পুঁজিবাজার
বিআইসিএমের উদ্যোগে পুঁজিবাজার সম্মেলন ৫ জুন

বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেটসের (বিআইসিএম) উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক পুঁজিবাজার সম্মেলন। আগামী ৫ জুন ‘পুঁজিবাজারে উদ্ভাবন’ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। বিআইসিএম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্মেলনের মূল বিষয়বস্তু হলো, পুঁজিবাজারে প্রযুক্তিগত অগ্রগতি এবং বাজারের উদ্ভাবন, পুঁজিবাজারকে ডিজিটালাইজেশন, বাজারে এআই, মেশিন লার্নিংয়ের প্রভাব, পুঁজিবাজারে আর্থিক প্রতিবেদনের অনুশীলন, দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের প্রচারে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা, পুঁজিবাজারে উদ্ভাবনী আর্থিক উপকরণসহ পুঁজিবাজারের তালিভাবুক্ত কোম্পানিগুলোর পরিবেশগত শাসন বা ইএসজি বিবেচনা ইত্যাদি।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক বলেন, পুঁজিবাজার নিয়ে আমরা প্রথমারের মতো এই বার্ষিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। পুঁজিবাজার নিয়ে যারা গবেষণা করছেন তাদের গবেষণাগুলো এবং তা হতে প্রাপ্ত ফলাফল সকলের সামনে তুলে ধরার জন্যই এই সম্মেলন। বিশেষজ্ঞগণ, শিক্ষাবিদ, মার্কেট প্রফেশনাল অর্থাৎ পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রিসার্চ টিম এবং নীতিনির্ধারকদের করা গবেষণা এবং তা হতে প্রাপ্ত ফলাফল একত্রিত করে সকলের সামনে তুলে ধরাই এই ধরণের একাডেমিক কনফারেন্সের উদ্দেশ্য।
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে বিআইসিএম প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এর আগে বাজার নিয়ে কখনো এধরণের বিশেষ সম্মেলনের আয়োজন হয়নি বলেও জানান তিনি।
মোহাম্মদ তারেক বলেন, আন্তর্জাতিক সম্মেলনগুলোর মতো দেশের পুঁজিবাজার নিয়ে গবেষণায় উৎসাহ প্রদান করার জন্য আমরা দুটো বেস্ট রিসার্চ পেপার কে বাছাই করে পুরষ্কৃত করবো। ৫ জুন সকাল ১০ টা থেকে দিনব্যাপী ৩ টি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং বাস্তবায়ন, ব্যাংকিং এবং বীমাখাত, পুঁজিবাজারের জন্য মানবসম্পদ নীতি, পুঁজিবাজারের পণ্যের মার্কেটিং, পুঁজিবাজার মাইক্রোস্ট্রাকচার এবং পুঁজিবাজারে বিনিয়োগের কৌশলের মতো বিষয়গুলোতেও এই সম্মেলনে গুরুত্বারোপ করা হবে।
প্রথম বার্ষিক পুঁজিবাজার সম্মেলনের জন্য গবেষণার বাহ্যিক সারসংক্ষেপ জমা দেয়ার শেষ সময় ১৬ মে এবং পুরো রিসার্চ পেপার জমা দেয়ার শেষ সময় ২৬ মে।
এসএম

পুঁজিবাজার
ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডাররা ২ দশমিক ৮০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ৯ টাকা ১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ছিল ৩০ জুন। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
এসএম
পুঁজিবাজার
ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) মুনাফার বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৬০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।
এই সময়ে কোম্পানিটি ১৯৪ কোটি ৫৬ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৭২ কোটি ৫৭ লাখ টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২১ আগস্ট।
গত বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকের আয়ের বিপরীতে ১০০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল।
এসএম
পুঁজিবাজার
বার্জার পেইন্টসের ইপিএস কমেছে ১০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১০ দশমিক ৮৯ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ২০ টাকা ৭৪ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৫ টাকা ৩২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১৭ টাকা ৮১ পয়সা ছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩৫১ টাকা ৯০ পয়সা।
পুঁজিবাজার
ম্যারিকো বাংলাদেশের ইপিএস বেড়েছে ১২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ দশমিক ৭৬ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ১৮ পয়সা ছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৫ টাকা ৯০ পয়সা।
এসএম
পুঁজিবাজার
ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ৬০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৬০ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে ৭৫ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৪ টাকা ২৫ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৪ টাকা ৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৫৮ পয়সা।
এসএম