কর্পোরেট সংবাদ
দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো মাইন্ডশেয়ার

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড ৩১তম ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠানে ‘ইনোভেটিভ এজেন্সি অব দ্য ইয়ার’ ও ১৬তম ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেসে ‘মোস্ট ইনোভেটিভ কোম্পানিজ’র অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সম্মাননা ইভেন্টগুলো ভারতের মুম্বাইতে স্বনামধন্য তাজ ল্যান্ডস অ্যান্ডে যথাক্রমে ১৪ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ মিডিয়া দৃশ্যপটে মাইন্ডশেয়ার বাংলাদেশ একাধারে দক্ষতা এবং একনিষ্ঠতার প্রমাণ দিয়ে আসছে। বিভিন্ন অসাধারণ ক্যাম্পেইনে উল্লেখযোগ্য সাফল্যের মাধ্যমে তারা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে উদ্ভাবনী বিজ্ঞাপনের নতুন মাত্রা যোগ করে চলেছে। সেই সঙ্গে অর্জন করেছে দেশি-বিদেশি নানা রকম পুরস্কার ও স্বীকৃতি।
সম্প্রতি এ আন্তর্জাতিক সম্মাননাগুলো মাইন্ডশেয়ারের উদ্ভাবনী মনোভাব, ক্লায়েন্ট সন্তুষ্টি ও ইন্ডাস্ট্রিতে শ্রেষ্ঠত্বের জন্য নিরলস প্রচেষ্টারই প্রমাণ স্বরূপ। ক্লায়েন্টদের বিশ্বাস ও আস্থা মাইন্ডশেয়ারকে ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদী।

কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) চট্টগ্রামের একটি বেসরকারি হোটেলে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরীসহ এই জোনের শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমের সর্বক্ষেত্রে কর্পোরেট সুশাসন এবং কমপ্লায়েন্সকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম অঞ্চলের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ হ্রাস করার লক্ষ্যে আদায় কার্যক্রম জোরদার করতে হবে। এছাড়া বিনা সুদের এবং স্বল্প সুদের আমানত সংগ্রহের মাধ্যমে তহবিলসহ অন্যান্য ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধির অভিপ্রায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মানসম্পন্ন ঋণ বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান এডি রেশিও ৭৮ শতাংশ থেকে কাঙ্খিত মাত্রায় বৃদ্ধি করতে হবে। নতুনভাবে শ্রেণীকরণ রোধ, শ্রেণীবিন্যাসিত ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে চট্টগ্রাম অঞ্চলে।
স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর বলেন, টেকসই ব্যাংক গড়ে তুলতে গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে। এক্ষেত্রে কোনভাবেই নিয়মের ব্যতয় ঘটানো যাবে না। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার উপর গুরুত্বারোপ করেন তিনি ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের সিংহভাগই পরিচালিত হয় চট্টগ্রামকে কেন্দ্র করে। তাই বৈদেশিক বাণিজ্যে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এলসি বিজনেস বাড়াতে হবে। অফশোর ব্যাংকিংয়ে আমানত বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি লিঙ্কেজ শিল্প এবং অন্যান্য ছোটখাট শিল্পখাতগুলোকে অর্থায়নের মাধ্যমে অর্থনীতিকে বিকশিত করার সুযোগ কাজে লাগাতে হবে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডাকে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশগ্রহণ করেন ওমর ফারুক খান। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা।
গত বছরের সেপ্টেম্বরে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। তার আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ওমর ফারুক খানের। তিনি ইসলামী ব্যাংকের অন্যতম বৃহৎ অপারেশনাল ইউনিট—আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন ডিভিশন, জোন অফিস ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগ ব্যাংকটির পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) ব্যাংকের রংপুর জোনাল অফিস কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে.এম. মুনিরুল আলম আল-মামুন। রংপুর জোনপ্রধান মো. মতিয়ুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কাফি
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়। টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীর সমন্বয়ে গঠিত কুমিল্লা জোনের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির অনুসরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ঋণশৃঙ্খলা অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন সম্পদ বাড়াতে হবে। ঋণ আদায় বাড়াতে প্রয়োজনীয় আইনগত পদ্ধতির প্রয়োগ করতে হবে। এতে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত হবে এবং সাথে সাথে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হবে।
এছাড়া তিনি সুদবিহীন ও স্বল্প সুদের আমানতের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তহবিল ব্যয় কমিয়ে আনা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুল সংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্যচাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রæত প্রসার ঘটছে কুমিল্লাতে। এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসবখাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরও বাড়াতে হবে। বিপুল সংখ্যক প্রবাসীদের তাদের প্রয়োজন বিবেচনা করে ব্যাংকিং সেবা বিস্তার ঘটাতে হবে।
কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকে এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম

এবি ব্যাংক পিএলসি এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।