পুঁজিবাজার
বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৩৯ হাজার ৮৭৫টি শেয়ার ৭৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ৬ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ও তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৪ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি শফিউদ্দিন আহমেদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী নিরুদ্দেশ হওয়ায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের দায়িত্ব পেয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শফিউদ্দিন আহমেদ। তাকে শীর্ষ এ পদে চলতি দায়িত্ব হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন। গত ৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে ডিএসইকে জানিয়েছে ব্যাংকটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
গ্লোবাল হেভি কেমিক্যালসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টি’র শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭ দশমিক ৬৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৬ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৭ দশমিক ০৪ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৭ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৯৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ০৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। আর ৪ দশমিক ১৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তাসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ান ব্যাংকের ৩ দশমিক ৬৫ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ব্যাংকের ৩ দশমিক ৩৮ শতাংশ, খান ব্রাদার্সের ৩ দশমিক ২৬ শতাংশ, আইসিবির ৩ দশমিক ০৭ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ৩ দশমিক ০০ শতাংশ দর বেড়েছে।
কাফি