সারাদেশ
ঈদের দিনে বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেলো তিনজনের

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলের তিনজন আরোহীই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুরা চেংনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হৃদয় নিয়া (২২), হালিম হোসেন (১৮) ও নবী হোসেন (৩৫)। তারা সবাই কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের বাসিন্দা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, খালি সীমান্ত সড়কে একটি মোটরসাইকেলে তিনজন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় চেংনী বাজারের কাছে পৌঁছতেই মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হন।
ওসি আরও জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে লাশ হস্তান্তর করা হবে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে।

সারাদেশ
সখিপুরে গণঅধিকার পরিষদের উদ্যোগে পথসভা

শরীয়তপুর-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাট মাঝীর আগমন উপলক্ষে সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চাঁদপুর তার পর চাঁদপুর থেকে স্পিডবোটে তিনি এলাকায় পৌঁছালে কর্মী-সমর্থকদের ঢল নামে। পরে চেয়ারম্যান স্টেশন বাজারে এক বিশাল গণমিছিল বের করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এলাকায় আসতে না পারলেও সুস্থ হয়ে ফিরে আসায় কর্মী-সমর্থকরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নেন।
গণমিছিলে সম্রাট মাঝী বলেন, আমার চাচা আনোয়ার হোসেন মাঝীর আদর্শে চলতে চাই। তাকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আমাকেও সেইভাবে ভালোবাসবেন বলে আশা করি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সখিপুর-নড়িয়াকে আধুনিক ও উন্নত এলাকায় গড়ে তুলতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।
এসময় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সারাদেশ
শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে জানানো হয়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেসক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সারাদেশ
চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
সারাদেশ
সখিপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখিপুর ফুড কর্নারে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এ নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েল।
এ ছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি আমান আহমেদ সজীব (দৈনিক সংবাদ মোহনা), যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক, রাসেল সিকদার (দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া), দপ্তর সম্পাদক, এম এম জসিম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), অর্থ ও প্রচার সম্পাদক আমির হোসেন চোকদার (চ্যানেল এস, সখিপুর থানা প্রতিনিধি), কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন (ডেলি মর্নিং গ্লোরি), আতিকুর রহমান (দৈনিক আমাদের মাতৃভূমি, সাধারণ সদস্য আল আমিন (জে এ টিভি), বি এম সজিব সরকার (দৈনিক সোনালী কণ্ঠ), রাকিব হোসেন (দৈনিক সকালের শিরোনাম), তাহের আলী (অর্থ সংবাদ) মামুন সরকার (দৈনিক ভোরের বানী), মুনতাছির আহমেদ রুবাইদ (দৈনিক জবাবদিহি)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। স্থানীয় সাংবাদিক সমাজ নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও আশাবাদ প্রকাশ করেছে।
অর্থসংবাদ/তাহের আলী/এসএম
সারাদেশ
বন্যার পূর্বাভাস, প্লাবিত হতে পারে ১২ জেলা

দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানিসমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা পার করতে পারে। এসময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আজসহ আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে পারে। উজান থেকে পানি আসতে পারে। তবে এসব পানি কমে যাবে।