কর্পোরেট সংবাদ
‘গ্লোবাল উইমেন লিডারস’ পুরস্কার পেলেন মাইন্ডশেয়ারের তাসনুভা
গ্লোবাল উইমেন লিডারস’ পুরস্কার পেয়েছেন এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা।
ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস তাকে এ পুরস্কার দেয়। ২০২৩ সালে তিনি ‘এশিয়া’জ উইমেন লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলে সম্প্রতি মাইন্ডশেয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডজ এন্ডে আয়োজিত ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডসের ১১তম আসরে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতৃত্ব, উদ্ভাবন ও ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছেন তাসনুভা। ফলে দেশের গণমাধ্যমের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নসহ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে। তার পথনির্দেশনায় এশিয়াটিক মাইন্ডশেয়ার ‘মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, ‘ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার (রেস্ট অব সাউথ এশিয়া) ২০২২’ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড এবং গোয়া ফেস্ট ২০২৩ এ মোট পাঁচটি ‘অ্যাবি’ অ্যাওয়ার্ডসহ গত কয়েক বছরে নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস আধুনিক অর্থনীতি, প্রযুক্তি এবং প্রশাসনিক প্রক্রিয়ার উন্নয়নে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নারী নেত্রীদের প্রভাবশালী ভূমিকাকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া সরকারি ও ব্যবসায়িক সংস্থাগুলোর অগ্রযাত্রাকেও উৎসাহিত করে প্রতিষ্ঠানটি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম
দেশব্যাপী ব্যাপক গ্রাহকপ্রিয়তার প্রেক্ষিতে ১০ অক্টোবর থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১। এই সিজনে প্রোমোশনাল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম।
গত বুধবার (৯ অক্টোবর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার।
ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, দেশব্যাপী ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ২০টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এরই প্রেক্ষিতে শুরু করা সিজন-২১। এই সিজনে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে বিদ্যা সিনহা মীম। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে তার সংযুক্তি এই কার্যক্রমকে ভিন্ন মাত্রা দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
অনুষ্ঠানে বিদ্যা সিনহা মীম বলেন, ওয়ালটন শুধু একটি ব্র্র্যান্ড নয়, বাংলাদেশের একটি গর্বও। পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানারকম সামাজিক কর্মসূচিও পরিচালনা করছে ওয়ালটন। ইতোমধ্যে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বহুমানুষ আর্থিকভাবে লাভবান হয়েছেন। সচ্ছল হয়েছে অনেক অসহায় পরিবারের সংসার। ওয়ালটনের মতো একটি গ্লোবাল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি- ওয়ালটনের সঙ্গে আমার এই পথচলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে চমৎকার কিছু হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
জেসিআই ঢাকা ওয়েস্টের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট এবং লিভিং উইথ ওয়েলনেস’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী কর্মশালা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মোট ৪০টি কোম্পানি থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্য উন্নত করা ও চাপমুক্ত জীবন যাপনের কৌশল নিয়ে কর্মশালা পরিচালিত হয়।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের মূল প্রতিবাদ্য ছিল কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য। এর আলোকেই জেসিআই ঢাকা ওয়েস্টের ‘বিবর্তন প্রজেক্ট’ অনলাইন এবং অফলাইন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ বছরে বিবর্তনের স্লোগান ‘থাকবো সচেতন, যেন সুস্থ থাকে মন’।
কর্পোরেট জগতের শতাধিক পেশাজীবীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জনসচেতনতা এবং করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘লিভিং উইথ ওয়েলনেস’-এর স্বত্তাধিকারী এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য প্রশিক্ষক মাহমুদা।
২০২৪ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল চ্যাপ্টার প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগিতায় প্রজেক্টের সকল কার্যক্রম পরিচালিত ও সম্পন্ন হয়।
তিনি বলেন, জেসিআই ঢাকা ওয়েস্ট বরাবরই মেম্বার ও স্টেকহোল্ডারদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন। এই ধারাবাহিকতায় আমরা ‘বিবর্তন’ প্রজেক্টটি বিগত চার বছর ধরে করে আসছি। এ বছরের থিম ছিল কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, যার ফলে আমরা আমাদের সদস্যদের ও তাঁদের কোম্পানির কর্মীদের এই ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছি।
