কর্পোরেট সংবাদ
টেকসই অর্থায়নে সেরা ব্যাংকের স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

টেকসই অর্থায়নের জন্য সেরা ব্যাংক হিসাবে স্বীকৃত পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ‘দ্য অ্যাসেট ট্রিপল এ সাস্টেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৪ ’ এ এই স্বীকৃতি পায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই সম্মাননা বাংলাদেশের গতিশীল আর্থিকখাতে টেকসই, উদ্ভাবন বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যাংকটির অবিচল প্রতিশ্রুতিকে তুলে ধরে।
মূলত পরিবেশবান্ধব উৎপাদন খাতে অর্থায়ন, দেশের প্রথম গ্রিন বন্ড এবং গ্রিন জিরো-কুপন বন্ড কার্যকর করা, কৃষি ঋণ সম্প্রসারণসহ বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্ট উদ্যোগের জন্য এ স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক এই ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। টেকসই অর্থায়ন, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা এবং আর্থিক খাতের সাথে পরিবেশগত, সামাজিক এবং প্রশাসনিক নীতিগুলির সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে। আশা করা যাচ্ছে যে টেকসই অর্থায়নের এই বাজারের মূল্য পরবর্তী দশকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৩২ সালের মধ্যে প্রায় ৩০ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায়, সচেতনতা, রেগুলেটরি সহায়তা, নৈতিক ও মানসম্পন্ন আর্থিক পণ্য ও সেবার জন্য বাজারের চাহিদা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশেও টেকসই অর্থায়ন দ্রুত বিকশিত হচ্ছে। ইতিবাচক প্রভাব বিস্তার এবং আরও স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাংলাদেশ গড়তে আমাদের দক্ষতা, সম্পদ এবং অংশীদারিত্বকে কাজে লাগিয়ে এই বিবর্তনে নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড টেকসই অর্থায়ন এবং প্রতিষ্ঠিত বাজার থেকে উদীয়মান বাজারে মূলধন স্থানান্তরকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতি নিয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক। বাংলাদেশের সমৃদ্ধির অব্যাহত যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ২০২৩ সালে ৩০টি বড় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

কর্পোরেট সংবাদ
ঢামেক শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে কলেজের প্রায় পাঁচশ শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের উদ্বোধন করা হয়েছে। ইউসিবি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে ভূমিকা পালনের জন্য এই ভ্যাক্সিনেশনে সহযোগিতা প্রদান করছে।
সোমবার (১৮ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ডা. শামসুল আলম খান মিলন অডিটরিয়ামে এই ভ্যাক্সিনেশন কর্মসূচির শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ এবং নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ (তাবলু)। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সন্ধানীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ইশতিয়াক মোহাম্মদ তাসকিন ও সাধারণ সম্পাদক দিপ্ত নূর কল্লোল। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেমপল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. কামরুল আলম ইউসিবির এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের হাজারো স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা দেবে।’’
তিনি আরও বলেন, “একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইউসিবির এই সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং এটি দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”
ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতে মানুষ বাঁচানোর যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধাদের বর্ম হিসেবে এই ভ্যাক্সিন কাজ করবে। মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন একটি মহৎ উদ্যোগে আমরা পাশে থাকতে পেরে গর্বিত।”
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এম. সাদিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের কোম্পানী সচিব মো. নাজমুল আহসান সভা পরিচালনা করেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম সহ পরিচালনা পর্ষদের সদস্যগণ, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
এআইইউবিতে প্রাইম ব্যাংকের সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও এআইইউবি বিজনেস ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে `ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এম্পাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’ এর অংশ- যা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামিক উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উদ্যোগটির লক্ষ্য ছিল শুধু আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্বগুণ অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা। বিশেষ করে আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে এআইইউবির সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক ড. মো. আবদুর রহমান এবং সহযোগী অধ্যাপক ও অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের (ওপিএ) পরিচালক আর. তারেক মওদুদ। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।
সেমিনারের প্রধান আকর্ষণ ছিল প্রাইমএকাডেমিয়া’র অংশ হিসেবে `প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’- যা বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে আর্থিক দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিকল্পিত এই অ্যাকাউন্ট সহজভাবে ব্যাংকিং যাত্রা শুরু করার সুযোগ করে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার সুবিধা গ্রহণ করে আধুনিক ব্যাংকিং সেবার অভিজ্ঞতা নেন।
প্রাইম ব্যাংকের প্রতিনিধিরা তাদের বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রবৃদ্ধি, আর্থিক সাক্ষরতা এবং তরুণবান্ধব উদ্ভাবন বিষয়ে ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, আগামী প্রজন্মকে ব্যাংকিং প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত।
এছাড়া, সেমিনারে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ভবিষ্যতে শিক্ষার্থীকেন্দ্রিক আরও উদ্যোগ, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণে প্রাইম ব্যাংক ও এআইইউবি উভয়ই দৃঢ় আগ্রহ প্রকাশ করে।
প্রাইমএকাডেমিয়া উদ্যোগের অংশ হিসেবে এই সেমিনার প্রমাণ করে যে, প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবা কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ- যার আওতায় রয়েছে প্রতিষ্ঠানভিত্তিক ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কাস্টমাইজড অ্যাকাউন্ট- সবই একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে।
কাফি
কর্পোরেট সংবাদ
নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) পরিচালিত ১০, ৫০ এবং ১০০ টাকা হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় নীলফামারীর প্রান্তিক কৃষকদের মাঝে ইনস্ট্যন্ট লোন বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি নীলফামারীতে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের মানুষ, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনস্ট্যান্ট লোন সুবিধা প্রদান করা।
গ্রামীণ বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বল্প ইন্টারেস্ট রেটে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর জন্য সহজ ঋণসুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
আয়োজনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে, যেখানে অংশ নিয়েছিল এই অঞ্চলে পরিচালিত আরও ২০টি ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান এবং তৃণমূল পর্যায়ের সুবিধাভোগীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করতে এই উদ্যোগটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর আবেদা রহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জুমা রানী।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাংকের প্রতিনিধি, গ্রাহক, স্থানীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র ৭ শতাংশ ইন্টারেস্ট রেটে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ‘জীবিকা প্লাস’ ইনস্ট্যান্ট লোন বিতরণ করে। জামানতবিহীন এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটেই প্রসেস করা হয়, যা ব্যাংকটির গ্রাহকবান্ধব সেবার প্রতিফলন। আয়োজনে বাংলাদেশ ব্যাংক ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।
এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
কাফি
কর্পোরেট সংবাদ
আইবিটিআরএতে বাফেডার পাঁচ দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) এ সভার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও বাফেডা’র ট্রেজারার মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফেডা’র এক্সিকিউটিভ সেক্রেটারী মো. আবুল হাসেম ও আইবিটিআর’র ডাইরেক্টর জেনারেল মো. মাহবুব আলম।
এই কর্মশালায় দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কাফি