৭ শতাংশ মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে তিনি জানান, ব্যাংকের আমানত এই ৯ মাসে ১০ হাজার ১০০ কোটি টাকা বাড়লেও আমানতের ব্যয় সাড়ে ৪ শতাংশে ধরে রাখা সম্ভব হয়েছে। এছাড়া সুদ আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে ভালো অংকের আয় ইত্যাদি বিষয়কেও তিনি কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, এই নয় মাসে ব্যাংকের আয় ৪০ শতাংশ বাড়লেও ব্যয় বেড়েছে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ। যার ফলে আয়-ব্যয়ের অনুপাত গত বছরের সাড়ে ৫৪ শতাংশ থেকে ৪২ শতাংশে নেমে এসেছে।
কর পরবর্তী মুনাফা ততটা না বাড়ার পেছনে তিনি জানান, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত মোতাবেক ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ প্রয়োজনের অতিরিক্ত (এ বছর সংরক্ষিত মোট প্রভিশনের ৬৭ শতাংশ) ধরে রেখেছে, যা বছরের শেষে গিয়ে পুনর্বিবেচনার সুযোগ আছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মেসবাউল আসীফ সিদ্দিকী, ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং হেড অব ট্রেজারি মো. শাহ আলম। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ‘ট্রেনিং মনোগ্রাফ’-এর মোড়ক উন্মোচন
সাউথইস্ট ব্যাংক পিএলসির অনলাইন বুলেটিন “ট্রেনিং মনোগ্রাফ”এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ মোড়ক প্রকাশ করা হয়। এই ডিজিটাল প্রকাশনা ব্যাংকিং খাত জুড়ে নলেজ শেয়ারিং, গবেষণা, এবং পেশাগত উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন উদ্বোধনী সংখ্যাটি উন্মোচন করেন, যেখানে ব্যাংকের বিভিন্ন বিভাগ এবং শাখার কর্মকর্তাদের লেখা ১৬টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথম সংখ্যাটি ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রের ইনসাইথ এবং দক্ষতা উপস্থাপন করেছে, যা নলেজ শেয়ারিং ও পেশাগত উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। “ট্রেনিং মনোগ্রাফ” চালু করা সাউথইস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে দৃঢ় করে যা বিশেষ প্রশিক্ষণ কোর্স, কর্মশালা এবং গবেষণা কার্যক্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। এই প্রকাশনা ব্যাংকের ভেতরের ও বাইরের পাঠকদের জন্য প্রয়োজনীয় জ্ঞানের একটি সোর্স হিসেবে কাজ করবে।
“ট্রেনিং মনোগ্রাফ” অনলাইন বুলেটিনটি ব্যাংকিং পেশাজীবী এবং যারা এই খাতটি গভীরভাবে বুঝতে আগ্রহী তাদের জন্য একটি সহায়ক হিসেবে কাজ করে। এটি পাঠকদের দক্ষতা এবং জ্ঞানের ভান্ডারকে উন্নত করতে, পেশাগত উন্নয়নে সহায়তা করতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে প্রতিষ্ঠানের মধ্যে নিরবচ্ছিন্ন শিক্ষার সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।
এটি ব্যাংকিং খাতে নেতৃত্ব দানের লক্ষ্যে গবেষণা এবং বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর ব্যবহারিক অন্তর্দৃষ্টি প্রদানেও সহায়ক। ব্যাংকের গবেষণা, অনুশীলন, উদ্ভাবন এবং সাম্প্রতিক বিষয়াবলি সংকলিত করে ট্রেনিং মনোগ্রাফ ব্যাংক এবং বৃহত্তর আর্থিক সম্প্রদায়ের সাথে জ্ঞান বিনিময়ের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং অন্যান্য সিনিয়র নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকিং সম্প্রদায়ের জন্য প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি এবং সেরা অনুশীলনগুলি প্রদান করে শিল্পে উৎকর্ষতা আনার লক্ষ্যে “ট্রেনিং মনোগ্রাফ” অনলাইন বুলেটিনটি একটি মূল্যবান সহায়ক হিসেবে কাজ করবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন।
এছাড়া শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এমআই