বিবর্তন-এর প্রজেক্ট ডিরেক্টর রিয়াল আহমেদ বলেন, আমাদের এই আয়োজনে সবাই কিছু না কিছু মানসিক সাস্থ্য নিয়ে শিখতে পারছে, জানতে পারছে। আমরা ভবিষ্যতে দেশের অন্যান্য সংগঠনের সাথে যৌথ উদ্যোগে আরো ব্যাপক পরিসরে মানসিক স্বাস্থ্য সচতেনতা এবং কার্যক্রম পরিচালনা করবো।
কর্মশালায় উপস্থিত থেকে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ সম্মাননা প্রদান করেন জেসিআই বাংলাদেশের গভর্নিং বডির ন্যাশনাল ট্রেনিং কমিশনার মুহাম্মদ আলতামিশ নাবিল এবং ন্যাশনাল ডিরেক্টর মাহমুদুর রহমান এবং বিবর্তন-৩ এর প্রকল্প পরিচালক জীবন আহমেদ। এছাড়া জেসিআই ঢাকা ওয়েস্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিবর্তন প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর রিয়েল আহমেদ এবং প্রজেক্ট লিড আহমেদ ওয়াজেদুল হক খান দ্বায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সদস্যভুক্ত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর সহযোগিতায় ছিলেন , ট্রাভেল পার্টনার গ্লোবাল ট্রাভেলস, আইটি পার্টনার টেক্সর্ট, ফুড স্পন্সর পিজ্জা ওয়ালা, মিডিয়া পার্টনার ডিজিটাল মিডিয়া ফোরাম, ডিজিটাল পি আর পার্টনার দ্য মেইডেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।
তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।
১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।
ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
শিক্ষক দিবসে দেশজুড়ে শিক্ষকদের আইএফআইসি ব্যাংকের সম্মাননা
‘শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসকে অনুসঙ্গ করে দেশব্যাপী এক ব্যতিক্রমী শিক্ষক সম্মাননা কর্মসূচী পালন করেছে আইএফআইসি ব্যাংক। দেশের প্রতিটি জেলায় নির্বাচিত ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদদের সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
গত ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের লক্ষ্যে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সম্মাননা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষকরা জাতির বাতিঘর। তাদের দেওয়া শিক্ষার ওপর ভর করে আমরা ভবিষ্যতের দিক নির্ধারন করি। এই দিবসটি উদ্ধসঢ়;যাপনের মধ্য দিয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নিতে চাই।
আইএফআইসি ব্যাংক শিক্ষাখাতের উন্নয়নে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবৎ উৎকর্ষমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে শিক্ষার বিস্তার ছাড়া জাতি গঠনের বিকল্প নেই এবং শিক্ষকরা এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ‘ডাবল মিলিয়ন’ অফার
সারাদেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২১ এ ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।
বুধবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। তিনি দেশব্যাপী ক্যাম্পেইনের ২১তম সিজনের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের স্ট্র্র্যাটেজিক বিজনেস ডেভলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল, ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ওয়ালটনের ডেপুটি সিএমও জোহেব আহমেদ, টিভির ডেপুটি সিবিও হাবিব ইফতেখার আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সদ্য নিযুক্ত জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম বলেন, ওয়ালটন শুধু একটি ব্র্যান্ড নয়; বাংলাদেশের একটি গর্ব। আমাদের সবার ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বহুদেশে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গর্বের। ডিজিটাল ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটন পরিবারের একজন সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত। ক্যাম্পেইনের পূববর্তী কয়েকটি সিজনে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন বহু ক্রেতা। ওয়ালটন তাদের জীবন পুরো পাল্টে দিয়েছে। ওয়ালটনের এই উদ্যোগ সত্যিই খুবই প্রশংসনীয়। এই কার্যক্রমের সঙ্গে এবার আমাকে যুক্ত করায় ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি- ওয়ালটনের সঙ্গে আমার এই পথচলায় ভবিষ্যতে চমৎকার কিছু হবে।
অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ জানান, সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে আগামীকাল ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সিজন-২১। এই সিজনে ক্রেতাদের জন্য রয়েছে ‘ডাবল মিলিয়ন’ অফার। অর্থাৎ ওয়ালটন পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। পূর্বের মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২১ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এছাড়াও পাবেন নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দিবে।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই গ্রাহকদের নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন।