কর্পোরেট সংবাদ
স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার (২৬ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. কাজী শহীদুল আলম। এছাড়ার স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিঙ্গারের পণ্য কিনলে বিকাশে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
সিঙ্গারের ওয়েবসাইট থেকে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, টিভি, গ্যাজেটস, কম্পিউটার এন্ড অ্যাক্সেসরিজ সহ যেকোনো পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ন্যূনতম এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা এবং ১০ হাজার ১ টাকা বা তার বেশি বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫০০ টাকা ক্যাশব্যাক।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই অফারের আওতায় একজন গ্রাহক যতবার সিঙ্গার ওয়েবসাইট থেকে পণ্য কিনবেন ততবারই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে বিকাশ পেমেন্ট গেটওয়ে থেকে সফলভাবে পেমেন্ট করতে হবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
আইবিটিআরএর প্রিন্সিপাল খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. শহিদুল ইসলাম।
ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আটটি ফ্রি সার্ভিসসহ দেশসেরা অফার দিচ্ছে র্যানকন ট্রাকস
র্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড ক্রেতাদের জন্য একটি এক্সক্লুসিভ অফার ঘোষণা করেছে। বিশেষ এই অফারের মিতসুবিসি ফুসো রোসা বাসের গ্রাহকরা বিক্রয় পরবর্তী সেবার উপর একটি সম্পূর্ণ নিশ্চয়তা প্যাকেজ পাবেন, যা তাদের যানবাহন ব্যবহারে আরো স্বস্তি এবং নির্ভরতা দেবে।
অফারটিতে থাকছে ৮ টি ফ্রি সার্ভিস, ৪ বছরের ওয়ারেন্টি বা ২ লাখ কিলোমিটার পর্যন্ত কভারেজ সুবিধা। এই অফারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা যানবাহনের সর্বোত্তম পারফরম্যান্স উপভোগ করতে পারেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সার্ভিসিংয়ের ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন।
এ বিষয়ে র্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেডে’র ম্যনেজমেন্ট জানায়, এই অফারটি মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা যানবাহনের সর্বোচ্চ মানের গ্রাহক সেবা এবং বিক্রয় পরবর্তী সমর্থন চান। আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে, সেই লক্ষে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পূর্বের অফারগুলোর মত এবারও আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে পারব।
বিশেষ এই অফারটি নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলমান থাকবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিলেটে আইএফআইসি ব্যাংকের ১২১৭তম উপশাখার উদ্বোধন
শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর ১২১৭ তম উপশাখার শুভ উদ্বোধন হলো সিলেট শহরের জিন্দাবাজারে।
মঙ্গলবার (১ অক্টোবর) সদরের সহির প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি ব্যাংকের জিন্দাবাজার উপশাখাটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ।
আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক এম. এ. কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ী গ্রুপের সদস্যবৃন্দ, ব্যাংকের বৃহত্তম সিলেট জোনের ব্যবস্থাপক মো. মশিউর রহমান, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, দেশব্যাপী ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বর্তমানে সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপনের গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
রেমিট্যান্স আহরণে এনআরবিসি ব্যাংক ও প্লাসিড এক্সপ্রেসের চুক্তি
এনআরবিসি ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমদ ও প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর পরিচালক মোহাম্মদ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্লাসিড এক্সপ্রেস, ইউএস রেমিট্যান্সের জন্য ক্রস-বর্ডার পেমেন্টের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা সারাবিশ্বে অনলাইনে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। চুক্তির আওতায় প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর মাধ্যমে প্রবাসীরা এনআরবিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠাতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, সিআরএমডি-১ এর প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ, কর্পোরেট ব্যাকিং বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, ট্রেজারি প্রধান আব্দুল গফুর রানা, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিবুল আলম, রেমিট্যান্স বিভাগের প্রধান জাকারিয়া মাহমুদ, ট্রেজারি বিভাগের চিফ ডিলার জমির উদ্দিন ও প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর কান্ট্রি প্রধান ফারুক হেলালী।
এমআই