পুঁজিবাজার
১৩ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। চলতি এপ্রিল মাসের শেষ দিকে ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত ট্রাস্টি সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ট্রাস্টি বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে ফান্ডগুলো তা প্রকাশ করবে।
একনজরে ৮ ফান্ডের ট্রাস্টি সভা:-
এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড: এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড এর ট্রাস্টি সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ট্রাস্টি সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড: আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড: প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান: আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান: আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
গ্রামীন ওয়ান: স্কিম টু: গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড: সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান: সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
লোকসানে জেমিনি সি ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৪০ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১৪ টাকা ৫৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৩১ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
‘রাশেদ মাকসুদকে এতো বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় এক সাধারণ বিনিয়োগকারী বলেন, রাশেদ মাকসুদ নিজের প্রতিষ্ঠানই চালাতে পারছে না, তাকে এতো বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।
বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়ে দুদকের চিঠি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসানের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি বিএসইসিকে দেওয়া এ চিঠিতে সাকিবের আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির আয়-ব্যয়ের রেকর্ডের বিবরণ চেয়েছে দুদক।
সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ইতোমধ্যে শুরু করেছে দুদক। দুদক উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিকে অবৈধ সম্পদ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।
শেয়ার বাজারের অনিয়ম, অবৈধ জুয়া ও ক্যাসিনোতে জড়িত থাকা, সোনা চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট-সম্পর্কিত অসদাচরণ এবং নির্বাচনী হলফনামায় সম্পদ গোপন করাসহ অসংখ্য অভিযোগের মুখোমুখি সাকিব। বিদেশে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনভয় টেক্সটাইলসের আয় বেড়েছে ৫১ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫১ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।
বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির ৬ টাকা ৩ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ২ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল৩ টাকা ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৯৫ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এপেক্স ফুটওয়্যারের ইপিএস কমেছে ৪০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ শতাংশ কমেছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৭৬ টাকা ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ১৬ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩২ টাকা ৫১ পয়সা।
এসএম