সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বগামিতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৭১ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৭ ও ২০১৭ পয়েন্টে।
লেনদেনের দুই ঘণ্টা শেষে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৩৮টির এবং ৬১ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এমআই