ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকে যোগ হলো ৬৪ পয়েন্ট, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৬৪ পয়েন্ট বেড়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬৪ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৪১৫ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৩১৬ কোম্পানির। বাকি ৩৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার