ক্যাটাগরি: আন্তর্জাতিক

এশিয়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে এলএনজির দাম

এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। চলতি সপ্তাহে এ অঞ্চলের স্পট মার্কেটে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি লেনদেন হচ্ছে ৯ ডলারে, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো জ্বালানিটির দাম ঊর্ধ্বমুখী। আমদানিকারক দেশগুলোয় ক্রমবর্ধমান চাহিদা দাম বাড়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মে সরবরাহ চুক্তিতে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ৯ ডলার ৫০ সেন্টে অবস্থান করছে। গত সপ্তাহেও অঞ্চলটিতে একই দামে এলএনজি বিক্রি হয়েছে। গত ৯ ফেব্রুয়ারির পর এটি সর্বোচ্চ দাম।

কেপলারের গ্যাস ও এলএনজির বাজার বিশ্লেষক রিহানা রাশিদি বলেন, ‘‌উত্তর-পূর্ব এশিয়ায় স্বাভাবিকের চেয়ে আবহাওয়া ঠাণ্ডা হওয়ায় এলএনজি চাহিদা স্থিতিশীল রয়েছে।’

তিনি আরো বলেন, চীনা আমদানিকারকরা পরবর্তী ধাপে এলএনজির দাম কমার জন্য অপেক্ষা করছে। দাম নিম্নমুখী ধারায় ফিরলে তারা আমদানি বাড়াবে। তাইওয়ানে সাম্প্রতিক ভূমিকম্পে জ্বালানিটির দামে খুব কম প্রভাব পড়েছে। কারণ এতে কোনো পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

তাইওয়ানের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি সিপিসির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আমাদের দুটি এলএনজি আমদানি টার্মিনাল ভূমিকম্পের আঘাতে প্রভাবিত হয়নি। টার্মিনালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমদানিও নির্ধারিত সময়সূচি মেনেই হবে বলে আশা করছি।

পণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা আরগাসের এলএনজি মূল্য নির্ধারণ বিভাগের প্রধান স্যামুয়েল গুড বলেন, ‘‌ভারত ও দক্ষিণ কোরিয়ার আমদানিকারকরা ক্রেতা দেশগুলোর কাছে থেকে আগ্রহ কমিয়েছে। তবে একই সময়ে জাপানের টার্মিনালগুলোয় চাহিদা কিছুটা বেড়েছে।’

এদিকে ইউরোপে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস মে সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আদর্শের দাম স্থির হয়েছে প্রতি এমএমবিটিইউতে ৮ ডলার ১৪ সেন্টে।

আরগাস মে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ৮ ডলার ২০ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিস এপ্রিল সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ৮ ডলার ৪৭ সেন্ট।

পিজেড-এনার্জির প্রধান জ্বালানি অর্থনীতিবিদ হ্যান্স ভ্যান ক্লিফ বলেছেন, ‘‌তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় গ্যাসের দাম চাপের মধ্যে রয়েছে। কারণ আমরা শীত মৌসুমের শেষের দিকে পৌঁছেছি।’

তিনি আরো বলেন, ‘‌এলএনজি টার্মিনালগুলোয় পর্যাপ্ত মজুদ আছে। এছাড়া ইউরোপে সরবরাহ চেইনে জ্বালানিটির প্রবাহ স্বাভাবিক রয়েছে। এতে সক্রিয় মাসে চুক্তির দাম কমে গেছে।’

আরগাস বলছে, জর্ডানে এলএনজি সরবরাহের জন্য প্রাকৃতিক গ্যাস কোম্পানি ইজিএএস চালু করেছে মিসর। এতে দেশটির চাহিদা প্রায় ২০ কার্গো পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে আটলান্টিক টার্মিনাল থেকে গ্রীষ্মকালীন কার্গো লোড করার জন্য ইউরোপীয় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে স্পার্ক কমোডিটিসের বিশ্লেষক কাসিম আফগান বলেছেন, স্পট এলএনজি মার্কেট আটলান্টিক ও প্যাসিফিক উভয়ের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম টানা দ্বিতীয় সপ্তাহে কমেছে।

গত শুক্রবার আটলান্টিক স্পটের দাম কমে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৫০ ডলার এবং প্যাসিফিক স্পটের দর নেমেছে ৪৭ হাজার ডলারে।

শেয়ার করুন:-
শেয়ার