ক্যাটাগরি: পুঁজিবাজার

ঈদের আগে লেনদেন বাড়লো শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে।

এছাড়া, এদিন ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮৬ কোম্পানির। দর কমেছে ১৫৭ কোম্পানির। বাকি ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার