খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এবাদতের
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের বিশ্বকাপের আসর।
কিন্তু এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা নেই এবাদতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।
যদিও এবাদত নিজে এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই ফেরার অপেক্ষায় আছেন তিনি। লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি পেসার।
গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন পেস আক্রমণের অন্যতম মূল অস্ত্র এবাদত। তাতে এশিয়া কাপ তো বটেই, ছিটকে যান ওয়ানডে বিশ্বকাপ থেকেও।
গত বছরের সেপ্টেম্বরে এবাদতের হাঁটুতে অস্ত্রোপচার করাতে লন্ডনে পাঠানো হয়। অস্ত্রোপাচারের পর থেকে পুনর্বাসনে আছেন তিনি। মাঝে তার মাঠে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ধারাবাহিকতা বজায় রেখেছে নারীরা। তাতে পরপর দুই আসরে শিরোপা জয়ের স্বাদ পেল তারা। নারীদের এমন নৈপুণ্যে ক্রীড়াঙ্গনে আমেজ বিরাজ করছে। বিভিন্ন সংগঠন-সংস্থা ঘোষণা দিয়েছে বড় অঙ্কের পুরস্কার। এবার সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। সেখানেই সাবিনা-মারিয়া-তহুরাদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাটি দেন তিনি।
এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। বিসিবি নারীদের এমন সাফল্যে ২০ লাখ টাকা পুরস্কার দেবে। তবে বাকিদের ঘোষণা শেষেও অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে, সেটি দেখার। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।
২০১০ সালে বাংলাদেশেই প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিলো। সার্কভুক্ত দেশগুলো নিয়েই হয় এ আয়োজন। দুই বছর পরপর আয়োজিত এ আসরে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলার নারীরা। তবে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। সাত আসরের ৫টাই ভারতীয় প্রমীলা দলের দখলে। বাকি দুটো শিরোপা বাংলার নারীদের নামে লিপিবদ্ধ। তবে সাত আসরের মধ্যে ছয়বারই রানার্স আপ হয়েছে নেপাল। বাকি একবার আবার বাংলাদেশ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
মুশফিকুর রহিম ভালো করতে না পারলেও দলের ভেতরে তাঁর উপস্থিতির ইতিবাচক একটা প্রভাব থাকে। সে জায়গায় শূন্যতা সৃষ্টি হয়েছে উইকেটরক্ষক ব্যাটারের ইনজুরিতে। লিটন কুমার দাস দলে নেই আগে থেকেই। স্বাস্থ্যগত কারণে যেতে পারেননি তিনি। গুরুত্বপূর্ণ এ দুই ক্রিকেটারের জায়গায় সুযোগ পাওয়া ক্রিকেটাররা যে বাজিমাত করবেন, সে রকম ব্যাটিং ‘ক্যারেক্টার’ দলে একজনও নেই। তাই পুরোনো গৎবাঁধা ছকে খেলার প্রস্তুতি নেওয়া বাংলাদেশের।
মেহেদী হাসান মিরাজ যদিও বলেছেন, ম্যাচের ছন্দ নিজেদের করে নিতে নতুনভাবে প্রস্তুতি নিয়েছেন। টাইগার এ অলরাউন্ডারের বক্তব্য ফাঁকা বুলির মতোই শোনাচ্ছে। কারণ মরুর বুকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই তো জয়ের স্বপ্ন মরীচিকা হয়ে গেছে। মরূদ্যানে পরাজয়ের কাঁটায় ক্ষতবিক্ষত হওয়া দলের সামনে আজ আবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। জিতলে রক্ষা, হারলে সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হবে পুরো দল। নাজমুল হোসেন শান্ত বাহিনীর আশাবাদ ম্যাচ জিততে চাওয়া।
বাংলাদেশের ক্রিকেট আশার ভেলায় ভাসছে অনেক দিন হয়ে গেল। এক বছরেরও বেশি সময় ধরে এক দিনের ক্রিকেটে ভালো করতে পারছে না। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে কেলেঙ্কারির শুরু। বাংলাদেশ দল সেই থেকে কেন যেন কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ কোথাও ভালো করতে পারেনি। যদিও এ দুই টুর্নামেন্টেই আফগানিস্তানের বিপক্ষে জিতেছিলেন নাজমুল হোসেন শান্তরা। শারজায় চলমান দ্বিপক্ষীয় সিরিজে জয়ের ধারাবাহিকতা রাখতে পারেনি। প্রথম ম্যাচে ভালো শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানে হারের লজ্জায় পড়ে। অথচ বোলাররা বেশ ভালো করেছিলেন। তিন পেসার মিলে ৯ উইকেট তুলে নিয়ে ২৩৫ রানে গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানকে।
শারজার উইকেট স্পিনারদের ভালো করার রেকর্ড থাকলেও মেহেদী হাসান মিরাজ আর লেগস্পিনার রিশাদ হোসেন ভালো করতে পারেননি। দু’জনে ২০ ওভার বল করে উইকেটশূন্য। অথচ সেই একই মাঠে আফগান স্পিনাররাই লন্ডভন্ড করে দেন বাংলাদেশের ইনিংস। ১০ উইকেটের ৯টিই গেছে তিন স্পিনারের দখলে। বাজিমাত করেন অখ্যাত অফস্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। রশিদ খানরা আজও যে হুমকি হয়ে উঠতে পারেন, মিরাজদের ভালো করেই জানা।
গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেহেতু আমাদের সুযোগ আছে। একটি ম্যাচ হেরেছি, এখন দুটি ম্যাচ আছে। পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু ব্যাকফুটে আছি। সাত-আট মাস আগে ওয়ানডে খেলেছিলাম। সবার ভেতরে ওই জিনিসটাও কাজ করছিল। প্রস্তুতিটা ওইভাবেই নিয়েছি। এই মাঠে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। ছন্দ নিজেদের দিকে কীভাবে নিতে হবে, সেটা আমরা প্র্যাকটিস করছি। আশা করি, ভালো কিছু হবে।’
