দেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং মাতারবাড়িতে ৩০০ একর জমি দেয়ার বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা খাসিফ আল হামুদি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সম্প্রতি আরব আমিরাতে আমার দ্বিপক্ষীয় সফরে সে দেশের পররাষ্ট্র ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে সামগ্রিক সব বিষয়ে আলোচনার ‘ফলো আপ’ সাক্ষাৎ ছিল এটি। ইউএইর সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। সেখানে এক মালিক থেকে অন্য মালিকের অধীনে ‘আকামা’ বা কর্মানুমতি হস্তান্তর সহজ করার বিষয়ে এবং দুবাই ছাড়া অন্য আমিরাতগুলোতে বাংলাদেশীদের ‘ওয়ার্ক পারমিট’ দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’
গাজায় চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একযোগে কাজ করা নিয়েও কথা হয়েছে বলে জানান ড. হাছান।