প্রথম ম্যাচে ১৩ জনের স্কোয়াড ছিল বাংলাদেশ। পেস ও স্পিনে একজনও বিকল্প বোলার ছিল না নাহিদ রানা ও বাঁহাতি নাসুম আহমেদ ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে শারজাহ যেতে না পারায়। আজকের ম্যাচে তারা থাকলেও খেলার সম্ভাবনা কম। মুশফিকের চোটের কারণে একটি পরিবর্তন অবধারিত। কিন্তু সে জায়গায় নাসুমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীর অভিষেক হতে পারে মুশফিকের জায়গায়। চোট নিয়ে দল থেকে মুশফিক ছিটকে যাওয়া নিয়ে আফসোস থাকলেও নতুন একজনকে দেখে নেওয়ার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন
প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করিয়ে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের গুরু ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে সবচেয়ে সফল এই কোচের জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলেছে অনেক। তবে বিভিন্ন কারণে বোর্ডের সঙ্গে তার ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে দুই পক্ষ এবার চুক্তি করল।
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আগামী বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির বিষয়ে জানিয়েছে বিসিবি।
ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা সালাউদ্দিন ২০০৬-১০ পর্যন্ত জাতীয় দলে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। জাতীয় ক্রিকেট একাডেমিতেও এক বছর কাজ করেছেন স্পেশালিস্ট কোচ হিসেবে।
২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। তার অধীনেই সে বছর বিশ্বকাপ ক্রিকেটের লিগ-৪ ডিভিশনে খেলেছিল দলটি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচের একজন সালাউদ্দিন। তার অধীনে বিপিএলে একাধিক শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবার শিরোপা জিতেছেন তিনি।
জাতীয় দলে সালাউদ্দিনের মতো দেশীয় কোচের অন্তর্ভূক্তি নিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, ‘আমি যখনই বিসিবি সভাপতি হিসেবে যোগদান করেছি, আমি তখন থেকেই শপথ নিয়েছি যে যোগ্য লোকদেরই জাতীয় দলের সঙ্গে রাখব। সালাউদ্দিনের বিস্তর অভিজ্ঞতা, বেড়ে ওঠার পরিবেশ এবং জ্ঞান তাকেঙেই পজিশনের জন্য যোগ্য করে তুলেছে। আমি বিশ্বাস করি এটাই সময় যোগ্য বাংলাদেশি কোচদের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করার।’
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে যা বললেন হৃদয়
সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার গুঞ্জন ছিল নাজমুল হোসেন শান্ত’র। তবে আপাতত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে নেতৃত্বে রেখেই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাকি দুই ফরম্যাটের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়ের নামও শোনা যাচ্ছিল।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (শনিবার) দলের কয়েকজন ক্রিকেটার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ছেন। তার আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে হৃদয় বলেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিৎ, তাকেই দেওয়া উচিৎ। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’
জাতীয় দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না প্রশ্নে হৃদয়ের জবাব, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থতার বৃত্তে আটকে বাংলাদেশ। তবুও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা হৃদয়ের, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা-আল্লাহ।’
প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা
টানা দুইবার সাফের শিরোপা জিতে প্রশংসায় ভাসছে বাংলাদেশের মেয়েরা। দলটির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা। নেপালের বিপক্ষে আসরের ফাইনালে গোল করেছেন তিনি। এরপর হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
সাফে সাফল্যের পর চারদিকে ঋতুপর্ণাকে নিয়ে বন্দনা চলছে। পাচ্ছেন সংবর্ধনাও। এর মধ্যেই একটি সুখবরও দিলেন জাতীয় দলের এই মিডফিল্ডার। আসরের মাঝেই নাকি ভারত ও ইউরোপের দুটি ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।
বাংলাদেশের নারী ফুটবলারদের ভারত থেকে খেলার প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ইউরোপ থেকে ডাক পাওয়ার ব্যাপারটি নতুন। দেশের একটি জাতীয় দৈনিককে এ নিয়ে ঋতুপর্ণা বলেন, আমি সাফ চলাবস্থায় ভারত ও ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।
তবে এখনই ইউরোপের সেই ক্লাবের নাম প্রকাশ করতে রাজি নন ঋতুপর্ণা। তিনি বলেন, ‘এখনই এটা বলা বারণ আছে। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে। ’
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ২০১৮ সালে ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছেন। এরপর গত বছরের ডিসেম্বর তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।
এমআই